1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদ্যুৎ বিল

২০ মার্চ ২০১২

অর্থনীতিবিদরা মনে করছেন, এখন বিদ্যুতের দাম বাড়ালে মূদ্রাস্ফিতি বাড়বে, বাড়বে জিনিস-পত্রের দাম৷ যা সাধারণ মানুষকে কষ্টে ফেলবে৷ তাই বিদ্যুতের দাম না বাড়িয়ে সরকারের ব্যয় কমানো উচিত, উচিত অপ্রয়োজনীয় প্রকল্পে খরচ কমানো৷

ছবি: picture alliance / dpa

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবেদনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪১ পয়সা বাড়াতে অনুমোদন দিচ্ছে৷ কমিশনের চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন জানান, এর ফলে সাধারণ গ্রাহক পর্যায়েও বিদ্যুতের দাম বাড়বে৷ আর তা এপ্রিল মাস থেকেই বাড়তে পারে৷

কিন্তু বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান - বিআইডিএস'এর গবেষণা পরিচালক অর্থনীতিবিদ ড. জায়েদ বখত ডয়চে ভেলেকে বলেছেন, এখন বিদ্যুতের দাম বাড়ানো ঠিক হবেনা৷ বিদ্যুতের দাম বাড়ানো হলে মূদ্রাস্ফিতি বাড়বে, বাড়বে জিনিস-পত্রের দাম৷ যা সাধারণ মানুষের জন্য অসহনীয় হয়ে পড়বে৷

তিনি বলেন, সরকারের উচিত হবে প্রশাসনের ব্যয় কমানো৷ একই সঙ্গে অপ্রয়োজনীয় এবং রাজনৈতিক বিবেচনায় যেসব প্রকল্পে রয়েছে, তার খরচ বন্ধ করতে হবে৷ আর বিদেশি সহায়তার অর্থ ব্যয়ে দক্ষতার পরিচয় দিতে হবে৷ এটা করলে বিদ্যুতের দাম এখন না বাড়িয়েও সরকার অর্থনীতি সামাল দিতে পারবে৷

সরকার গত বছরের ডিসেম্বর মাসে এবং চলতি বছরে দু'দফা বিদ্যুতের দাম পাইকারি পর্যায়ে বাড়িয়েছে৷ এখন পাইকারি প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৩ টাকা ৭৪ পয়সা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ