বাংলাদেশে বিদেশির ওপর হামলা এখনো থামেনি৷ দু'মাসেরও কম সময়ের মধ্যে হামলার শিকার হয়েছেন তিনজন৷ দু'জন নিহত হয়েছেন৷ বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন৷
গত সেপ্টেম্বরে ঢাকার গুলশানে ইটালীয় নাগরিক সিজার তাভেলা ও অক্টোবরে রংপুরে জাপানের নাগরিক হোশি কুনিও গুলিতে নিহত হন৷
বৃহস্পতিবার একে একে তিন বিদেশির ওপর হামলার বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইইউরোপীয় কমিশন (ইইউ)৷ বাংলাদেশে ইইউ প্রতিনিধি দলের প্রধান পিয়ের মায়াউডন-এর স্বাক্ষর করা এক বিবৃতিতে বলা হয়, ‘‘বারবার হয়ে চলা এমন সহিংসতা নিঃসন্দেহে সবার জন্যই উদ্বেগের ব্যাপার৷''
এদিকে দিনাজপুরে ডা. পিয়েরোর ওপর হামলার আগেই বাংলাদেশে বিদেশিদের ওপর আরো হামলা হতে পারে – বলে আশঙ্কা প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্র৷ চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশ সফরের সময় সতর্ক থাকার আহ্বান জানায় যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট৷ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানোর কারণ হিসেবে বলা হয়েছিল, বাংলাদেশে বিদেশিদের ওপর আরো হামলা হতে পারে৷
দু'মাসে তিন বিদেশির ওপর হামলার ঘটনায় প্রথম দু'টির তদন্ত এখনো চলছে৷ ইটালির নাগরিক তাভেলা হত্যায় জড়িত সন্দেহে এ পর্যন্ত পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ এছাড়া জাপানের নাগরিক হোশি কুনিও হত্যায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷
হঠাৎ করে বিদেশিদের ওপর হামলা শুরুর কারণ কী? বিশ্লেষকদের মতে, দেশে অচলাবস্থা তৈরি এবং দেশের বাইরে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটি মহল এমন তৎপরতায় ইন্ধন যোগাচ্ছে৷ যুদ্ধাপরাধের বিচার রোধ করার জন্য এমন হামলা চালানো হয়ে থাকতে পারে বলেও অনেকের ধারণা৷
সারা দেশে হত্যা ও হামলার প্রতিবাদ
জাগৃতি প্রকাশনীর প্রকাশককে হত্যা এবং শুদ্ধস্বরের কর্ণধারসহ তিন জনকে হত্যাচেষ্টার প্রতিবাদ চলছে সারা দেশে৷ ছবিঘরে প্রতিবাদ কর্মসূচির কিছু মুহূর্ত৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
বর্বরোচিত হামলায় প্রকাশক হত্যা
শনিবার ঢাকার আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে প্রকাশনীর স্বত্তাধিকারী ফয়সাল আরেফিনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ শনিবার তাঁর দাফন সম্পন্ন হয়৷ ছবিতে দীপনের মরদেহ দেখে তাঁর স্ত্রীর কান্নায় ভেঙে পড়ার মূহূর্ত৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
আরেক প্রকাশকসহ তিনজন গুরুতর আহত
একই দিনে আরেক হামলায় শুদ্ধস্বর প্রকাশনের স্বত্তাধিকারী আহমেদুর রশীদ টুটুল, লেখক তারেক রহিমক এবং কবি ও ব্লগার রণদীপম বসুকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা৷ জাগৃতির লালমাটিয়ার কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে৷ ছবিতে চিকিৎসাধীন আহমেদুর রশীদ টুটুল৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
তাৎক্ষণিক প্রতিবাদ
প্রকাশক ও লেখকদের ওপর হামলার প্রতিবাদে শনিবারই রাজপথে নামে মানুষ৷
ছবি: picture-alliance/AP Photo/ A.M. Ahad
দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
প্রকাশক ও লেখকদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল৷ প্রতিবাদমুখর জনতা হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
বই প্রকাশ অপরাধ?
এই প্রথম বাংলাদেশে বই প্রকাশের জন্য প্রকাশককে প্রাণ দিতে হলো৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
‘আসুন লেখালেখি বন্ধ রাখি’
প্রতিবাদ সমাবেশের একটি ব্যানারে লেখা, ‘আসুন লেখালেখি বন্ধ রাখি’৷ হত্যাকারীদের আইনের আওতায় নিয়ে এসে এমন তৎপরতা রোধে প্রশাসন ব্যর্থ – এমন ক্ষোভই প্রকাশ পেয়েছে লেখালেখি বন্ধ রাখার কথায়৷ তবে বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শো-তে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার জানান, হাসপাতালে চিকিৎসাধীন প্রকাশক টুটুল জানিয়েছেন যে, তাঁর ওপর যত হামলাই হোক, ভবিষ্যতেও তিনি বই প্রকাশ করবেন৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
হরতালে পিছালো জেএসসি
জাগৃতি প্রকাশনীর প্রকাশককে হত্যা এবং শুদ্ধস্বরের কর্ণধারসহ তিন জনকে হত্যার চেষ্টার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার সারাদেশে আধাবেলা হরতাল ডেকেছে গণজাগরণ মঞ্চ৷ এই কর্মসূচির কারণে মঙ্গলবারের জেএসসির পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে দুপুর ২টা থেকে শুরু করা হবে৷ শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষাসূচির এই পরিবর্তনের কথা জানানো হয়৷ (ফাইল ফটো)
ছবি: picture-alliance/landov
মামলা
ফয়সল আরেফিন দীপন হত্যার ঘটনায় তাঁর স্ত্রী ডা. রাজিয়া রহমান শাহবাগ থানায় মামলা করেছেন৷ শুদ্ধস্বরের কর্ণধারসহ তিনজনের ওপর হামলার ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা হয়েছে৷ ওপরের ছবিতে কবি, ব্লগার রণদীপম বসু৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
8 ছবি1 | 8
সংকলন: আশীষ চক্রবর্ত্তী
সম্পাদনা: দেবারতি গুহ
হঠাৎ করে বিদেশিদের ওপর হামলা শুরুর কারণ কী? লিখে জানান নীচের মন্তব্যের ঘরে৷