1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদেশিরা কাজ করেন...

২৯ আগস্ট ২০১৫

ঢাকায় কয়েকজন বিদেশি তরুণ-তরুণী রাস্তা পরিষ্কার করে সবার নজর কেড়েছেন৷ সামাজিক যোগাযোগের মাধ্যমে এই নিয়ে অনেকে ঢাকার মেয়রের সমালোচনা করেছেন, অনেকে আবার পুরো জাতিকেই দিয়েছেন ধিক্কার৷

Bildergalerie Bangladesch Müllhalden
ছবি: FARJANA K. GODHULY/AFP/Getty Images

ঢাকা নগরীকে পরিচ্ছন্ন নগরী বলার দিন বহু আগেই ফুরিয়েছে৷ বসবাসের জন্য বিশ্বের সবচেয়ে খারাপ শহরগুলোর তালিকায় প্রথম দিকেই থাকে এ শহরের নাম

কিন্তু এ শহরেই থাকেন অনেক বিদেশি৷ নিজের দেশে তাঁদের অনেকেই পরিচ্ছন্ন শহরে বসবাস করেই অভ্যস্ত৷ ঢাকা শহরের বসবাস তাঁদের জন্য যে খুব কষ্টকর, তা সহজেই অনুমান করা যায়৷ এমন কয়েকজন বিদেশিই ঢাকার রাজপথ পরিষ্কার করতে নেমেছিলেন৷ তাঁদের এ উদ্দোগে প্রথম থেকেই দর্শকের অভাব হয়নি৷

সামাজিক যোগাযোগের মাধ্যমেও সবাই ব্যস্ত হয়েছে বিষয়টি নিয়ে৷ টুইটারে বিদেশিদের নিজ হাতে ঢাকার নোংরা রাস্তা পরিষ্কার করার ভিডিও শেয়ার করেছেন অনেকে৷

জাতীয় দৈনিকে ছাপা হয়েছে ছবি৷

শুরুতে বিদেশিরা যখন রাস্তা পরিষ্কার করছিলেন, সেখানে উপস্থিত বাংলাদেশিরা তখন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন৷ কেউ কেউ ছবিও তুলেছেন৷ টুইটারে এই দর্শক এবং ফটোগ্রাফারদের কটাক্ষ করেছেন অনেকেই৷

অনেকে আবার সিটি কর্পোরেশনের সমালোচনা করেছেন৷ তাঁদের মতে, ঢাকা সিটি কর্পোরেশনের লজ্জা হওয়া উচিত৷

কিন্তু গণমাধ্যম এ বিষয়ে প্রশ্ন করেছিল ঢাকা উত্তরের মেয়র আনিসুল হককে ৷ বিবিসিকে তিনি জানান, বিদেশিরা রাস্তা পরিষ্কার করতে নামায় তাঁর কোনো ধরণের লজ্জা বা অস্বস্তি অস্বস্তি হয়নি৷ তিনি বলেছেন, ‘‘মেয়র হিসেবে এই উদ্যোগের ব্যাপারে কোনো নেতিবাচক মন্তব্য আমি করবো না৷ যিনি বা যাঁরা কাজটি করছেন, ভালোর জন্যই করছেন৷'' আনিসুল হক আরো বলেন, বিদেশিদের এই উদ্যোগ থেকে সবার অনেক কিছু শেখার আছে৷ তাঁর মতে, ‘‘এদেরকে দেখে যদি এমন সচেতনতা আসে যে আমরা আমাদের জায়গা অপরিষ্কার করবো না, তাহলে একটা বিরাট কাজ হবে৷''

টুইটারে কয়েকজন ‘পরিবর্তন সম্ভব' বলেও আশা প্রকাশ করেছেন৷

অনেকে চেয়েছেন পরিচ্ছন্নতা অভিযানে ভূমিকা রাখতে৷

তবে অনেকে ঢাকার রাজপথে বিদেশিদের এই পরিচ্ছন্নতা অভিযানে অভিনবত্ব দেখছেন না৷ তাঁদের কেউ কেউ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বেশ আগেই ‘স্বচ্ছ ভারত' ক্যাম্পেইন শুরু করেছিলেন, সে কাথ মনে করিয়ে দিয়েছেন৷

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ