1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদায় ২০১৫, স্বাগত ২০১৬

১ জানুয়ারি ২০১৬

জঙ্গি হামলার আশঙ্কা সত্ত্বেও আতসবাজি পুড়িয়ে আর ফানুস উড়িয়ে ২০১৬ সালকে স্বাগত জানালো বিশ্ব৷ আসলে বছর কেন, শতাব্দী বা সহস্রাব্দ বদলালেও রাজনীতি, অর্থনীতি – কিছুই আটকে পড়ে না৷ তবুও নববর্ষ আনে আশার জোয়ার, নতুন স্বপ্ন৷

Australien Sydney Jahreswechsel 2016
ছবি: Getty Images/T. Feder

New Year's traditions

03:51

This browser does not support the video element.

রোগ-বালাই, বন্যা-খরা-তুষারপাত, শরণার্থী সংকট, এমনকি জঙ্গি হামলা – সব কিছু ভুলে এ বছরও নতুন বছরকে স্বাগত জানিয়েছে কোটি কোটি মানুষ, বিশ্বের বিভিন্ন দেশে৷ আকাশ জুড়ে দেখা গেছে আতসবাজির ভেলকি৷ এ বলছে আমায় দেখ, ও বলছে আমায়৷ ইউটিউব-এও ‘আপলোড' করা হয়েছে সেই আতসবাজির হাজারো নিদর্শন৷ আপনাদের জন্য তার মধ্যে সবচেয়ে সুন্দরটা দিলাম আমরা৷

লন্ডনের বিগ বেন, প্যারিসের আইফেল টাওয়ার, রোমের কলোসিয়াম, মাদ্রিদের পুয়ের্তা দেল সল অথবা বার্লিনের ব্রান্ডেনবুর্গ তোরণের কাছে বিজয় উল্লাসে নববর্ষকে স্বাগত জানিয়েছে ইউরোপের লক্ষ লক্ষ মানুষ৷ নিউ ইয়র্কের টাইমস স্কয়ার, সিডনির হার্বার ব্রিজে উবচে পড়েছে ভিড়৷ ব্যাংককে ‘কাউন্টডাউন' হয়েছে শহরের একেবারে মাঝখানে, হংকং-এ বন্দরের অদূরে আর জাপানে নতুন বছরে অনেকেই পাড়ি জমিয়েছেন শিন্টো ধর্মীয় তীর্থস্থানে৷

সর্বোত্রই বয়ে গেছে সেই আলোর ঝর্ণাধারা, চারিদিকে ছড়িয়ে পড়েছে আগামীর স্বপ্ন৷

ডিজি/এসবি

এটাই কি আপনার দেখে সবচেয়ে সুন্দর আতসবাজি? জানান মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ