1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদায় ব্রাজিল

৬ জুলাই ২০১৮

পারলো না ব্রাজিল৷ বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম করা বেলজিয়ানরা ধরে রাখলো তাদের জয়রথ৷ আবারো জয় হলো ইউরোপীয় ফুটবলের৷ উত্তেজনাপূর্ণ কোয়ার্টার ফাইনালের ম্যাচে ব্রাজিল হারলো ২-১ গোলে৷ 

Fußball WM 2018 Brasilien - Belgien
ছবি: Reuters/T. Hanai

কাগজে কলমে শক্তিমত্তায় বেলজিয়ামের চেয়ে অনেক এগিয়ে ব্রাজিল৷ ইনজুরি কাটিয়ে রেয়াল মাদ্রিদ তারকা মার্সেলো ফিরেছেন দলে৷ সবমিলিয়ে উজ্জীবিত এক দল নিয়েই মাঠে নামে ব্রাজিল৷ কিন্তু বিধাতা যেন মুখ ফিরিয়ে নিয়েছেন নীলহলুদ শিবির থেকে৷ কারণ স্কোরবোর্ড বলছিল অন্য কথা৷ 
তাদের ইউরোপীয় প্রতিপক্ষ বেলজিয়াম কাউন্টার অ্যাটাকে বরবারই সফল দল এ বিশ্বকাপে৷ সেখানে প্রথম থেকেই লুকাকু, চাডলি আর ফেলাইনিকে নিয়ে পূর্ণ শক্তির দলই মাঠে নামান ম্যানেজার রবার্টো মার্টিনেজ৷ 
ম্যাচের প্রথম মিনিট থেকেই দুই শিবিরের গতিময় ফুটবল এক চমৎকার দ্বৈরথের আভাস দিচ্ছিল৷ যেমন, ৭ মিনিটের মাথায় জটলা তৈরি হয় বেলজিয়ান শিবিরে৷ ব্রাজিলিয়ান থিয়াগো সিলভার পায়ে লাগা দুর্বল বলটি গোলবারে না লেগে বেলজিয়ামের জালেও জড়াতে পারত৷ কিন্তু ভাগ্য সহায় হয়নি৷
ফিরতি অ্যাটাকে বেলজিয়ামের সামনে হাফচান্স৷ সেটি ব্যর্থ হলেও চাডলি’র শটটি প্রতিপক্ষের খাঁচায় ঢুকতে পারেনি৷ 
৯ মিনিটে আবারো ব্রাজিলের আক্রমণ৷ এবারো জটলা৷ কিন্তু এবার মিস করেন পাউলিনিয়ো৷ একবার নয় দু’বার৷  
কিন্তু এগুলো কোনোটিই পরিষ্কার সুযোগ নয়৷ 
তবে ভাগ্যবিধাতা যে ব্রাজিলের সঙ্গে নেই, তার প্রমাণ হয় ১৩ মিনিটে৷ ব্রাজিল সমর্থকদের দুঃস্বপ্নের কারণ হন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফার্নান্দিনিয়ো৷ বেলজিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার হ্যাজার্ডের কর্নার থেকে আসা বলটি তাঁর ডান কাঁধে লেগে ঢুকে যায় নিজের পোস্টেই৷ ১-০-তে এগিয়ে যায় বেলজিয়াম৷ 
সেই গোল শোধ দিতে মরিয়া হয় ব্রাজিল৷ ১৫ মিনিটে এবার জটলা বেলজিয়ান শিবিরে৷ কিন্তু ঠিক সুযোগটি কাজে লাগাতে পারেনি তারা৷ ২৬ মিনিটে ডিবক্সের বাইরে থেকে মার্সেলোর জোরালো শট আটকে দেন বেলজিয়ান গোলরক্ষক কোর্টোয়া৷ 
তবে এবার ভাগ্যের কাঁধে ভর দিয়ে নয়, ৩১ মিনিটে বেলজিয়ান তারকা লুকাকু’র ডানপাশে বাড়ানো বলটি টেনে নিয়ে ডি-বক্সের বাইরে থেকে চমৎকার শটে প্রতিপক্ষের জালে প্রবেশ করান দে ব্রয়নে৷ ২-০ এগিয়ে যায় বেলজিয়াম৷ 
৩৫ মিনিটে ব্যবধান কমাতে পারতেন গাব্রিয়েল জেসুস৷ কিন্তু মার্সেলোর ক্রসটি হেড দিয়ে লক্ষ্যভেদ করতে পারেননি৷ কুটিনিয়ো বারবার একক নৈপুণ্যে প্রতিপক্ষের জালে বল পাঠাতে চাইছিলেন৷ ৩৭ মিনিটে তাঁর বাঁকানো শটটি ফিরিয়ে দেন কোর্টোয়া৷ 
৪১ মিনিটে ব্রাজিলিয়ান ডিবক্সের বাইরে ফ্রিকিক পায় বেলজিয়াম৷ দ্বিতীয় গোল করা দে ব্রয়নে এবার সফল হননি৷ দুই গোল হজম করা ব্রাজিলকে কিছুটা ছন্নছাড়া দেখাচ্ছিল৷ ২-০-তেই শেষ হয় প্রথমার্ধ৷ 
দ্বিতীয়ার্ধে উইঙ্গার উইলিয়ানকে বদলে ফিরমিনিয়োকে নামান ব্রাজিল কোচ তিতে৷ এবার আরো মরিয়ো হয়ে খেলে ব্রাজিল৷ লেফট উইং দিয়ে মার্সেলোর নেতৃত্বে শুরুতেই দু’তিনটি আক্রমণের চেষ্টা করে৷ কিন্তু সফলতা পেতে প্রয়োজন আরো পরিষ্কার সুযোগ৷ 
এর মধ্যে নেইমার একাধিকবার পড়ে গেছেন প্রতিপক্ষের ডি-বক্সে৷ রেফারি বোধ হয় আগের অভিজ্ঞতা থেকে অতিশয় সতর্ক৷ 
৫৫ মিনিটে ডান দিক থেকে আক্রমণ করে ব্রাজিল৷ সেখানে প্রতিপক্ষের ডি-বক্সে এবার পড়ে যান গাব্রিয়েল জেসুস৷ ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে রেফারি এবারো ব্রাজিলের পেনাল্টির আবেদন প্রত্যাখ্যান করেন৷ জেসুসকে তুলে নেন তিতে৷ নামান ড্রিবলিং মাস্টার জুভ তারকা ডগলাস কস্তাকে৷ 
ব্যবধান কমাতে ব্রাজিল বারবার আক্রমণের সূচনা করে৷ কিন্তু কোনোভাবেই সফলতা মিলছিল না৷ অন্যদিকে, পাল্টা আক্রমণই হলো লুকাকু-চাডলি-ডে ব্রয়নেদের অস্ত্র৷ সেই অস্ত্র কাজে লাগিয়ে মাঝে মাঝেই বিপদের শঙ্কা তৈরি করছিলেন ব্রাজিলের রক্ষণভাগের জন্য৷ 
৭৬ মিনিটে আবারো নীল হলুদ আক্রমণ৷ নেইমারের শট ফিরিয়ে দেন কোর্টোয়া৷ কিন্তু তা চলে আসে কুটিনিয়ো’র কাছে৷ তিনি পাঠিয়ে দেন অগুস্টোর দিকে৷ হেড দিয়ে পথ পরিষ্কার করেন এই মিডফিল্ডার৷ গোল ব্যবধান কমে হয় ২-১৷ 
কয়েক মিনিটের মধ্যে আবারো আক্রমণ৷ এবার অগুস্টো লক্ষ্য থেকে কিছুটা দূরে৷ ৮৪ মিনিটে আবারো সুযোগ৷ নেইমারের ছোট্ট চিপইনকে কাজে লাগাতে ব্যর্থ হন কুটিনিয়ো৷ 
দ্বিতীয়ার্ধের শেষ দিকে আক্রমণের ধার একেবারে কমিয়ে ফেলে বেলজিয়াম৷ গোল বাঁচানোই তাদের মিশন হয়ে দাঁড়ায়৷ অতিরিক্ত সময়ে ৯৩ মিনিটে ডগলাস কস্তার পাস থেকে বাঁকানো শট নেন ব্রাজিলিয়ান তারকা নেইমার৷ কিন্তু লাফিয়ে তা পোস্টের ওপর দিয়ে বের করে দেন গোলরক্ষক কোর্টোয়া৷ 
পরতে পরতে উত্তেজনা ছড়ানো এই ম্যাচটি শেষতক বিদায় জানায় ব্রাজিলকেই৷

ব্যবধান কমান ব্রাজিলের অগুস্টো ছবি: Reuters/T. Hanai
ব্যবধান দ্বিগুণ করেন ডে ব্রয়নেছবি: Reuters/J. Sibley
ব্রাজিলের আত্মঘাতী গোলছবি: Reuters/M. Sezer
বেলজিয়ানদের জয়োল্লাসছবি: Reuters/G. Garanich

একইসঙ্গে ২০১৮ বিশ্বকাপ বিদায় জানায় সব ল্যাটিন দলগুলোকে৷ বেলজিয়াম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্সের৷ 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ