1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদ্যুৎ উৎপাদন বাড়াতে তরল গ্যাস আমদানির পরিকল্পনা

১৩ ডিসেম্বর ২০০৯

বিদ্যুৎ উৎপাদন দ্বিগুন করতে তরল প্রাকৃতিক গ্যাস ও কয়লা আমদানির পরিকল্পনা করেছে সরকার৷ এই জ্বালানি বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী৷

বিদেশী জ্বালানি কোম্পানীগুলোক টানতে চায় বাংলাদেশছবি: Wingas

আগামী ১৫ ও ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত লন্ডনের রোড শো সম্মেলনে অংশ নিতে যুক্তরাজ্য যাওয়ার আগে রোববার সকালে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন৷

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরও বলেন, ক্রমবর্ধমান চাহিদা মেটাতে চার হাজার ৩৫ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ১১টি প্রকল্পে ৫০০ কোটি ডলারের বিনিয়োগ আকর্ষনের জন্য বিদেশে তিনটি রোড শোর আয়োজন করেছে সরকার৷ বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদা সাড়ে ৫ হাজার মেগাওয়াটের মত৷ এর বিপরীতে গড় উৎপাদন দৈনিক তিন হাজার ৮০০ থেকে ৪ হাজার মেগাওয়াটের মত৷ গ্যাস সংকটের কারণে বর্তমানে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে জানিয়ে তৌফিক ই ইলাহী বলেন, আমরা গ্যাসের জন্য বিদ্যুৎ উৎপাদন করতে পারছি না৷ তাই তরল প্রাকৃতিক গ্যাস আমদানি করতে চাচ্ছি৷ প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, লন্ডনের পর আগামী ২৫ থেকে ২৮ জানুয়ারি সিঙ্গাপুর ও নিউইয়র্কে আরও দু'টি রোড শো করবে বাংলাদেশ৷ রোড শোতে বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশের বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাব্যতা ও সুফল তুলে ধরা হবে৷ তিনি বলেন, রোড শোতে অংশ নেওয়ার জন্য ৮০ জন বিনিয়োগকারী অনলাইনে নিবন্ধন করেছেন৷ এর মধ্যে ২৫ জন প্রবাসী বাংলাদেশীও আছেন৷

সংবাদ সম্মেলনে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশের মত লাভজনক দেশ আর নেই৷ এই বিষয়টাই বিনিয়োগকারীদের আমরা বোঝানোর চেষ্টা করব৷ বর্তমান আওয়ামী লীগ সরকার তাদের নির্বাচনী ইশতেহারে বিদ্যুৎ উৎপাদন ২০১১ সালের মধ্যে ৫ হাজার, ২০১৩ সালের মধ্যে ৭ হাজার এবং ২০২১ সালের মধ্যে বিশ হাজার মেগাওয়াটে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছিল৷ সংবাদ সম্মেলনে বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ জানান, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী এ বছরই জাতীয় গ্রিডে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে৷

প্রতিবেদক: সমীর কুমার দে, ঢাকা, সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ