1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদায় ওবামা

২১ নভেম্বর ২০১৬

প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নেবার পর অ্যামেরিকার প্রেসিডেন্টরা সাধারণত তাঁদের উত্তরসূরী সম্পর্কে মুখ খোলেন না৷ কিন্তু বারাক ওবামা জানিয়ে দিলেন, প্রয়োজনে তিনি মূল্যবোধ ও আদর্শের স্বার্থে মুখ খুলতে পারেন৷

Peru APEC Gipfel Barack Obama Pressekonferenz in Lima
ছবি: Picture-Alliance/dpa/Epa/E. Arias

আগামী মাসেই হোয়াইট হাউস ত্যাগ করবেন৷ তার আগে তিনি বিশ্বনেতাদের কাছ থেকে বিদায় নেয়ায় ব্যস্ত৷ ইউরোপ সফরের পর পেরুর রাজধানী লিমায় এশীয় প্রশান্ত মহাসাগরীয় দেশগুলির অ্যাপেক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন৷ কিন্তু নিজের বিদায়বাণীর তুলনায় তাঁকে অনেক বেশি ব্যস্ত থাকতে হয়েছে বিশ্বনেতাদের আশ্বস্ত করতে৷

উত্তরসূরী ডোনাল্ড ট্রাম্পের আমলে মার্কিন যুক্তরাষ্ট্র বহির্বিশ্বের প্রতি কেমন আচরণ করবে সে বিষয়ে তাঁদের উৎকণ্ঠা দূর করার কিছুটা চেষ্টা করেছেন ওবামা৷ নির্বাচনি প্রচারের সময়ে ট্রাম্পকে প্রেসিডেন্ট পদের অযোগ্য হিসেবে তুলে ধরার পর এবার রাষ্ট্রনেতা হিসেবে সেই ট্রাম্প সম্পর্কে বিরূপ মনোভাবের বদলে তাঁর কাজের বিচার করার পরামর্শ দিতে হলো ওবামাকে৷ তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করলে এবং অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করলে অনেক বিষয় সম্পর্কে মনোভাব বদলে যেতে পারে৷

ট্রাম্প সম্পর্কে বাকি বিশ্বকে আশ্বাস দেবার চেষ্টা করলেও তাঁর উপর কিছুটা চাপও সৃষ্টি করলেন ওবামা৷ তাঁর মতে, শীর্ষ রাজনৈতিক পদের প্রতি শ্রদ্ধার খাতিরে এবং নির্বাচিত প্রেসিডেন্টকে কাজ গুছিয়ে নেবার সুযোগ দিয়ে পদে পদে হস্তক্ষেপ করা সমীচীন নয়৷ কিন্তু একজন মার্কিন নাগরিক হিসেবে ওবামা মূল্যবোধ ও আদর্শের খাতিরে প্রয়োজনে মুখ খুলতে পারেন, এমন ইঙ্গিতও তিনি দিয়ে রাখলেন৷

ওবামার পাঁচটি অবদান

01:54

This browser does not support the video element.

অ্যাপেক সম্মেলনে অনেক বিশ্বনেতা আবেগের সঙ্গে ওবামার কাছ থেকে বিদায় নিলেন৷ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেন, শেষ সাক্ষাৎ অসাধারণ মুহূর্ত – দুঃখেরও বটে৷ ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ‘‘বারাকের অভাব খুবই বোধ করবো৷''

হোয়াইট হাউস থেকে বিদায় নিয়ে কী করবেন ওবামা? প্রথমেই স্ত্রী মিশেলকে নিয়ে ছুটি কাটাবেন৷ তারপর কিছুটা বিশ্রাম নেবেন, দুই মেয়ের সঙ্গে সময় কাটাবেন, লেখালেখি করবেন, কিছু বিষয়ে ভাবনাচিন্তা করবেন৷ তবে এখনই রাজনীতিতে ফিরে যাবার কোনো বাসনা তাঁর নেই৷

এসবি/এসিবি (এএফপি/ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ