1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদায়ী বছরে বাংলাদেশের দলীয় ব্যর্থতা অব্যাহত

৩১ ডিসেম্বর ২০১১

বিদায়ী বছরটিতে বাংলাদেশের ক্রিকেট মাঠে এবং মাঠের বাইরে ঘটে গেছে বেশ কিছু ঘটনা৷ তবে ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলীয় ব্যর্থতাই বেশি বড় হয়ে দেখা গেছে এই সময়টাতে৷

Cricket - 2011 ICC Cricket World Cup - England v Bangladesh - Zahur Ahmed Chowdhury Stadium.England's Graeme Swann hits the ball and is dismissed caught and bowled by Bangladesh's Shakib Al Hasan during the ICC Cricket World Cup match at the Zahur Ahmed Chowdhury Stadiumm, Chittagong in Bangladesh. Picture date: Friday March 11, 2011. Photo credit should read: Rebecca Naden/PA Wire. URN:1035246
ফাইল ছবিছবি: picture alliance/empics

বছরের শেষ দিকে বাংলাদেশ দলের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা ছিল সাকিব আল হাসানের টেস্ট ক্রিকেটের সেরা অলরাউন্ডার হিসেবে নির্বাচিত হওয়া৷ এর আগে ওয়ানডে'তে সেরা অলরাউন্ডারের স্বীকৃতিটি আদায় করে নিয়েছেন প্রতিভাবান এই ক্রিকেটার৷ দলের অব্যাহত ব্যর্থতার মধ্যেও তাঁর এই স্বীকৃতি বাংলাদেশ ক্রিকেটের কিছুটা হলেও মুখ রক্ষা করেছে৷ জিম্বাবোয়ের সঙ্গে পরাজয় বিদায়ী বছরের অন্যতম ব্যর্থতা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য৷

এর বাইরে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫৮ রানে এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ৷ ফলে বিশ্বকাপে সুপার এইটে খেলার আশাভঙ্গের পাশাপাশি নিজ দেশের দর্শকদের সামনে লজ্জিত হতে হয় টাইগার বাহিনীকে৷ তবে ওয়েস্ট ইন্ডিজের ফিরতি সফরে চট্টগ্রামে একটি ম্যাচে তাদের মাত্র ৬১ রানে অলআউট করে দিয়ে প্রতিশোধ নিতে পেরেছে ক্রিকেট দল৷ দেশের মাটিতে প্রথমবারের মত বিশ্বকাপ আয়োজন বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি বড় মাইল ফলক হয়ে থাকবে৷ এছাড়া আইসিসি'র সম্ভাব্য সভাপতি হওয়ার সম্ভাবনাও উজ্জ্বল হয়ে উঠেছে বাংলাদেশের জন্য, যেটা একটা বড় খুশির খবর৷

এবার একটি বড় ঘটনা ছিল মহিলা ক্রিকেট দলের ওয়ানডে স্ট্যাটাস লাভছবি: AP

মাঠের বাইরেও বেশ কিছু ঘটনা ছিল যেটা নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছে৷ তার মধ্যে অন্যতম জাতীয় দলের নেতৃত্বের পরিবর্তন৷ সাকিব এবং তামিমকে বাদ দিয়ে দলের নেতৃত্ব তুলে দেওয়া হয় উইকেট রক্ষক মুশফিক এবং অলরাউন্ডার রিয়াদের ওপর৷ তবে এখন পর্যন্ত নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন সহ-অধিনায়ক রিয়াদ৷ সাকিব এবং তামিমের মত নতুন প্রজন্মের ক্রিকেটারদের মানসিকতা বোঝার অক্ষমতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের অদক্ষতাকেই ফুটিয়ে তোলে৷ বোর্ড কর্মকর্তাদের ইগো বরাবরই বাধা হয়ে দাঁড়িয়েছে ক্রিকেটের অগ্রগতিতে৷ যদিও বোর্ডের সঙ্গে দ্বন্দ্বকে পেছনে ফেলে সাকিব তাঁর পারফরমেন্স ঠিকই দেখিয়ে যাচ্ছেন৷

দেশের ক্রিকেটে এবার আরও একটি বড় ঘটনা ছিল মহিলা ক্রিকেট দলের ওয়ানডে স্ট্যাটাস লাভ৷ বাংলাদেশে সীমিত আকারের প্রমীলা ক্রিকেটকে এই স্ট্যাটাস অনেক এগিয়ে দেবে বলে ক্রিকেট সংশ্লিষ্টরা মনে করছেন৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ