1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদ্যুতের দাম নিয়ে এফবিসিসিআই’এর উদ্বেগ

৩ জানুয়ারি ২০১২

বিদ্যুতের দাম আবার বাড়ানো হলে দেশীয় শিল্প হুমকির মুখে পড়বে বলে জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি এ.কে আজাদ৷ আর বাংলাদেশ বিদেশি পণ্যের বাজারে পরিণত হবে৷

দেশীয় শিল্প হুমকির মুখে পড়বেছবি: AP

তাই তিনি বিদ্যুতের দাম সবক্ষেত্রে একই হারে না বাড়ানোর পরামর্শ দিয়েছেন৷ বলেছেন মুদ্রাস্ফীতির লাগাম টেনে ধরতে৷

মহাজোট সরকারের ৩ বছরে জাতীয় গ্রিডে মোট ২০০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হয়েছে৷ আর এই বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে কুইক রেন্টাল পদ্ধতিতে ডিজেল ও ফার্নেস অয়েল দিয়ে৷ ফলে বিদ্যুৎ উৎপাদনে খরচ পড়ছে অনেক বেশি৷ ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে আরো ১৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে সরকারের৷ এই বিদ্যুৎ উৎপাদনেও উচ্চমূল্যের ডিজেল ও ফার্নেস অয়েল ব্যবহার করা হবে৷ একদিন আগে তাই অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বিদ্যুৎ খাতে ভর্তুকির পরিমাণ যেমন বাড়বে, বিদ্যুতের দামও বাড়বে৷ এর কারণ ডলারের বিপরীতে টাকার মানের অবমূল্যায়ন এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি৷

এর প্রতিক্রিয়ায় এফবিসিসিআই সভাপতি একে আজাদ বলেন, ঢালাও ভাবে বিদ্যুতের দাম বাড়ানো ঠিক হবেনা৷ ক্ষুদ্র ও বৃহৎ শিল্পের জন্য বিদ্যুতের দাম একই হতে পারেনা৷ তা যদি হয় তাহলে দেশীয় শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হবে ৷ দ্রব্যমূল্য বাড়বে৷

এ.কে আজাদ বলেন, বিদ্যুতের দাম বাড়লে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প৷ তাদের উৎপাদন বন্ধে হয়ে গেলে বিদেশি পণ্য বাংলাদেশের বাজার দখল করে নেবে৷

তার মতে সাধারণ মানুষের কথা চিন্তা করে সরকার উচিত মুদ্রাস্ফীতি কমিয়ে আনা৷ আর তা কমিয়ে আনা গেলে মানুষের ক্রয়ক্ষমতা বাড়বে৷ তখন বিদ্যুতের দাম সহনীয়ভাবে বাড়ানোর চিন্তা করা যেতে পারে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ