1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিতাড়ন আইন কঠোর করতে চান জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী

২ জানুয়ারি ২০১৯

অপরাধে জড়িয়ে পড়া আশ্রয়প্রার্থীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আরো সহজ ও দ্রুত করতে সবসময় সোচ্চার জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সেহোফার৷ শনিবারের এক ঘটনার পর আবারও তিনি এই প্রস্তাব করেন৷

Horst Seehofer Bundesinnenminister
ছবি: Getty Images/S. Gallup

শনিবার সন্ধ্যায় বাভেরিয়ার আমব্যার্গ শহরে মদ্যপ চার সন্দেহভাজন আশ্রয়প্রার্থী পথচারীর উপর হামলা চালান৷  সিরিয়া, আফগানিস্তান ও ইরান থেকে আসা ঐআশ্রয়প্রার্থীদের বয়স ১৭ থেকে ১৯-এর মধ্যে বলে জানা গেছে৷ তাদের হামলায় প্রায় ১২ জন আহত হন৷ অবশ্য বেশিরভাগের আঘাতই তেমন মারাত্মক নয়৷

হামলাকারীদের আটক করা হয়েছে৷

এই ঘটনার প্রতিক্রিয়ায় জার্মান দৈনিক ‘বিল্ড'কে স্বরাষ্ট্রমন্ত্রী সেহোফার বলেন, আশ্রয়প্রার্থীদের মধ্যে যারা  সহিংস অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে, তাদের অবশ্যই জার্মানিছেড়ে চলে যেতে হবে৷ ‘‘যদি বিদ্যমান আইন পর্যাপ্ত মনে না হয় তাহলে সেটাতে পরিবর্তন আনতে হবে৷ আমব্যার্গের ঘটনা খুবই দুঃখজনক৷ এরকম অত্যধিক সহিংসতা আমরা সহ্য করতে পারি না৷''

এদিকে, হামলার কারণ জানা নেই, বলে মন্তব্য করায় কর্তৃপক্ষের সমালোচনা করেছেন জার্মানির পুলিশ ইউনিয়নের প্রধান রাইনার ভেনড্ট৷ ‘‘কেন্দ্রীয় সরকারকে এই ঘটনা নিয়ে অবশ্যই একটি পক্ষ নিতে হবে,'' বিল্ড-কে বলেন তিনি৷

তবে আমব্যার্গ শহরের মেয়র মিশায়েল সেরনি ফেসবুকে হামলাকারীদের ‘নির্বোধ' উল্লেখ করে বলেছেন, তারা হামলা চালানোর মাধ্যমে শান্তিকামী আশ্রয়প্রার্থীদের ক্ষতি করলেন৷

জেডএইচ/এসিবি (ডিপিএ, কেএনএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ