1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিতর্কে সৌরভ-কন্যা সানা

১৯ ডিসেম্বর ২০১৯

সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা এবার বিতর্কের কেন্দ্রে৷ নাগরিকত্ব আইন তার প্রতিবাদ নিয়ে সানার পোস্টকে ঘিরেই জোরদার হল বিতর্ক৷

ছবি: AP

সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা এ বার বিতর্কের কেন্দ্রে৷ নাগরিকত্ব আইন তার প্রতিবাদ নিয়ে সানার পোস্টকে ঘিরেই জোরদার হল বিতর্ক৷

বিতর্কের কেন্দ্রে থাকা সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে নতুন কিছু নয়৷ প্রথমে ক্রিকেট জীবনে এবং তারপরে প্রশাসক হিসাবেও তাঁকে বহু বিতর্কের মধ্যে পড়তে হয়েছে৷ কিন্তু এ বারের বিতর্ক অন্য৷ যার কেন্দ্রে সৌরভের মেয়ে সানার সামাজিক মাধ্যমে একটি পোস্ট এবং তার প্রতিক্রিয়ায় সৌরভের টুইট৷

ঘটনা হল, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে জামিয়া, আলিগড়, কলকাতা সহ দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ ও তার মোকাবিলায় পুলিশের বাড়াবাড়ি সানাকে প্রভাবিত করেছে৷ তারই জেরে তিনি খুশবন্ত সিং-এর বই থেকে উদ্ধৃতি  সহ পোস্ট করেছিলেন একটি মানচিত্র, যেখানে দেখানো হয়েছে, নাগরিকত্ব-বিরোধী প্রতিবাদ কোথায় কোথায় হয়েছে৷  আর খুশবন্তের লেখাটা পুরোপুরি 'ফ্যাসিবাদী সরকার' এর বিরুদ্ধে৷  সানার পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমেপ্রবল বিতর্ক শুরু হয়৷ এরপর রাতে আসে সৌরভের টুইট। বিসিসিআই প্রেসিডেন্ট বলেছেন, ''দয়া করে সানাকে এই সব বিষয় থেকে দূরে রাখুন৷ ওই পোস্টটা ঠিক নয়৷ সানার বয়স কম, তাই সে রাজনীতির কিছুই জানে না৷''       

বিতর্ক শুরু হওয়ার পরেই সানার পোস্টটা ইনস্টাগ্রাম থেকে ডিলিট করে দেওয়া হয়৷ টুইটার হ্যান্ডেল 'লক' করে দেওয়া হয়েছে 'ব্যক্তিগত' বলে৷ সানা সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্রী, তিনি অক্সফোর্ডে গিয়েও কোর্স করে এসেছেন৷ তাঁর আলাদা মত থাকতেই পারে৷ সেই মত সৌরভের অবস্থানের বিরুদ্ধেও হতে পারে৷ তবে তা একান্তভাবেই তাঁর নিজস্ব মত৷ ভারতে রাজনীতি, খেলা, সিনেমা সহ যে কোনও ক্ষেত্রে নামকরা বাবা-মা র সন্তান হলেই ধারণা করে নেওয়া হয়, তিনি বাবা-মা র মত বা অবস্থানের পক্ষে বলবেন, না হলে চুপ করে থাকবেন৷ নিজস্ব মত প্রকাশ করতে গেলে বাবা-মা তাড়াতাড়ি বিতর্কধামাচাপা দেওয়ার চেষ্টা করে থাকেন৷ সৌরভ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, সেখানে সচিব হলেন অমিত শাহের ছেলে জয় শাহ৷  পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের আশা, সৌরভ একুশের ভোটে তাঁদের প্রচরের মুখ হবেন৷ আবার ইডেনে যখন গোলাপি বলে টেস্ট হল তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার উদ্বোধন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ও৷ সৌরভ একসময় বামেদেরও ঘনিষ্ঠ ছিলেন৷ ফলে তিনি নির্দিষ্ট কোনও রাজনৈতিক অবস্থান নিয়ে চলেন না৷ তা সত্ত্বেও তো তাঁর মেয়ের নিজস্ব মত থাকতেই পারে৷

এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর মেয়ে, কলকাতার মেয়র ও পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ছেলেদের মত প্রকাশ নিয়েও বিতর্ক হয়েছিল৷ সেই তালিকায় সানার নামও যুক্ত হল৷

জিএইচ/এসজি

 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ