ব্রেক্সিট আসন্ন৷ ইউরোপীয় ইউনিয়নের বাকি দেশগুলির মধ্যেও মনোমালিন্যের শেষ নেই৷ এমন পরিবারকে ধরে রাখার আনুষ্ঠানিক দায়িত্ব যার, তাঁর গদিও টলমল৷ ইইউ-কে নতুন করে সাজানোর উদ্যোগ চলছে৷
বিজ্ঞাপন
ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলন সাধারণত বেশ গতানুগতিক বিষয়৷ সাধারণ মানুষের মনে বিশেষ আগ্রহ দেখা যায় না৷ সদর দপ্তর ব্রাসেলস শহরে এবারের সম্মেলন অবশ্য একাধিক কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে৷ ব্রিটেন আনুষ্ঠানিকভাবে ‘ব্রেক্সিট' বা ইইউ ত্যাগের প্রক্রিয়া শুরু করার আগে সম্ভবত এটাই শেষ ইইউ সম্মেলন৷ ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে এই সম্মেলনেই সেই চিঠি পেশ করতে চেয়েছিলেন৷
তবে দেশে রাজনৈতিক জটিলতার কারণে এ যাত্রা সেটা সম্ভব হচ্ছে না৷ ব্রিটেন এই প্রক্রিয়া শুরু করলে ৪৮ ঘণ্টার মধ্যেই বিচ্ছেদ সংক্রান্ত পরিকল্পনার খসড়া পেশ করবে বলে ইইউ জানিয়েছে৷ ২ বছরের মধ্যে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়ে যাবে বলে আশা করা হচ্ছে৷ তা না হলে জটিলতা দেখা দেবে৷
ব্রিটেনের বিদায় আসন্ন হলেও ভবিষ্যতে ইইউ-র সদস্যসংখ্যা আরও বাড়ানোর উদ্যোগ শুরু হচ্ছে৷ বলকান অঞ্চলের ৬টি দেশকে নীতিগতভাবে স্বাগত জানাতে চলেছেন ইইউ নেতারা৷ আলবেনিয়া, বসনিয়া, কসোভো, মন্টেনেগ্রো, ম্যাসিডোনিয়া ও সার্বিয়া এই লক্ষ্যে সংস্কার চালিয়ে যাচ্ছে৷ তবে তাদের নিজেদের মধ্যে কিছু বিবাদ ও অভ্যন্তরীণ জটিলতার ফলে প্রক্রিয়া জটিল হয়ে উঠতে পারে৷ যেমন সার্বিয়া কসোভোকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে নারাজ৷
ইউরোপীয় পরিষদের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড টুস্ক পুনর্নির্বাচনের আশা করছেন৷ অথচ তাঁর নিজের দেশ পোল্যান্ড এই সিদ্ধান্তের বিরোধিতা করে পাল্টা প্রার্থী খাড়া করছে৷ তবে জার্মানিসহ একাধিক দেশ টুস্কের প্রতি সমর্থন জানানোর ফলে তিনি নিজের পদে বহাল থাকবেন – এমনটাই আশা করা হচ্ছে৷
বিদায় ব্রিটেন! এখানে আর নয়...
গণভোটের আগেই তার পরিণাম সম্পর্কে বার বার সাবধান করে দিয়েছিল ব্রিটেনের অর্থনীতি জগত৷ তাতে কোনো লাভ হয়নি৷ এবার অনেক কোম্পানি পাততাড়ি গোটানোর প্রস্তুতি নিচ্ছে৷
ছবি: picture-alliance/dpa/W. Kumm
ভোডাফোন
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক ব্রিটেন থেকে সদর দপ্তর সরিয়ে নেবার বিষয়ে ভাবনাচিন্তা করছে৷ জার্মানির ড্যুসেলডর্ফ শহর তাদের নতুন কেন্দ্র হয়ে উঠতে পারে৷ এমনিতেই জার্মানি ভোডাফোনের দ্বিতীয় বৃহত্তম বাজার৷
ছবি: Getty Images/AFP/M. Hayhow
রায়ানএয়ার
ইউরোপের সবচেয়ে বড় সস্তার বিমান সংস্থার সদর দপ্তর আয়ারল্যান্ডে হলেও তাদের বেশিরভাগ বিমানই ব্রিটেনে থাকে৷ রায়ানএয়ার জানিয়ে দিয়েছে, ব্রিটেনে নতুন করে আর কোনো বিমান থাকবে না এবং নতুন কোনো রুট চালু হবে না৷
ছবি: picture-alliance/dpa/M. Scholz
ইজিজেট
ইউরোপের দ্বিতীয় বৃহত্তম সস্তার বিমান সংস্থার সদর দপ্তর লন্ডনে৷ কিন্তু আর কতদিন? কোম্পানির প্রধান ক্যারোলিন ম্যাককল এক টেলিভিশন সাক্ষাৎকারে কোনো নিশ্চয়তা দিতে পারেননি৷ ইউরোপের সবচেয়ে লাভজনক কোম্পানিগুলির মধ্যে অন্যতম ইজিজেট৷
ছবি: Getty Images/AFP/F. Guillot
ভার্জিন
রিচার্ড ব্র্যানসন ব্রিটেনের সবচেয়ে পরিচিত শিল্পপতিদের অন্যতম৷ ব্রেক্সিট সম্পর্কে তাঁর মন্তব্য হলো, ‘‘আমরা এক বিপর্যয়ের দিকে এগিয়ে চলেছি৷ গণভোটের পর পুঁজিবাজারে তাঁর শিল্প প্রতিষ্ঠানগুলির মূল্য এক তৃতীয়াংশ কমে গেছে৷ ব্র্যানসন নতুন করে গণভোটের দাবি করছেন৷
ছবি: Getty Images/AFP/D. Leal-Olivas
জেপি মরগ্যান চেজ
লন্ডন শহরে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যাংকের প্রায় ১৬ হাজার কর্মী কাজ করছেন৷ এবার কর্মীদের একটা অংশ ব্রিটেন থেকে সরিয়ে নেবার বিষয়ে ভাবনাচিন্তা করছে এই ব্যাংক৷ গণভোটের আগেই ব্যাংকের প্রধান জেমি ডায়মন সতর্ক করে দিয়ে বলেছিলেন, সর্বোচ্চ ৪ হাজার কর্মী সরানো হতে পারে৷
ছবি: Getty Images/C.Gillon
ভিসা
বেশ কয়েক’শ কর্মী সরিয়ে নিতে বাধ্য হবে বিশ্বের অন্যতম প্রধান এই ক্রেডিট কার্ড কোম্পানি৷ কারণ ইউরোপীয় ইউনিয়নের নিয়ম অনুযায়ী যে কোনো কোম্পানির তথ্যভাণ্ডার ইইউ-র মধ্যে রাখতে হবে৷ ফলে লন্ডনে ভিসা ডেটা সেন্টার বন্ধ করা ছাড়া কোনো উপায় থাকবে না৷
ছবি: Imago
ফোর্ড
ইউরোপে ব্রিটেনই ফোর্ড কোম্পানির প্রধান বাজার৷ ব্রিটেনের ড্যাগেনহ্যাম শহরে ফোর্ড কারখানায় তৈরি ইঞ্জিন ও যন্ত্রাংশ জার্মানিতে পাঠানো হয়৷ ব্রেক্সিট ভোটের পর কোম্পানি স্পষ্ট জানিয়ে দিয়েছে, যে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে তারা সব রকম পদক্ষেপ নিতে প্রস্তুত৷
ছবি: picture-alliance/dpa
জাগুয়ার ল্যান্ড রোভার
জাগুয়ার ল্যান্ড রোভার কোম্পানির স্ট্র্যাটেজি প্রধান এড্রিয়ান হলমার্ক বলেছেন, ‘‘সবাই মোটেই হতাশায় ভুগছেন না৷ আমরা ব্রিটিশ৷ ব্রিটেনের সঙ্গেই আমরা আছি৷’’ তাঁর মতে, ব্যবসা স্বাভাবিকভাবেই চালু আছে, কারণ, কমপক্ষে আগামী দুই বছর পর্যন্ত ব্রিটেন ইইউ-র পূর্ণ সদস্য থাকবে৷