1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজফ্রান্স

বিতর্ক সত্ত্বেও আণবিক শক্তির পথে ফ্রান্স

২০ এপ্রিল ২০২২

বর্তমান মহামারি ও যুদ্ধের আবহের আগেই জলবায়ু পরিবর্তনের মোকাবিলার উদ্যোগ শুরু হয়েছে৷ কিন্তু বাড়তি চাপের মুখে ফ্রান্সের মতো দেশ আপাতত ‘নির্মল জ্বালানি' হিসেবে আণবিক শক্তির উপর নির্ভর করছে৷

Frankreich Atomkraftwerk Cattenom Besetzung durch Greenpeace Aktivisten
ছবি: Getty Images/AFP/P. Hertzog

নর্মান্ডির উপকূল মানেই নির্মল প্রকৃতির কথা মনে হয়৷ কিন্তু তার মাঝেই আছে বিশাল এক পরমাণু বিদ্যুৎ কেন্দ্র৷ ফ্লামঁভিলের বিদ্যুৎ কেন্দ্রে দুটি পরমাণু চুল্লি বহুকাল ধরে চালু রয়েছে৷ তৃতীয় চুল্লি হিসেবে প্রেসারাইজড ওয়াটার রিয়্যাক্টর আগামী বছর কাজ শুরু করার কথা৷ ফ্রান্স কার্বন নির্গমনহীন  পরিবেশ বান্ধব জ্বালানি হিসেবে পরমাণু বিদ্যুতের উপর আরও জোর দিচ্ছে৷

অ্যাটমিক ইঞ্জিনিয়ার হিসেবে পাট্রিক ফোশোঁ বেশ কয়েক দশক ধরে রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেছেন৷ তার মতে, ‘‘জলবায়ু পরিবর্তন সম্পর্কে বিশেষজ্ঞদের মতামত শুনছি৷ তাদের মতে পরমাণু শিল্প সঠিক দিশায় এগোচ্ছে৷''

ফোশোঁ নিজে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের পাদদেশেই থাকেন৷ বর্তমানে তিনি মেয়রের দায়িত্ব পালন করছেন৷ তাঁর মতে, এই কেন্দ্রের দৌলতে স্থানীয় মানুষ ভালো বেতনের কাজ পাচ্ছে৷ অতীতে যখন শুধু গ্রানাইটের খনি ছিল, তখন ফ্লামঁভিল অনেক দরিদ্র অঞ্চল ছিল৷ সে কারণে ফোশঁ ও তার গ্রামের কাছে শুরু থেকেই সেটা ছিল ‘ভারি শিল্পের অ্যাডভেঞ্চার'-এ শামিল হবার বড় সুযোগ৷

সরকারি পৃষ্ঠপোষকতায় পরমাণু বিদ্যুৎ বিশেষ গুরুত্ব পাচ্ছে৷ সরকারি বিজ্ঞাপন অনুযায়ী ‘এলিট ইঞ্জিনিয়ার'-রা সেই ক্ষেত্রে কাজ করছেন৷ সরকারের মতে, পরমাণু বিদ্যুৎ ভবিষ্যতমুখী ও নিরাপদ৷ নর্মান্ডির বাইয়ো শহরের বাজারেও দেশের বাকি অংশের মতো পরমাণু শিল্পের প্রতি গভীর আস্থা দেখা যায়৷

ফ্রান্সে এমন মোট ৫৬টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বর্তমানে সক্রিয় রয়েছে৷ সবকটিই বেশ পুরানো৷ দুর্ঘটনা ঘটলে প্রায়ই অনেক পরে তা জানা যায়৷ তবে পরিবেশ কর্মীরা ইতোমধ্যে চুল্লির ঢাকনায় চিড় বা তেজস্ক্রিয় বিকিরণযুক্ত পানি লিকের মতো ক্ষতির ঘটনা খুব ভালোভাবে নথিভুক্ত করছেন৷

বিতর্ক সত্ত্বেও আণবিক শক্তির পথে ফ্রান্স

04:10

This browser does not support the video element.

অঁদ্রে জাক ফ্লামঁভিলের সেই সব বিরল মানুষের একজন, যিনি পরমাণু কেন্দ্রে কাজ করেন না৷ তিনি আশেপাশে যা পর্যবেক্ষণ করছেন, তা তাকে ক্ষুব্ধ করে তুলছে৷ তিনি কয়েক কিলোমিটার দূরে লা আগ এলাকায় পরমাণু বর্জ্যের অস্থায়ী গুদামের প্রতি মনোযোগ আকর্ষণ করেন৷ সেখানে বর্জ্যের একাংশ তথাকথিত এমওএক্স ফুয়েল রডে পুনর্নির্মাণ করা হচ্ছে৷ কিন্তু তেজস্ক্রিয় বিকিরণ সত্ত্বেও অবশিষ্ট্য বর্জ্যের জন্য কোনো চূড়ান্ত ব্যবস্থা নেই৷ অঁদ্রে জাক বলেন, ‘‘এখানে অভাবনীয় মাত্রার পরমাণু বর্জ্য জমা হচ্ছে৷ এমনটা চলতে পারে না৷ শুধু সে কারণেই আমাদের পরমাণু বিদ্যুৎ ত্যাগ করতে হবে, যাতে আরও বেশি তেজস্ক্রিয় বর্জ্য সৃষ্টি না হয়৷''

কিন্তু সরকার ঠিক এর বিপরীত পথেই এগোচ্ছে, অর্থাৎ, পরমাণু জ্বালানির উপর আরও নির্ভর করছে৷ লা আগ-এ নতুন কুলিং পুল তৈরি করা হচ্ছে৷

অনেক বাসিন্দাই চরম বিরক্তি প্রকাশ করছেন৷ তাঁদের মতে, তেজস্ক্রিয় বর্জ্যের সমস্যা সমাধানের আগে সম্প্রসারণের কাজ দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়৷ তাদেরই একজন বলেন, ‘‘পরমাণু বর্জ্যকে এমওএক্স ফুয়েল রডে পরিণত করাকেই একমাত্র সমাধানসূত্র হিসেবে বার বার তুলে ধরা হচ্ছে৷ জ্বালানির ক্ষেত্রে ফ্রান্সের স্বনির্ভরতার এটাই নাকি পথ৷ কিন্তু পুরোটাই আসলে ভাঁওতা৷''

পাট্রিক ফোশোঁ অবশ্য বিষয়টি সেভাবে দেখছেন না৷ ফ্লামঁভিলের মেয়রের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে৷ তার মতে, ফ্রান্সের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলি অত্যন্ত উচ্চ মানের এবং জলবায়ু সংকটের মুখে ভবিষ্যতের জন্য জরুরি৷ ফুকুশিমার মতো দুর্ঘটনার কোনো আশঙ্কাও তিনি দেখছেন না৷ পাট্রিক বলেন, ‘‘আমাদের এখানেও পরমাণু বিদ্যুতের বিরোধীরা রয়েছেন৷ অথচ তাদের অনেকের সন্তানই ইতোমধ্যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে কাজ করছেন৷ দুই প্রজন্মেরও বেশি সময় ধরে আমরা এখানে পরমাণু শক্তির সঙ্গে বাস করছি৷''

ফ্রান্সের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও সম্ভবত সে রকম পরিকল্পনা নেওয়া হচ্ছে৷

সুসানা ড্যোরহাগে/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ