1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদেশিদের ওপর হামলায় উদ্বেগ

১৯ নভেম্বর ২০১৫

বাংলাদেশে বিদেশির ওপর হামলা এখনো থামেনি৷ দু'মাসেরও কম সময়ের মধ্যে হামলার শিকার হয়েছেন তিনজন৷ দু'জন নিহত হয়েছেন৷ বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন৷

Bangladesch Polizei Symbolbild
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman

বুধবার দিনাজপুরে গুলিতে গুরুতর আহত হন ইটালির নাগরিক ডা. পিয়েরো৷ গত দুই মাসে এই নিয়ে তিন জন বিদেশি নাগরিককে গুলি করা হলো৷

গত সেপ্টেম্বরে ঢাকার গুলশানে ইটালীয় নাগরিক সিজার তাভেলা ও অক্টোবরে রংপুরে জাপানের নাগরিক হোশি কুনিও গুলিতে নিহত হন৷

বৃহস্পতিবার একে একে তিন বিদেশির ওপর হামলার বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইইউরোপীয় কমিশন (ইইউ)৷ বাংলাদেশে ইইউ প্রতিনিধি দলের প্রধান পিয়ের মায়াউডন-এর স্বাক্ষর করা এক বিবৃতিতে বলা হয়, ‘‘বারবার হয়ে চলা এমন সহিংসতা নিঃসন্দেহে সবার জন্যই উদ্বেগের ব্যাপার৷''

এদিকে দিনাজপুরে ডা. পিয়েরোর ওপর হামলার আগেই বাংলাদেশে বিদেশিদের ওপর আরো হামলা হতে পারে – বলে আশঙ্কা প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্র৷ চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশ সফরের সময় সতর্ক থাকার আহ্বান জানায় যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট৷ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানোর কারণ হিসেবে বলা হয়েছিল, বাংলাদেশে বিদেশিদের ওপর আরো হামলা হতে পারে৷

দু'মাসে তিন বিদেশির ওপর হামলার ঘটনায় প্রথম দু'টির তদন্ত এখনো চলছে৷ ইটালির নাগরিক তাভেলা হত্যায় জড়িত সন্দেহে এ পর্যন্ত পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ এছাড়া জাপানের নাগরিক হোশি কুনিও হত্যায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷

হঠাৎ করে বিদেশিদের ওপর হামলা শুরুর কারণ কী? বিশ্লেষকদের মতে, দেশে অচলাবস্থা তৈরি এবং দেশের বাইরে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটি মহল এমন তৎপরতায় ইন্ধন যোগাচ্ছে৷ যুদ্ধাপরাধের বিচার রোধ করার জন্য এমন হামলা চালানো হয়ে থাকতে পারে বলেও অনেকের ধারণা৷

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

হঠাৎ করে বিদেশিদের ওপর হামলা শুরুর কারণ কী? লিখে জানান নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ