1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পেপ গুয়ার্দিওলা

৫ মে ২০১২

বার্সা’র কোচ হিসেবে নু ক্যাম্প’এর মাঠে মরশুমের শেষ খেলার আগে পেপ গুয়ার্দিওলা বলেছেন, বিদায় সম্বর্ধনা বড় কথা নয়, এস্পানিয়ল’এর বিরুদ্ধে খেলাটাই বড় কথা৷ বিশ্বের একটি সেরা ফুটবল ক্লাবের কোচের মুখে এ কথাই মানায়৷

Barcelona's coach Josep Guardiola is seen during the match against Chelsea during a Champions League semifinal second leg match at the Camp Nou stadium in Barcelona, Spain, Tuesday, April 24, 2012. Chelsea drew 2-2 with Barcelona to win the match 3-2 on aggregate. (Foto:Emilio Morenatti/AP/dapd)
পেপ গুয়ার্দিওলাছবি: AP

‘‘আমি বিদায় নেওয়া পছন্দ করি না৷ কিন্তু মানুষ আমাকে চেনে৷ কাজেই আমি আশা করব তারা তাদের স্বভাবগত ব্যবহার করবে৷ আমি এখানে চার বছর ধরে কোচ ছিলাম৷ কাজেই ব্যক্তি হিসেবে আমার প্রতি মানুষের কিছু ভালোবাসা থাকবেই৷ কিন্তু তা গৌণ হওয়া উচিৎ৷ লোকে আসলে একটা ফুটবল খেলা দেখতে আসছে,'' শুক্রবার বিকেলে বলেন গুয়ার্দিওলা৷ মানুষটাকে কিছুটা তাই দিয়েই চেনা যায়৷

ইওসেপ গুয়ার্দিওলা দি সালা'র জন্ম ১৯৭১ সালে৷ ১৩ বছর বয়সে এফসি বার্সেলোনার যুব অ্যাকাডেমি লা মাসিয়া'য় ভর্তি হন৷ বার্সা'র যুব টিমে খেলতেন মিডফিল্ডের ডান দিকে৷ ওলন্দাজ ফুটবলের কিংবদন্তী এবং বার্সা'র সাবেক কোচ ইওহান ক্রয়েফ খুদে স্টেডিয়ামে পেপ'কে খেলতে দেখে নির্দেশ দেন, তাকে স্টপার পোজিশনে খেলানোর৷ বিশে পা দেওয়ার আগেই পেপ বার্সার পেশাদারি দলে অন্তর্ভুক্ত হন এবং স্পেনের প্রিমেরা দিভিজিওন'এ তাঁর আবির্ভাব ঘটে৷

পেপ গুয়ার্দিওলাছবি: AP

গুয়ার্দিওলা ছিলেন ইওহান ক্রয়েফের সেই ‘ড্রিম-টিমের' স্থায়ী সদস্য৷ এবং তার পরেও তাঁকে বাদ দিয়ে বার্সা'কে ভাবাই যেতো না৷ বার্সার হয়ে মোট ১৭ বছর খেলেছেন৷ সেই সময়ে বার্সা জিতেছে ১৬টি খেতাব৷ ২০০১ সালে লুই ফ্যান খাল কোচ থাকাকালীন গুয়ার্দিওলা প্রথম বাদ পড়েন৷ যে কারণেই হোক, সে সময় ক্লাবের কাছ থেকে বিদায় সম্বর্ধনা নিতে চাননি পেপ৷

বার্সার পর ইটালিতে আরো দু'টি ক্লাবের হয়ে খেলেছেন গুয়ার্দিওলা, তবে বার্সার মতো সাফল্য পাননি৷ সক্রিয়ভাবে পেশাদারি ফুটবল খেলার শেষ প্রচেষ্টা মেক্সিকোয়, ২০০৬ সালে, এবং ছমাস পরেই তার ইতি৷ ইওহান ক্রয়েফের আমলেই তাঁকে ক্রয়েফের ডান হাত বলা হতো৷ কাজেই ২০০৮ সালে বার্সার প্রসিডেন্ট জোয়ান লাপোর্তা যখন ঘোষণা করেন যে, গুয়ার্দিওলা বার্সার মুখ্য কোচ হতে চলেছেন, তখন গুয়ার্দিওলা'র পুরনো সতীর্থরা কেউ আশ্চর্য হননি৷ আশ্চর্য হয়েছিলেন বার্সার তখনকার তিন তারকা রোনাল্দিনিয়ো, ডেকো এবং স্যামুয়েল এ'টো, যখন গুয়ার্দিওলা তাদের সরাসরি জানিয়ে দেন যে, তাদের আর কাজে লাগানো হবে না৷ ২০১০ সালে ঠিক তেমনিভাবেই স্লাটান ইব্রাহিমোভিচকে বিদায় দেন পেপ৷

কিন্তু এবার পেপ'এর নিজেরই বিদায়ের পালা৷ পেপ'এর আমলে বার্সার সাফল্যের কাহিনি সুবিদিত৷ সেই বার্সা ছাড়ছেন পেপ৷ কেন? গুয়ার্দিওলার নিজের ভাষায়: ‘‘সারা জীবন ধরে কেউ বার্সার কোচ থাকতে পারে না৷''

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী (রয়টার্স)
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ