1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদেশি জাহাজ আটক করেছে ইরান

১৮ জুলাই ২০১৯

ইরান পারস্য উপসাগরে তেলবাহী একটি জাহাজ আটক করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন৷ ইরানের রেভ্যুলেশনারি গার্ড হরমুজ প্রণালী থেকে ১২ জন নাবিকসহ জাহাজটি আটক করে৷

Vereinigte Arabische Emirate - Tanker im Golf von Oman
ছবি: Getty Images/AFP/G. Cacace

তবে এটি কোন দেশের জাহাজ সে বিষয়ে বিস্তারিত জানায়নি তারা৷

রাষ্ট্রীয় মাধ্যমকে দেয়া এক বিবৃতিতে রেভ্যুলেশনারি গার্ড জানায়, বাহিনীর সদস্যরা হরমুজ প্রণালী  দিয়ে যাওয়া এ জাহাজটিকে প্রথমে সতর্ক সংকেত পাঠায় এবং পরে আটক করে৷ জাহাজটি ইরানের চোরাকারবারিদের কাছ থেকে প্রায় দশ লাখ লিটার জ্বালানি বিদেশি কোনো ক্রেতার কাছে পৌঁছে দিচ্ছিল, বলে দাবি করেছে রেভ্যুলেশনারি গার্ড৷

ইরানের জাহাজ আটকের ঘটনাটি তাৎপর্যপূর্ণ, কারণ চলতি মাসের গোড়ার দিকে জিব্রাল্টার প্রণালী থেকে ইরানের একটি জাহাজ আটক করেছিল যুক্তরাজ্য৷ যুক্তরাজ্যের দাবি, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা অমান্য করে জাহাজটি দিয়ে তেল রপ্তানি করা হচ্ছিল৷

গত কয়েক মাস ধরে উপসাগরে উত্তেজনা বিরাজ করছে৷ এসময়টিতে পারস্য উপসাগর দিয়ে চলাচলকারী বেশ কয়েকটি জাহাজে অগ্নিকাণ্ডের  ঘটনা ঘটে৷ এসকল ঘটনায় ইরানকে দায়ী করছে মার্কিন যুক্তরাষ্ট্র, যদিও অভিযোগ অস্বীকার করেছে ইরান৷

ইরানের পরমাণু সমৃদ্ধকরণ বিষয়ে দু'দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে৷ ২০১৫ সালে পরমাণু চুক্তি থেকে সরে গিয়ে ইরানের উপর অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র৷ গত কয়েক মাস ধরে পারস্য উপসাগরে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করছে দেশটি৷

আরআর/জেডএইচ (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ