জঙ্গি হামলার আশঙ্কা সত্ত্বেও আতসবাজি পুড়িয়ে আর ফানুস উড়িয়ে ২০১৬ সালকে স্বাগত জানালো বিশ্ব৷ আসলে বছর কেন, শতাব্দী বা সহস্রাব্দ বদলালেও রাজনীতি, অর্থনীতি – কিছুই আটকে পড়ে না৷ তবুও নববর্ষ আনে আশার জোয়ার, নতুন স্বপ্ন৷
বিজ্ঞাপন
New Year's traditions
03:51
রোগ-বালাই, বন্যা-খরা-তুষারপাত, শরণার্থী সংকট, এমনকি জঙ্গি হামলা – সব কিছু ভুলে এ বছরও নতুন বছরকে স্বাগত জানিয়েছে কোটি কোটি মানুষ, বিশ্বের বিভিন্ন দেশে৷ আকাশ জুড়ে দেখা গেছে আতসবাজির ভেলকি৷ এ বলছে আমায় দেখ, ও বলছে আমায়৷ ইউটিউব-এও ‘আপলোড' করা হয়েছে সেই আতসবাজির হাজারো নিদর্শন৷ আপনাদের জন্য তার মধ্যে সবচেয়ে সুন্দরটা দিলাম আমরা৷
লন্ডনের বিগ বেন, প্যারিসের আইফেল টাওয়ার, রোমের কলোসিয়াম, মাদ্রিদের পুয়ের্তা দেল সল অথবা বার্লিনের ব্রান্ডেনবুর্গ তোরণের কাছে বিজয় উল্লাসে নববর্ষকে স্বাগত জানিয়েছে ইউরোপের লক্ষ লক্ষ মানুষ৷ নিউ ইয়র্কের টাইমস স্কয়ার, সিডনির হার্বার ব্রিজে উবচে পড়েছে ভিড়৷ ব্যাংককে ‘কাউন্টডাউন' হয়েছে শহরের একেবারে মাঝখানে, হংকং-এ বন্দরের অদূরে আর জাপানে নতুন বছরে অনেকেই পাড়ি জমিয়েছেন শিন্টো ধর্মীয় তীর্থস্থানে৷
শহরের গোলমালে হাজার হাজার মানুষের ভিড়ে বর্ষবরণ উৎসব? অ্যাম্বুলেন্সের সাইরেন আর বাজির ধোঁয়া? না, সঠিক বর্ষবরণ করতে গেলে যেতে হবে প্রকৃতির কাছে...৷
ছবি: picture-alliance/dpa
অন্য ধরনের আতশবাজি
ইউরোপের উত্তরে আকাশে এক ধরনের আলো দেখা যায়, যাকে বলা হয় নর্দার্ন লাইটস৷ বাংলায় উদীচী উষা বা সুমেরু প্রভা৷ ল্যাপল্যান্ডে নববর্ষ কাটাতে গেলে ফ্রি-তে পাবেন শুকনো খটখটে, হিমশীতল বাতাস আর শুভ্র তুষার৷
ছবি: picture-alliance/dpa/R. Flyktman
বরফ ঠান্ডা
সুইডেনের ইয়ুকাসইয়ার্ভি বরফের হোটেলে প্রায় একশো অতিথি ধরে৷ গোটা হোটেলটি বরফ দিয়ে তৈরি৷ হোটেলের ভেতরে তাপমাত্রা হল পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড, হোটেলের বাইরে কিন্তু একটা ‘সওনা’ আছে৷ আন্তর্জাতিক শিল্পীরা হোটেলের প্রতিটি ঘরের জন্য একক সব তুষার ভাস্কর্য সৃষ্টি করেছেন৷
ছবি: Reuters/I. Kalnins
মরুপ্রান্তর
উটের পীঠে চড়ে ঘোরা, অথবা স্যান্ডবোর্ডিং, অথবা সুবিশাল কোনো বালিয়াড়ির ওপর বসে সাহারায় সূর্যাস্ত দেখা – মরক্কোর পূর্ব সীমান্তে অবস্থিত এর্গ চেবিতে এ সবই সম্ভব৷
ছবি: picture-alliance/dpa
রংফানুস
থাইল্যান্ডের চিয়াং মাই শহরে মানুষজন বাজি পোড়ানোর বদলে ফানুস উড়িয়ে বর্ষবরণ করেন৷ ঘুড়ির কাগজ দিয়ে তৈরি ফানুসগুলো ধীরে ধীরে আকাশে ওঠে, রাতের আকাশ ভরে যায় যেন শত শত লণ্ঠনে...৷
ছবি: picture-alliance/AP Photo
পেরুর পাহাড়ের গায়ে বাদুড়ের মতো ঝুলে থাকা
অ্যাডভেঞ্চার আর কা-কে বলে! মাটি থেকে চোদ্দ’শ লোহার ধাপযুক্ত মই বেয়ে, কিংবা জিপলাইন ধরে ওপরে রম্বাসের আকারের স্বচ্ছ ‘পড’-টিতে পৌঁছাতে হয়৷ এটাই হলো আপনার হোটেলের কামরা! আন্দিজ পর্বতমালার একটি খাড়া পাথরের ঢালের গায়ে ঝোলানো৷ এই কামরা থেকে উরুবাম্বা উপত্যকার একটা চমৎকার ভিউ পাবেন৷
ছবি: Natura Vive
রূপকথার গুহায় শীতনিদ্রা
একটি গুহায় লুকিয়ে থেকে বর্ষবদল করতে চান? তাহলে তুরস্কের কাপাদোকিয়া অঞ্চল আপনার ভালো লাগবে৷ এই এলাকার আগ্নেয় লাভা পাথর এতই নরম যে, যুগ যুগ ধরে মানুষজন এই পাথর কুঁদে বাড়িঘর, গির্জা, মঠ ইত্যাদি কত কী বানিয়েছেন৷ তবে কাপাদোকিয়ার বিশ্বজোড়া নাম তার হবিট-সুলভ গুহাগুলির জন্যে৷
ছবি: picture-alliance/blickwinkel/U. Brunbauer
মাউন্ট কিলিমাঞ্জারোর মাথায় চড়লে কেমন হয়?
মাউন্ট কিলির ওপর চড়তে হলে মাঝরাতে উঠে হাইকিং শুরু করতে হয়৷ তবে শেষ অবধি যাঁরা টিঁকে থাকেন, তাঁরা দেখতে পান আফ্রিকার সবচেয়ে উঁচু পর্বতশিখর থেকে এক অবিস্মরণীয় সূর্যোদয়...৷
ছবি: picture-alliance/dpa
সমুদ্রসৈকতে নাচগান
প্রকৃতি মানেই যে পার্টি নয়, সে-কথাই বা কে বলেছে? বিশ্বাস না হয়, চলুন ভারতের গোয়ায় নিউ ইয়ারের পার্টি করতে, যা কিনা সারা বিশ্বে ‘ফেমাস’৷ গোয়া এককালে ছিল হিপিদের স্বর্গ৷ এখন আবার ধীরে ধীরে পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে৷
ছবি: Colourbox
অথবা ফিরে আসুন জার্মানিতে...
বছরের প্রথম দিনে সাগরের হিমঠান্ডা জলে একবার ডুব দিলে কেমন হয়? গতরাতের খোঁয়াড়ি কাটতে এক মিনিটও সময় লাগবে না৷ ধরুন সিল্ট দ্বীপের সামনে সাগরের পানির তাপমাত্রা হবে বড়জোর পাঁচ থেকে সাত ডিগ্রি সেন্টিগ্রেড৷ হোটেল থেকে বেরুলেন আর ঠান্ডা পানিতে ঝাঁপ খেলেন৷ এর পর আর ভয় কিসে?
ছবি: picture-alliance/dpa/P. Steffen
9 ছবি1 | 9
এটাই কি আপনার দেখে সবচেয়ে সুন্দর আতসবাজি? জানান মন্তব্যের ঘরে৷