বাংলাদেশের টাঙ্গাইলের ভূঞাপুরে বিদেশি আদলে চুল না কাটতে সদস্যদের সতর্ক করে দিয়েছে নাপিতদের একটি সংগঠন৷ ৪০,০০০ টাকার জরিমানা এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা৷
ঢাকার এক সেলুনে চুল কাটার দৃশ্যছবি: Imago/Zuma/
বিজ্ঞাপন
টাঙ্গাইলের ভূঞাপুরের সব সেলুনে এখন একটি বিজ্ঞপ্তির দেখা মিলবে, যাতে বলা হয়েছে, ‘‘হেয়ার স্টাইল, দাড়ি ও গোঁফ মডেলিংয়ের উপর সরকারিভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে৷ অতএব, এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ৪০,০০০ টাকা অর্থদণ্ডসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে৷’’ সেলুনে সাধারণত হেয়ার স্টাইলের বিভিন্ন ছবির ক্যাটালগ ঝোলানো থাকে৷ এখন থেকে তা-ও প্রদর্শন করা যাবে না বলে এই নির্দেশনাতে উল্লেখ করা হয়৷ ভূঞাপুর শীল সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে নির্দেশনাটি জারি করা হয়েছে৷
চুল ব্যবসায়ী মিয়ানমার
জাতিসংঘের হিসেবে চুল রপ্তানিতে বিশ্বে মিয়ানমারের অবস্থান চতুর্থ৷ মিয়ানমারের চুলের প্রধান বাজার চীন৷
ছবি: Reuters/A. Wang
চুল দিয়ে ব্যবসা
মানুষের মাথার চুল দিয়ে উইগ বা পরচুলা ও এক্সটেনশন বানানো হয়৷ উন্নত বিশ্বে এসবের অনেক দাম৷ মিয়ানমারে সংগ্রহ হওয়া চুলের বেশিরভাগ চলে যায় চীনে৷ সেখানে এসব চুল পরচুলা ও এক্সটেনশনে পরিণত হয়৷
ছবি: Reuters/A. Wang
বিক্রির প্রস্তুতি
ছবিতে এক নারীকে চুল পরিষ্কার করতে দেখতে পাচ্ছেন৷ মানুষের মাথা থেকে চুল কেটে আনার পর প্রথমে জট ছাড়ানো হয়৷ তারপর ধুয়ে প্যাকেটে ভরে রপ্তানির জন্য প্রস্তুত করা হয়৷
ছবি: Reuters/A. Wang
বিশ্বে চতুর্থ
২০১০ সাল থেকে মিয়ানমারে চুলের ব্যবসা বেড়েছে প্রায় চারগুন৷ জাতিসংঘের হিসেবে, বিশ্বে চুল রপ্তানিতে মিয়ানমারের অবস্থান চতুর্থ৷ ২০১৭ সালে চুল রপ্তানি থেকে মিয়ানমারের আয় ছিল প্রায় ৬ দশমিক ২ মিলিয়ন ডলার৷
ছবি: Reuters/A. Wang
কর্মসংস্থান
চুল ব্যবসাকে ঘিরে মিয়ানমারে বেশ কিছু কোম্পানি গড়ে উঠেছে৷ সেখানে হাজার হাজার মানুষের কাজের ব্যবস্থা হয়েছে৷ তাঁরা চুল সংগ্রহ থেকে শুরু করে ধোয়া, রং করা, প্যাকেটজাত করা ইত্যাদি নানান কাজের সঙ্গে যুক্ত থাকেন৷
ছবি: Reuters/A. Wang
কৃষ্ণাঙ্গদের প্রিয়
চুল ব্যবসায়ী মিন জ ও এক দশকেরও বেশি সময় ধরে এ কাজে জড়িত আছেন৷ তিনি জানান, ব্রিটেন, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গদের কাছে তিনি সবচেয়ে বেশি চুল বিক্রি করেন৷ ‘‘এগুলো আমাদের বাজার: কৃষ্ণাঙ্গ নারীরা,’’ বলেন তিনি৷
ছবি: Reuters/A. Wang
মুক্তার মতো উজ্জ্বল!
আরেক চুল ব্যবসায়ী উইন কো জানালেন, বিশ্বে মিয়ানমারের মানুষের চুলের অনেক কদর৷ ‘‘কারণ, যখন আপনি শ্যাম্পু আর কন্ডিশন করেন, তখন এটা মুক্তার মতো উজ্জ্বল দেখায়,’’ বলেন তিনি৷
ছবি: Reuters/A. Wang
নববর্ষে সংগ্রহ বেশি
ব্যবসায়ীরা বলছেন, এপ্রিল মাসে যখন মিয়ানমারে নববর্ষ উদযাপিত হয়, তখন সবচেয়ে বেশি চুল সংগৃহীত হয়৷ কারণ, তখন অনেক মেয়ে সন্ন্যাসিনী হওয়ার প্রস্তুতি নেয়ায় চুল বিক্রি করে দেয়৷
ছবি: Reuters/A. Wang
সর্বনিম্ন সাপ্তাহিক আয়ের সমান!
জা জা লিন তাঁর ২০ ইঞ্চি চুল বিক্রির বিনিময়ে ১৩ ডলার পেয়েছেন, যা মিয়ানমারের সর্বনিম্ন সাপ্তাহিক আয়ের প্রায় সমান৷ এই অর্থ তাঁকে বাড়ি ভাড়া দিতে সহায়তা করেছে বলে জানান তিনি৷
ছবি: Reuters/A. Wang
8 ছবি1 | 8
‘তরুণ প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে’
বাংলাদেশে উঠতি প্রজন্মের তরুণদের মধ্যে বলিউড হলিউডের চলচ্চিত্র তারকা কিংবা জনপ্রিয় খেলোয়াড়দের মতো করে চুল কাটার প্রবণতা রয়েছে৷ সেলুনগুলোতেও তারকাদের বিভিন্ন স্টাইলের চুলের ছবি ঝোলানো থাকে৷ ভূঞাপুরে শীল সমিতির সভাপতি শেখর চন্দ্র শীল বার্তা সংস্থা এএফপিকে জানান, স্থানীয় পুলিশ প্রধানের অনুরোধে তাঁরা নির্দেশনাটি জারি করেছেন৷ ‘‘তিনি আমাদেরকে পশ্চিমা মডেল অনুসরণ করে চুল ও দাড়ি না কাটতে বলেছেন৷ এ ধরনের চুলের স্টাইলের কারণে তরুণ প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেছেন তিনি৷’’ শুধু ভূঞাপুরেই নয়, পাশের সখিপুর ও বাসাইল উপজেলাতেও একই পদক্ষেপ নেয়া হয়েছে৷
অভিভাবকের অনুরোধে?
এদিকে অভিভাবকদের অনুরোধেই এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে দাবি করেছে পুলিশ৷ ভূঞাপুরের প্রধান পুলিশ কর্মকর্তা মো. রাশিদুল ইসলাম বলেন, স্থানীয় বাবা-মা, অভিভাবক আর শিক্ষকরা তাঁদের সন্তানদের বিদেশি স্টাইলের এই চুল কাটানোর প্রতি আসক্তি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ করেছেন৷ সেজন্যই তিনি নাপিতদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন৷ ‘‘আমি নাপিতদের আমার সঙ্গে দেখা করতে এবং চা পানের জন্য ডাকি৷ এই সময় তাঁদেরকে বখাটে ছেলেদের মতো করে চুল না কাটার অনুরোধ জানাই,’’ বার্তাসংস্থা এএফপিকে জানান ওসি রাশিদুল৷
এফএস/সিবি (এএফপি)
চুল বাঁচানোর ১১ উপায়
কম-বেশি মাথার চুল সবারই পড়ে, যা স্বাভাবিক৷ কিন্তু চুল পড়ে মাথা যদি ধীরে ধীরে মাথা খালি হয়ে যায়, তখন সেটা দুঃখ ও কষ্টের কারণ হয়ে দাঁড়ায়৷ তাই চুল পড়া রোধে বা চুলকে বাঁচাতে কী করবেন জেনে নিন৷
ছবি: picture-alliance/ dpa/M. Gerten
কেন চুল পড়ে?
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য থেকে জানা গেছে যে, শরীরে প্রোটিন ও ভিটামিনের অভাব থেকে চুল পড়তে পারে৷ কিংবা থাইরয়েডের কোনো সমস্যা, মানসিক চাপ, ডায়েটিং, হরমোনের তারতম্য বা কিছু কিছু ওষুধ সেবনও চুল পড়ার কারণ হতে পারে৷
ছবি: Colourbox
চুল পড়া বন্ধে যা খাবেন
মাছ, মাংস, ডিম, বাদাম, ডাল ইত্যাদি প্রোটিনযুক্ত খাবার রাখবেন প্রতিদিনের খাবারের তলিকায়৷ প্রোটিনের অভাব হলে শরীরের মতো চুলের স্বস্থ্যেও কিন্তু বড় ক্ষতি হয়ে থাকে৷
ছবি: Colourbox
চুলে গরম পানি ব্যবহার করবেন না
গরম পানি চুলকে রুক্ষ ও নষ্ট করে৷ তাই কুসুম কুসুম গরম পানি দিয়ে ভালো করে চুল ধুয়ে, সবশেষে ঠান্ডা পানি দিয়ে মাথা ধুয়ে ফেলবেন৷ এছাড়া মাথা ঘষে ঘষে মুছবেন না৷ এতে চুলে টান পড়ে এবং চুল ছিড়ে যায়৷
ছবি: Colourbox
প্রাকৃতিক শ্যাম্পু ও কন্ডিশনার
যারা চুলে অতিরিক্ত শ্যাম্পু করেন, তারা কোনোভবেই রাসায়নিক পদার্থ দেয়া শ্যম্পু বা কন্ডিশনার ব্যবহার করবেন না৷ কন্ডিশনারে ওয়াক্স এবং সিলিকন জাতীয় উপাদান থাকে৷ তাই কন্ডিশনার চুলের গোড়ায় না দিয়ে শুধু চুলের ওপর দেবেন৷ কন্ডিশনার চুলের গোড়াকে তৈলাক্ত করে, ফলে মাথার ত্বকে বাতাস ঢুকতে বিঘ্ন ঘটে ৷
ছবি: Colourbox/L. Zahner
স্ট্রেইটনার
কোকড়া বা এলোমেলো চুল সোজা করতে শুধু মেয়েরা নয়, ছেলেরাও স্ট্রেইটনার বা চুলের ইস্তিরি ব্যবহার করেন৷ গরম স্ট্রেইনার যে চুল নষ্ট করে তাতে কোনো সন্দেহ নেই, বিশেষ করে এর নিয়মিত ব্যবহারে চুল পড়তে পারে৷
ছবি: DW/Victor Weitz
হেয়ার ড্রায়ার
চুল ধোওয়ার পর শুকিয়ে ফেলাই চুলের স্বাস্থ্যের জন্য ভালো, তবে গরম বাতাসে নয়৷ হেয়ার ড্রায়ারের ঠান্ডা বাতাসে চুল শুকালে চুল পড়া এবং ভাঙার সম্ভাবনা কমে৷
ছবি: Colourbox
জিঙ্ক এবং বায়োটিনযুক্ত খাবার
যাদের মানসিক চাপ বা অন্য কোনো কারণে চুল পড়ে, তারা ডাক্তারের পরামর্শ নিয়ে জিঙ্ক এবং বায়োটিনযুক্ত বা ভিটামিন বি-৬ যুক্ত খাবার খাবেন৷ তবে সেটা কখনোই ৮ থেকে ১২ সপ্তাহের বেশি না হয়৷ আর হ্যাঁ, মানসিক চাপ এড়িয়ে চলুন এবং হাসিখুসি থাকুন৷ এই পরামর্শ দিয়েছেন জার্মান ত্বক বিশেষজ্ঞ ক্রিস্টফ লিবিশ৷
ছবি: imago/M.Zettler
চুলে রঙের কম ব্যবহার
আগে পাকা চুলকে ঢাকতেই মূলত চুলে রং ব্যবহার করা হতো৷ কিন্তু এ যুগের ছেলে-মেয়েরা মূলত ফ্যাশন করতেই খুব কম বয়স থেকে চুলে নানারকম রঙের ব্যবহার করে৷ চুলের রঙে থাকা রাসায়নিক পদার্থ চুল রুক্ষ করে, এতে চুল ভেঙে যায় এবং পড়তে শুরু করে৷ তাই যতটা সম্ভব চুল কম ‘ডাই’ করবেন৷
ছবি: Fotolia/Subbotina Anna
পেট পরিষ্কার রাখুন
পেট বা অন্ত্র এবং চুলের গোড়া একে অপরের সঙ্গে সম্পৃক্ত৷ অর্থাৎ পেটের সমস্যাও চুলে প্রভাব ফেলে৷ কাজেই চুলকে বাঁচাতে পেট পরিষ্কার রাখুন৷ তাছাড়া সুস্থ, সুন্দর চুলের জন্য যথেষ্ট পরিমাণে পানি পান করুন৷
ছবি: Imago/Westend61
খুসকিকে দূরে রাখুন
চুল পরিস্কার রাখতে হবে চুলের গোড়ায় যাতে তৈলাক্ত খুসকি না হয়, কারণ খুসকি হলে মাথা চুলকায় এবং তার ফলেও চুল পড়ে৷
ছবি: Colourbox/Andrey Arkusha
টাক পড়া
ছেলেদের টাক পড়ার কারণ যে খাওয়া-দাওয়া আর চুলের যত্ন না নেয়া নয় – সেটা অনেকেরই জানা৷ সাধারণত মাথায় টাক পড়ে বংশোগত কারণে৷ তবে চুলের সঠিক যত্ন ও এ ব্যাপারে সতর্ক হলে টাক পড়া কিছুটা দীর্ঘায়িত করা যায়৷