1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
বিচার ব্যবস্থাযুক্তরাষ্ট্র

বিদেশি সহায়তার বকেয়া অর্থ দিতে হবে ট্রাম্পকে: আদালত

১১ মার্চ ২০২৫

বিচারক আমির আলী নির্দেশ দিয়েছেন, মার্কিন কংগ্রেসের অনুমোদিত অর্থ ট্রাম্প প্রশাসনকে খরচ করতে হবে।

এক কর্মী  বিদেশি প্রকল্পে মার্কিন সাহায্য বহন করে নিয়ে যাচ্ছেন।
বিশ্বের বিভিন্ন দেশে মানবিক ও উন্নয়নমূলক প্রকল্পে সাহায্য করতো অ্যামেরিকা। ডনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে তা বন্ধ করে দিয়েছেন। ছবি: Fernando Vergara/AP Photo/picture alliance

প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের প্রকল্পে অর্থ সাহায্য করতো যুক্তরাষ্ট্র। গত ২০ জানুয়ারি ডনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর বিদেশের বিভিন্ন প্রকল্পে বরাদ্দ করা অর্থ বন্ধ করে দেন। যুক্তরাষ্ট্রের জেলা বিচারক আমির আলী ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, বিদেশি প্রকল্পে সহায়তা বাবদ বকেয়া ২০০ কোটি মার্কিন ডলার দিয়ে দিতে হবে।

বিচারকের নির্দেশ

ওয়াশিংটনের জেলা বিচারক আমির আলী বলেছেন, যে কাজ সম্পন্ন হয়েছে সেই কাজের অর্থ সরকারকে দিয়ে দিতে হবে। শতাধিক বিদেশি সহায়তার চুক্তিকে বাতিল করার যে সিদ্ধান্ত ট্রাম্প নিয়েছেন, তাকে চ্যালেঞ্জ করে বেশ কিছু সংগঠন কোর্টের দ্বারস্থ হয়েছিল। আমির আলী সেই আবেদন খারিজ করে দিয়েছেন। ফলে ট্রাম্পের সিদ্ধান্ত বহাল থাকছে। 

একই সঙ্গে তিনি বলেছেন, কংগ্রেস থেকে পাশ হয়ে আসা বরাদ্দ অর্থ প্রেসিডেন্টকে খরচ করতেই হবে।

গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প সুপ্রিম কোর্টে বিদেশি সহায়তার খাতে বরাদ্দ প্রায় ২০০ কোটি মার্কিন ডলার আটকে দেয়ার জরুরি আপিল করেন। সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। সেই পরিপ্রেক্ষিতে সোমবার এই সিদ্ধান্ত শোনান যুক্তরাষ্ট্রের জেলা বিচারক। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত যা কাজ হয়েছে তার টাকা মিটিয়ে দিতে হবে ট্রাম্প প্রশাসনকে।

প্রাথমিকভাবে বিচারক আমির আলী ট্রাম্প প্রশাসনকে ১৩ ফেব্রুয়ারি থেকে বিদেশি সহায়তা শুরু করার নির্দেশ দিয়েছিলেন। তিনি ২৬ ফেব্রুয়ারি সময়সীমাও বেঁধে দেন।  

ট্রাম্প প্রশাসন সুপ্রিম কোর্টে সেই সময়সীমার নির্দেশ আটকে দেওয়ার আপিল করে। তবে কোর্ট বুধবারেই সেই আবেদন খারিজ করে দেয়।

এসসি/জিএইচ(এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ