1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বিতর্কিত’ লিজ টেলরের ভূমিকায় ‘বদনামী’ লিন্ডসে

২৪ এপ্রিল ২০১২

লিজ টেলরের ভূমিকায় এবার লিন্ডসে লোহান৷ সিরিয়াল হবে টিভির জন্য৷ আর বিতর্কিত লিন্ডসে এই প্রথম তাঁর অভিনয় জীবনে কোন বড়মাপের চরিত্র পেয়ে দিব্য খুশি৷

Portrait of British-born US actress Elizabeth Taylor, wife of John Warner taken in 1977. (ddp images/AP Photo)
মার্কিন অভিনেত্রী এলিজাবেথ টেলরছবি: AP

সবই সেই ইমেজের খেলা৷ তা যদি না হবে, তবে হলিউডে এত এত অভিনেত্রী থাকতে লিন্ডসে লোহান কেন? এ প্রশ্ন উঠতেই পারে৷ একটাও ক্ল্যাসিকাল ছবিতে এখনও অভিনয়ের অভিজ্ঞতা লিন্ডসে লোহানের নেই৷ দেখতে সুন্দরী আর বয়েসটা কম, সেসবই গ্রহণযোগ্য, কিন্তু লিন্ডসেই সেই কন্যা, যাকে ঘিরে বিতর্কের আর বদনামের ঝড় বহে যায় প্রায়শই৷ সে কখনো মদ খেয়ে গাড়ি চালায় আর ধরা পড়ে গিয়ে তাকে চলে যেতে হয় কারাগারের অন্তরালে, মানে যেখানে গিয়ে সে নিজেকে শুধরোয়৷ কখনও তার ব্যাগে পাওয়া যায় মাদক, আর ফের শুরু হয় হৈচৈ৷ কখনো বা অন্যের বয়ফ্রেন্ডকে নিয়ে লিন্ডসে লোহান হাজির হয় পার্টিতে, সেখানে দুই নারীর চুলোচুলির দৃশ্য দেখে সকলে তারিয়ে তারিয়ে৷

অতএব বিতর্ক লিন্ডসের পিছু ছাড়েনা৷ যেমন ছাড়ত না এলিজাবেথ টেলরের৷ পাঁচ আর ছয় আর সাতের দশকে হলিউড মাতানো এই নায়িকার প্রেমকাহিনি আর রিচার্ড বার্টনের সঙ্গে লিজ টেলরের ক্লিওপেট্রা ছবির সেট-এ সেই দুনিয়া কাঁপানো কেচ্ছার বিয়ে৷ যে বিয়ে কিনা, বার্টন আর এলিজ়াবেথ নিজেদের স্বামী আর স্ত্রীকে বাড়িতে রেখে এসে করে ফেলে হৈচৈ ফেলেছিলেন৷ কিংবা লিজের বিবাহ প্রেম৷ এক জীবনে দুই তিনবারে শান্তি হয়নি, মোট নয়বার বিয়ে করেছিলেন তিনি৷ তার মধ্যে এই রিচার্ড বার্টনকেই তো দুবার!

লিন্ডসে লোহানছবি: AP

তো, লিজের জীবন নিয়ে হবে মার্কিন টিভিতে একখানা সিরিয়াল৷ যাতে লিজের ভূমিকায় বেছে নেওয়া হল লিন্ডসেকে৷ যাকে ঘিরে বিতর্ক আর বদনামের শেষসীমা নেই৷ এ খেলাও তো ইমেজেরই! লিন্ডসের ইমেজ টেলরের সঙ্গে না মিললেও, তার আর যাই থাক না থাক, নামের সঙ্গে বিতর্ক আছে তো! ব্যবসা অতএব সেই বদনামকে ঘিরেই হবে৷ এই জন্যই তো বলা হয়, ‘বদনামটাও আসলে একটা নাম৷'

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় (ডিপিএ, এপি)
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ