1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিতর্কিত দক্ষিণ চীন সমুদ্র সীমা নিয়ে ভারত-চীন দ্বন্দ্ব

২৬ সেপ্টেম্বর ২০১১

ভিয়েৎনামের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে, বিতর্কিত দক্ষিণ চীন সমুদ্র এলাকায় ভারতের তেল অনুসন্ধানকে তার সার্বভৌমত্ব লঙ্ঘন বলে অভিহিত করেছে চীন৷ বলেছে, ভারত এই কাজ বন্ধ না করলে তার গুরুতর রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা দেবে৷

দক্ষিণ চীন সমুদ্রে তেল উত্তোলনের একটি প্রকল্পছবি: picture-alliance/dpa

তিব্বত ও তাইওয়ানের পর দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় ভারতের তেল ও গ্যাস অনুসন্ধান ইস্যুটি চীনের কাছে সমান স্পর্শকাতর বিষয়৷ ভারত-ভিয়েৎনাম দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে, ভিয়েৎনামের কথিত সমুদ্র সীমার মধ্যে দুটি ব্লকে হাইড্রোকার্বন অনুসন্ধান থেকে ভারত বিরত না থাকলে, তার পরিণাম খারাপ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে চীন৷

অন্যদিকে ভারতের বক্তব্য, দক্ষিণ চীন সাগরে ভিয়েৎনামের সঙ্গে তেল অনুসন্ধান চুক্তি হয়েছে আন্তর্জাতিক নিয়ম অনুসারে৷ কাজেই, ভারতকে সেই কাজে চীন বাধা দিতে পারেনা৷ কারণ, ঐ জল সীমা যে চীনের - তা প্রতিষ্ঠিত হয়নি৷

চীনা বিশেষজ্ঞদের মতে, ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে যে বিরোধ রয়েছে তার সন্তোষজনক মীমাংসায় আসতে হলে এক অনুকূল শান্তিপূর্ণ বাতাবরন প্রয়োজন৷ অক্টোবর-নভেম্বর মাসে দিল্লিতে সীমান্ত ইস্যু নিয়ে দু'দেশের বিশেষ প্রতিনিধি স্তরে যে বৈঠক বসার কথা, তাতে বিষয়টি তোলা যেতে পারে৷ উল্লেখ্য, গত জুলাই-এ দক্ষিণ চীন সাগরে ভারতের যুদ্ধ জাহাজ ‘ঐরাবত'-এর যাতায়াত নিয়ে চীন একইভাবে হুমকি দেয়৷ ভারত বলে, আন্তর্জাতিক সমুদ্র রুট দিয়ে যাতায়াতের অধিকার আছে ভারতের৷ আসলে ভিয়েৎনামের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান সুসম্পর্ককে ভালো চোখে দেখছেনা চীন৷ কেউ কেউ মনে করছে, দক্ষিণ এশিয়ায় চীনের সঙ্গে শক্তির ভারসাম্য আনতে কৌশলগত সম্পর্ক তৈরি করতে চাইছে ভারত৷

এই প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ অধ্যাপক ত্রিদিব চক্রবর্তী ডয়চে ভেলেকে বলেন, ঐ জায়গাটা নিয়ে বিরোধ রয়েছে৷ আন্তর্জাতিক স্তরে এখনও মীমাংসা হয়নি৷ সেই জায়গায় দাঁড়িয়ে চীন যে দাবি করছে ওটা তাদের এলাকা, এর যৌক্তিকতা নেই৷ তাছাড়া, ভিয়েৎনামও মনে করে যে ঐ এলাকা তাদের৷ এরই ভিত্তিতে ভিয়েৎনাম চুক্তি করেছে ভারতের সঙ্গে৷ সেক্ষেত্রে ভারতকে হুমকি দেবার কোনো অধিকার নেই চীনের৷ ভারত এখানে তৃতীয়পক্ষ৷ চীনের উচিত ভিয়েৎনামের সঙ্গে এবিষয়ে কথা বলা৷ উল্লেখ্য, চীন নিজেও ফিলিপিনসের কাছে জলসীমার বিতর্কিত এলাকায় ড্রিলিং করছে বলে প্রকাশ৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ