1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ডার্টি হতে চাই’

২৮ ফেব্রুয়ারি ২০১২

বিদ্যা বালন ‘ডার্টি পিকচার্স’ ছবিতে বেশ খুল্লমখুল্লা অভিনয় করে আর পোশাক আশাক পরে যথেষ্ট হৈচৈ ফেলেছেন৷ এবার বিদ্যাকেও ছাপিয়ে যাওয়ার প্রতিযোগিতায় নেমে পড়লেন মডেল কন্যা পুণম৷

ছবি: AP

এক প্রযোজক সংস্থার সঙ্গে টাকা পয়সা নিয়ে কথাবার্তা চলছে পুণমের৷ ইনিই সেই পুণম পান্ডে নামের মডেল কন্যাটি, যিনি ইতিমধ্যেই বেশ নাম করে ফেলেছেন ট্যাবুহীনতার জন্য, খোলামেলা পোশাক আশাক পরার জন্য এবং যৌনতা বিষয়ে যথেষ্ট আধুনিক কথাবার্তা বলার জন্যও৷

ক্যালেন্ডারের ছবিতে পুণমের বিকিনি পরা চেহারা দেখে উল্লসিত তরুণ প্রজন্ম৷ তো, নিজের সেই বিকিনি বিকিকিনি নিয়েই পুণম চাইছেন সিনেমার পর্দায় টেক্বা মারতে৷

ডার্টি পিকচার্সের একটি দৃশ্যছবি: Youtube

টেক্বা শুধু সিনেমার পর্দাতেই নয়, বিদ্যা বালন ডার্টি পিকচার্সে এক নাচুনি মেয়ের ভূমিকায় অভিনয় করে যে ঝড় তুলে দিয়েছেন সিনেমা মহলে, সেটার সাফল্যের ভাগীদার হয়ে জুটে গেছেন পুণম৷ বলেছেন, ‘পর্দায় বিদ্যার থেকেও ডার্টি হতে আমি তৈরি৷' আর যেহেতু বিকিনি কন্যা বলেও পুণমের খ্যাতি বা অখ্যাতি রয়েছে, তাই নতুন যেসব ছবিতে তিনি চুক্তিবদ্ধ হতে চলেছেন, সেগুলিতে চরিত্রের প্রয়োজনে (পড়ুন অপ্রয়োজনেও) পুণম শরীরে বিকিনি চড়াতে এক্বেবারে প্রস্তুত৷ সেকথা বেশ গদগদ হয়ে জানাতেও ভোলেন নি এই মডেল কন্যা৷ শোনা যাচ্ছে, এখন নাকি এইসব ছবিতে এই তন্বী কত টাকা নেবেন তা নিয়ে আলোচনা চলছে৷ সেসব সমাপ্ত হলেই, ছবি তৈরির কাজ শুরু হয়ে যাবে৷

তা তো হবেই৷ ডার্টিনেসের অসুস্থ প্রতিযোগিতায় আসল সংস্কৃতি কোনদিকে যাচ্ছে, বা রুচিবোধ কোথায় গিয়ে নামছে, সেটা তো বিষয় নয়! বিষয় হল এই অসুস্থ মানসিকতা৷ যা সস্তায় বাজিমাত হয়তো করে, কিন্তু চিরকালের শিল্প হয়ে ওঠে না মোটেই৷ তাতে আর পুণম বা বিদ্যার মত তন্বীদের কী বা আসে যায়!

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ