বিদেশে চাকুরিপ্রার্থীদের জন্য চালু হলো ‘বিদেশ জবস'
২৯ এপ্রিল ২০১৯
চাকুরি নিয়ে বিদেশে যেতে আগ্রহীদের ভোগান্তি এবং খরচ কমাতে নতুন এক ওয়েবসাইট চালু করেছে বাংলাদেশ৷ সরকারি এই সাইটটি জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংগঠন আইওএম ওবং বিডিজবসডটকম-এর যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে৷
বিজ্ঞাপন
নতুন এই সাইটটি বিদেশে চাকুরিপ্রার্থীদের সরাসরি সংশ্লিষ্ট নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে৷ ফলে এতকাল দালালরা যে অবৈধভাবে চাকুরিপ্রার্থীদের হয়রানি ও প্রতারণার মাধ্যমে বাড়তি অর্থ আদায় করতো, তা বন্ধ হবে বলে মনে করছেন অ্যাক্টিভিস্টরা৷ আইওএম-এর বাংলাদেশ কার্যালয়ের উপপ্রধান ডিমানশ্ শ্যারন এ বিষয়ে বলেন, ‘‘অভিবাসীরা সাইটটিতে নিবন্ধন এবং নিজেদের যোগ্যতা অনুযায়ী চাকুরিতে আবেদন করতে পারবেন৷ ফলে নিয়োগদাতারাও সেরা কর্মীদের পাবেন৷ ওয়েবসাইটটি উভয়পক্ষের জন্যই লাভজনক হবে৷''
শ্রমিক অ্যাক্টিভিস্টরা জানান, প্রতিবছর হাজার হাজার বাংলাদেশি চাকুরি নিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন৷ বর্তমানে দেশটির পঁচাত্তর লাখ নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে চাকুরি করছেন৷ শুধুমাত্র ২০১৭ সালে চাকুরি নিয়ে বিদেশে গেছেন অন্তত দশলাখের মতো বাংলাদেশি, যা সরকারি হিসেব অনুযায়ী এক বছরে এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা৷ তাদের অধিকাংশই মধ্যপ্রাচ্যে নির্মাণ এবং পরিচ্ছন্নতা শ্রমিকের কাজ করছেন৷
যে দশটি চাকুরিতে বেতন সবচেয়ে বেশি
বিশ্বের সবচেয়ে বেশি বেতন বা মাইনের চাকুরি কোনগুলো জানেন? মার্কিন ফোর্বস ম্যাগাজিন প্রকাশ করেছে দশটি চাকুরি, যাতে বেতন সবচেয়ে বেশি৷ পত্রিকাটির তথ্যের সূত্র ক্যারিয়ারকাস্ট ডটকম৷
ছবি: picture-alliance/dpa/J. Kalaene
শল্য চিকিৎসক
চাকুরি বিষয়ক ওয়েবসাইট ‘কেরিয়ারকাস্ট’-এর হিসেবে ২০১৫ সালে সবচেয়ে বেশি বেতন পেয়েছেন সার্জন বা শল্য চিকিৎসকরা৷ গড়ে একেকজন চিকিৎসকের বাৎসরিক বেতন ৩ লাখ ৫২ হাজার মার্কিন ডলার৷
ছবি: Colourbox/Mittermueller Bildbetrieb
মনোবিজ্ঞানী
ফোর্বস-এর তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন মনোবিজ্ঞানীরা৷ তাদের গড় বাৎসরিক বেতন ১ লাখ ৮১ হাজার মার্কিন ডলার৷ তবে এই বেতন পেতে হলে তাদের ‘ডক্টর অফ মেডিসিন’ সার্টিফিকেট থাকতে হবে৷
ছবি: Ambrophoto - Fotolia.com
চিকিৎসক (জেনারেল প্র্যাকটিশনার)
জেনারেল প্র্যাকটিশনার বা জিপি চিকিৎসকদের চাহিদা গোটা বিশ্বেই ক্রমশ বাড়ছে৷ মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের গড় বেতন ১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার৷ এই চাকুরিতে উন্নতিও দ্রুত সম্ভব৷
ছবি: Colourbox/Odilon Dimier/6PA/MAXPPP
কর্পোরেট নির্বাহী
মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে উচুঁ পর্যায়ের একেকজন কর্পোরেট এক্সিকিউটিভ বা নির্বাহী গড়ে বেতন পান ১ লাখ ৭৩ হাজার মার্কিন ডলার৷ এই চাকুরিতে মানসিক চাপ এবং নতুন নতুন চ্যালেঞ্জ অনেক৷
ছবি: Fotolia/apops
দন্ত চিকিৎসক
ভালো দন্ত চিকিৎসক হতে গেলে বিশেষায়িত প্রশিক্ষণ নিতে হয়৷ আর তাতে খাটুনিও অনেকে৷ তবে বাৎসরিক বেতন ১ লাখ ৪৬ হাজার মার্কিন ডলার হলে সেই খাটুনি করাই যায়৷
ছবি: Colourbox
পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার
ফোর্বস-এর তালিকার ছয় নম্বরে রয়েছে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার৷ মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের চাকুরির বাজার বিবেচনায় এনে করা হয়েছে তালিকাটি৷ সেদেশের হিসেবে একজন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারের গড় বাৎসরিক বেতন ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার৷
ছবি: picture-alliance/dpa/A. Burgi
অর্থোডেন্টিস্ট
দাঁতের ইন্সুরেন্স বা বীমা আছে, এমন এলাকায় অর্থোডেন্টিস্টদের চাহিদা সবচেয়ে বেশি৷ তাদের গড় বাৎসরিক বেতন ১ লাখ ২৯ হাজার মার্কিন ডলার৷
ছবি: Fotolia/Tyler Olson
ডেটা সায়েন্টিস্ট
ডেটা সায়েন্টিস্টদের চাহিদা তরতরিয়ে বাড়ছে৷ তবে এ খাতে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত চাকুরিপ্রার্থী এখনো পাওয়া যাচ্ছে না৷ তাই আগ্রহ থাকলে দ্রুতই শুরু করুন কোনো কোর্স৷ গড় বাৎসরিক বেতন ১ লাখ ২৪ হাজার মার্কিন ডলার৷
ছবি: Imago
এয়ার ট্রাফিক কন্ট্রোলার
এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের চাহিদা কমতির দিকে৷ মূলত আকাশপথে চলাচলের খরচ কমানো আর সব কিছু স্বয়ংক্রিয় করে তোলার চেষ্টার ফলে, তাদের চাহিদা কমে যাচ্ছে৷ তবে যারা এই চাকুরি এখনো করছেন তাদের বাৎসরিক গড় বেতন ১ লাখ ২২ হাজার মার্কিন ডলার৷
ছবি: picture-alliance/dpa
ফার্মাসিস্ট
ফার্মাসিস্টদের গড় বাৎসরিক বেতন ১ লাখ ২১ হাজার মার্কিন ডলার৷ তাদের চাহিদাও বাড়ছে ক্রমশ৷
ছবি: Getty Images/AFP/K. Shimizu
10 ছবি1 | 10
প্রসঙ্গত, বাংলাদেশিদের বিদেশে চাকুরির প্রলোভন দেখিয়ে প্রায়শই প্রতারিত করে দালাল চক্র৷ তারা অনেক ক্ষেত্রে শ্রমিকদের প্রকৃত বেতনের চেয়ে বেশি বেতন দেবার কথা বলে শুরুতে তাদের কাছ থেকে বেশি অর্থ হাতিয়ে নেয়৷ এরপর শ্রমিকরা বিদেশে গিয়ে ভিন্ন চিত্র দেখতে পান৷
এ ধরনের দালালদের হাত থেকে শ্রমিকদের রক্ষায় গত ফেব্রুয়ারি মাসে উদ্যোগ নেয়ার ঘোষণা দেয় বাংলাদেশ সরকার৷ এরপর থেকে শুধুমাত্র সরকারকর্তৃক স্বীকৃত নিয়োগদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে চাকুরি নিয়ে বিদেশে যেতে বাংলাদেশি কর্মীদের উৎসাহিত করা হচ্ছে৷ পাশাপাশি রবিবার থেকে ‘বিদেশ জবস' সাইটটি চালু করা হয়েছে, যাতে চাকুরিপ্রার্থীরা সরাসরি নিয়োগদাতাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন৷
উল্লেখ্য, বাংলাদেশের অর্থনীতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন প্রবাসী কর্মীরা৷ পোশাক খাতের পর দেশটির বৈদেশিক মুদ্রা আয়ের দ্বিতীয় সর্বোচ্চ উৎস প্রবাসীদের পাঠানো রেমিটেন্স৷