1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিতর্কে ‘রা.ওয়ান’, এক কোটি রুপি জমা দিতে আদালতের নির্দেশ

২৩ অক্টোবর ২০১১

বলিউডের অন্যতম সবচেয়ে ব্যয়বহুল ছবি ‘রা.ওয়ান’ মুক্তির অপেক্ষায়৷ তবে এক স্ক্রিপ্ট রাইটারের দাবির মুখে এক কোটি রুপি জমা দিতে সুপারহিরো শাহরুখ খান এবং তাঁর প্রযোজনা প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে আদালত৷

রা ওয়ানের প্রিমিয়ারে শাহরুখছবি: webdunia

দীপাবলী উৎসব উপলক্ষ্যে একাধিক ছবি প্রকাশ করে বেশ খ্যাতি এবং পয়সা কুড়িয়েছেন শাহরুখ খান৷ ১৯৯৫ সালের আলোঝলমলে উৎসবে মুক্তি পাওয়া ছবি ‘দিওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' খানের সফলতম ছবিগুলোর একটি৷ আবার ২০০৭ সালের দীপাবলীতে মুক্তি পাওয়া ছবি ‘ওম শান্তি ওম' বেশ সাড়া ফেলে চিত্র জগতে৷

ফলে দীপাবলী উপলক্ষ্যে ছবি প্রকাশ করার দিকে একটা আলাদা ঝোঁক শাহরুখ খানের৷ চলচ্চিত্র বোদ্ধাদের দৃষ্টিতে তাই দীপাবলী যেন শাহরুখেরই মৌসুম৷ অন্যদিকে, সলমান খানের সফল মৌসুম হচ্ছে ঈদ উৎসব আর আমির খানের জন্য সেরা মৌসুম ক্রিসমাস৷ এমনই বিশ্লেষণ ‘হিন্দুস্তান টাইমস' পত্রিকার জাতীয় বিনোদন সম্পাদক মায়াঙ্ক শেখরের৷

বলিউডের আরেক খান আমির খানছবি: AP

যাহোক, সেই দীপাবলী উৎসবকে ঘিরে সফলতম ছবির মুক্তির জন্য প্রায় সকল প্রস্তুতি শেষ শাহরুখ খানের৷ দুই কোটি ডলার খরচ করে ছবিটি নির্মাণ বলে খবরে প্রকাশ৷ ইতিমধ্যে ব্যাপক প্রচারের কাজও হয়েছে৷ টেলিভিশনের জন্যও স্বত্বাধিকার বিক্রি হয়ে গেছে ৩৫ কোটি রুপিতে৷ কিন্তু বিপত্তি দেখা গেছে এক স্ক্রিপ্ট রাইটারের অভিযোগের প্রেক্ষিতে৷

তাঁর দাবি, শাহরুখ খান এবং প্রযোজনা প্রতিষ্ঠান স্বত্বাধিকার আইন লঙ্ঘন করেছে৷ ফলে প্রথমে একটি আদালত খান এবং তাঁর প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টকে দুই লাখ ডলার জমা দিতে নির্দেশ দিয়েছে বলে খবর ছাপে গণমাধ্যম৷ তবে মুম্বই হাই কোর্টের দুই বিচারকের গঠিত বেঞ্চ আপাতদৃষ্টিতে বুদ্ধিবৃত্তিক সম্পত্তি অধিকার লঙ্ঘনের জন্য এক কোটি রুপি জমা দিতে বলেছে৷ অন্যথা এটির প্রকাশ স্থগিত হওয়ার ঝুঁকি রয়েছে বলে উল্লেখ করা হয়েছে৷

তবে ‘রা.ওয়ান' নিয়ে এমন বিপত্তি দেখা দিলেও এবারের দীপাবলীতে আরো দু'টি ছবির মুক্তি মোটামুটি নিশ্চিত৷ একটি হলো ‘টেল মি ও খুদা'৷ এটিতে রয়েছেন সত্তরের দশকের খ্যাতিমান তারকা হেমা মালিনির মেয়ে ইশা দেওল এবং খ্যাতিমান অভিনেতা ধর্মেন্দ্র৷ অপরটি হলো ‘দামাদাম'৷ এতে রয়েছেন সংগীত ও চলচ্চিত্র শিল্পী হিমেশ রেশামিয়া৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ