1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদেশি রাষ্ট্রদূতদের কাশ্মীর সফর

৯ জানুয়ারি ২০২০

বিদেশি রাষ্ট্রদূতদের নিয়ে আরো একবার কাশ্মীর সফরে গেল ভারতীয় প্রশাসন। তবে দলে নেই ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা।

ছবি: picture-alliance/NurPhoto/F. Khan

ফের বিদেশি রাষ্ট্রদূতদের জম্মু এবং কাশ্মীর দেখাতে নিয়ে গেল ভারত সরকার। আজ, বৃহস্পতিবার তাঁরা  দু'দিনের সফরে শ্রীনগর পৌঁছেছেন বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। সব মিলিয়ে ১৫টি দেশের রাষ্ট্রদূত সেখানে আছেন। তবে সেই দলে নেই ইউরোপীয় ইউনিয়নের কোনও প্রতিনিধি।

ভারতীয় প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের প্রতিটি রাষ্ট্র একসঙ্গে কাশ্মীরে যেতে চেয়েছিল। কিন্তু এত লোককে একসঙ্গে নিয়ে যাওয়া এই মুহূর্তে ভারতের পক্ষে সম্ভব নয়। তাতে নিরাপত্তার সমস্যা হতে পারে। সে কারণেই তাদের বলা হয়েছে, কিছু দিন পরে তাদের দাবি মেনে আরও একটি সফর করা হতে পারে। কিন্তু এ যাত্রায় তাদের নেওয়া সম্ভব হচ্ছে না। এ বার যারা দলে আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল, অ্যামেরিকা, বাংলাদেশ, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, মালদ্বীপ, মরক্কো, নাইজেরিয়া, নরওয়ে ৷

এর আগে অক্টোবর মাসে বিদেশি রাষ্ট্রদূতদের একটি দলকে নিয়ে জম্মু এবং কাশ্মীর সফরে গিয়েছিল ভারত সরকার। ৩৭০ ধারা তুলে দেওয়ার পরে সেটাই ছিল বিদেশিদের নিয়ে ভারতের প্রথম কাশ্মীর সফর। সরকারের তরফ থেকে বলা হয়েছিল, কাশ্মীর যে শান্ত তা দেখানোর জন্যই তাদের নিয়ে যাওয়া হচ্ছে সেখানে। সূত্র জানাচ্ছে, কাশ্মীর থেকে ফেরার পরে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা সেখানকার মানুষের সঙ্গে আরও কথা বলার আগ্রহ প্রকাশ করেছিলেন। সূত্রের তরফ থেকে জানা গিয়েছে, এ বারেও ইউরোপীয় ইউনিয়নের কোনও কোনও রাষ্ট্র কাশ্মীরের আটক তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। তবে প্রকাশ্যে ভারত এ বিষয়ে কোনও মন্তব্য করছে না। বরং বলা হচ্ছে, ইউরোপীয় ইউনিয়নের দূতদের পরবর্তীকালে কাশ্মীরে নিয়ে যাওয়া হবে।

এসজি/জিএইচ (ইন্ডিয়ান এক্সপ্রেস, পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ