1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইইউ শীর্ষ সম্মেলন

৯ মার্চ ২০১৭

ব্রেক্সিট আসন্ন৷ ইউরোপীয় ইউনিয়নের বাকি দেশগুলির মধ্যেও মনোমালিন্যের শেষ নেই৷ এমন পরিবারকে ধরে রাখার আনুষ্ঠানিক দায়িত্ব যার, তাঁর গদিও টলমল৷ ইইউ-কে নতুন করে সাজানোর উদ্যোগ চলছে৷

ব্রেক্সিট আসন্ন
ছবি: picture-alliance/dpa/U. Baumgarten

ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলন সাধারণত বেশ গতানুগতিক বিষয়৷ সাধারণ মানুষের মনে বিশেষ আগ্রহ দেখা যায় না৷ সদর দপ্তর ব্রাসেলস শহরে এবারের সম্মেলন অবশ্য একাধিক কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে৷ ব্রিটেন আনুষ্ঠানিকভাবে ‘ব্রেক্সিট' বা ইইউ ত্যাগের প্রক্রিয়া শুরু করার আগে সম্ভবত এটাই শেষ ইইউ সম্মেলন৷ ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে এই সম্মেলনেই সেই চিঠি পেশ করতে চেয়েছিলেন৷

তবে দেশে রাজনৈতিক জটিলতার কারণে এ যাত্রা সেটা সম্ভব হচ্ছে না৷ ব্রিটেন এই প্রক্রিয়া শুরু করলে ৪৮ ঘণ্টার মধ্যেই বিচ্ছেদ সংক্রান্ত পরিকল্পনার খসড়া পেশ করবে বলে ইইউ জানিয়েছে৷ ২ বছরের মধ্যে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়ে যাবে বলে আশা করা হচ্ছে৷ তা না হলে জটিলতা দেখা দেবে৷

ব্রিটেনের বিদায় আসন্ন হলেও ভবিষ্যতে ইইউ-র সদস্যসংখ্যা আরও বাড়ানোর উদ্যোগ শুরু হচ্ছে৷ বলকান অঞ্চলের ৬টি দেশকে নীতিগতভাবে স্বাগত জানাতে চলেছেন ইইউ নেতারা৷ আলবেনিয়া, বসনিয়া, কসোভো, মন্টেনেগ্রো, ম্যাসিডোনিয়া ও সার্বিয়া এই লক্ষ্যে সংস্কার চালিয়ে যাচ্ছে৷ তবে তাদের নিজেদের মধ্যে কিছু বিবাদ ও অভ্যন্তরীণ জটিলতার ফলে প্রক্রিয়া জটিল হয়ে উঠতে পারে৷ যেমন সার্বিয়া কসোভোকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে নারাজ৷

ইউরোপীয় পরিষদের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড টুস্ক পুনর্নির্বাচনের আশা করছেন৷ অথচ তাঁর নিজের দেশ পোল্যান্ড এই সিদ্ধান্তের বিরোধিতা করে পাল্টা প্রার্থী খাড়া করছে৷ তবে জার্মানিসহ একাধিক দেশ টুস্কের প্রতি সমর্থন জানানোর ফলে তিনি নিজের পদে বহাল থাকবেন – এমনটাই আশা করা হচ্ছে৷

এসবি/এসিবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ