বিদেশি সহায়তার বকেয়া অর্থ দিতে হবে ট্রাম্পকে: আদালত
১১ মার্চ ২০২৫
বিচারক আমির আলী নির্দেশ দিয়েছেন, মার্কিন কংগ্রেসের অনুমোদিত অর্থ ট্রাম্প প্রশাসনকে খরচ করতে হবে।
বিশ্বের বিভিন্ন দেশে মানবিক ও উন্নয়নমূলক প্রকল্পে সাহায্য করতো অ্যামেরিকা। ডনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে তা বন্ধ করে দিয়েছেন। ছবি: Fernando Vergara/AP Photo/picture alliance
বিজ্ঞাপন
প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের প্রকল্পে অর্থ সাহায্য করতো যুক্তরাষ্ট্র। গত ২০ জানুয়ারি ডনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর বিদেশের বিভিন্ন প্রকল্পে বরাদ্দ করা অর্থ বন্ধ করে দেন। যুক্তরাষ্ট্রের জেলা বিচারক আমির আলী ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, বিদেশি প্রকল্পে সহায়তা বাবদ বকেয়া ২০০ কোটি মার্কিন ডলার দিয়ে দিতে হবে।
বিচারকের নির্দেশ
ওয়াশিংটনের জেলা বিচারক আমির আলী বলেছেন, যে কাজ সম্পন্ন হয়েছে সেই কাজের অর্থ সরকারকে দিয়ে দিতে হবে। শতাধিক বিদেশি সহায়তার চুক্তিকে বাতিল করার যে সিদ্ধান্ত ট্রাম্প নিয়েছেন, তাকে চ্যালেঞ্জ করে বেশ কিছু সংগঠন কোর্টের দ্বারস্থ হয়েছিল। আমির আলী সেই আবেদন খারিজ করে দিয়েছেন। ফলে ট্রাম্পের সিদ্ধান্ত বহাল থাকছে।
একই সঙ্গে তিনি বলেছেন, কংগ্রেস থেকে পাশ হয়ে আসা বরাদ্দ অর্থ প্রেসিডেন্টকে খরচ করতেই হবে।
গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প সুপ্রিম কোর্টে বিদেশি সহায়তার খাতে বরাদ্দ প্রায় ২০০ কোটি মার্কিন ডলার আটকে দেয়ার জরুরি আপিল করেন। সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। সেই পরিপ্রেক্ষিতে সোমবার এই সিদ্ধান্ত শোনান যুক্তরাষ্ট্রের জেলা বিচারক। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত যা কাজ হয়েছে তার টাকা মিটিয়ে দিতে হবে ট্রাম্প প্রশাসনকে।
যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তার অগ্রাধিকার পরিবর্তন হচ্ছে
ইউএসএআইডির বেশ কয়েকটি কর্মসূচি বাতিল ও সহায়তার পরিমাণ ব্যাপকভাবে কমিয়ে দেয়ার সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের পূর্ববর্তী মার্কিনি বৈদেশিক সহায়তা নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে৷
ছবি: Celal Gunes/AA/picture alliance
উন্নয়নমূলক উদ্যোগের ব্যাঘাত
নীতি পরিবর্তনের সবচেয়ে তাৎক্ষণিক পরিণতিগুলির মধ্যে একটি ছিল জনস্বাস্থ্য, শিক্ষা ও পরিকাঠামোর মতো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলির ব্যাঘাত৷ ইউএসএআইডির কর্মসূচিগুলি প্রায়ই সীমিত সরকারি সম্পদ, প্রয়োজনীয় পরিষেবাগুলির অর্থায়ন এবং দীর্ঘমেয়াদী উন্নয়নমূলক উদ্যোগের অঞ্চলগুলির জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার ছিল৷
ছবি: J. Scott Applewhite/AP/picture alliance
রাজনৈতিক ও কৌশলগত প্রভাব
সরাসরি উন্নয়নের প্রভাব ছাড়াও ইউএসএআইডির কর্মসূচি বাতিলের উল্লেখযোগ্য রাজনৈতিক ও কৌশলগত কারণ রয়েছে৷ এই উদ্যোগগুলি স্থিতিশীলতা বৃদ্ধি, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে সমর্থন এবং মূল অঞ্চলগুলিতে অ্যামেরিকান ‘সফট পাওয়ার’ সম্প্রসারণে অবদান রেখেছে৷ এই পরিবর্তন কেবল আঞ্চলিক শক্তির গতিশীলতাকে পরিবর্তনই করবে না, বিভিন্ন অঞ্চলে ভূ-রাজনৈতিক ক্ষেত্রেও ভূমিকা রাখবে৷
ছবি: CENTCOM/AFP
মানবিক সহায়তা হুমকির মুখে
প্রাকৃতিক দুর্যোগ, সংঘাত ও স্বাস্থ্য সংক্রান্ত জরুরি পরিষেবার মতো সংকটে সাড়া দিয়ে ইউএসএআইডি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মানবিক সহায়তা প্রদানে অগ্রগামী ছিল৷ তাদের চলমান কর্মসূচিগুলি বাতিল করা বিশেষ করে উন্নয়নশীল দেশগুলিকে তাদের প্রয়োজনের সময়ে চিন্তায় ফেলে দিয়েছে৷ সহায়তার পরিমাণ কমার অর্থ হলো সম্পদের ধীর গতি এবং ক্রান্তিকালীন সময়ে দুর্বল হয়ে যাওয়া৷
ছবি: Ben Curtis/AP/picture alliance
উন্নয়নশীল দেশগুলির জন্য অর্থনৈতিক প্রভাব
ইউএসএআইডির উদ্যোগগুলি পরিকাঠামো নির্মাণ, মানবসম্পদ বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে স্থানীয় প্রবৃদ্ধিকে গতিশীল করতে সহায়ক ছিল৷ তবে কর্মসূচিগুলি বাতিলের কারণে কয়েক দশক ধরে চলমান বিনিয়োগ এবং সক্ষমতা বৃদ্ধির অগ্রগতি হ্রাস পাওয়ার ঝুঁকি দেখা দিয়েছে৷ অনেক অঞ্চলে, এই পরিবর্তন অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করার পাশপাশি দীর্ঘস্থায়ী স্থবিরতা ও দারিদ্র্য বৃদ্ধির দিকে সম্ভাবনা তৈরি করবে৷
ছবি: HOSHANG HASHIMI/AFP/Getty Images
আন্তর্জাতিক সহযোগিতা এবং ভবিষ্যত পরিকল্পনায় বিপত্তি
সহায়তা বাতিলকরণের পরিপ্রেক্ষিতে অনেক উন্নয়নশীল দেশ তাদের উন্নয়ন পরিকল্পনায় অংশীদারদের অংশগ্রহণ নতুনভাবে সাজানোর কথা ভাবছে৷ এই পুনর্বিন্যাস সময়ের সাথে আরও ভারসাম্যপূর্ণ ও স্থিতিশীল হবে৷ কিন্তু পরিবর্তনের জন্য কতটুকু সময় প্রয়োজন হবে তা নিশ্চিত না৷ মুক্ত বাণিজ্যের বৈশ্বিক বাজারে একটি জাতির অগ্রাধিকারের পরিবর্তন আন্তর্জাতিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির উপর সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে৷
ছবি: Tom Williams/IMAGO
5 ছবি1 | 5
প্রাথমিকভাবে বিচারক আমির আলী ট্রাম্প প্রশাসনকে ১৩ ফেব্রুয়ারি থেকে বিদেশি সহায়তা শুরু করার নির্দেশ দিয়েছিলেন। তিনি ২৬ ফেব্রুয়ারি সময়সীমাও বেঁধে দেন।
ট্রাম্প প্রশাসন সুপ্রিম কোর্টে সেই সময়সীমার নির্দেশ আটকে দেওয়ার আপিল করে। তবে কোর্ট বুধবারেই সেই আবেদন খারিজ করে দেয়।