1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদ্যুৎ খাতে ভর্তুকি লাগবে: আলমগীর কবির

২৪ ডিসেম্বর ২০১১

বাংলাদেশের বিদ্যুৎ খাতে সাড়ে ৭ হাজার কোটি টাকা ভর্তুকি লাগবে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড৷ ভর্তুকি না বাড়ালে এর উৎপাদন কমবে এবং আগামী গ্রীষ্মকালে লোডশেডিং বাড়বে, জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান৷

Auf dem Bild: Stromverbindungen in Bangladesch. Foto: A H M Abdul Hai, Bengali Redaktion, DW, Bonn. 27.08.2011
ফাইল ছবিছবি: DW

বর্তমান সরকার ক্ষমতায় এসে গ্যাসের স্বল্পতা ও কয়লার অনিশ্চয়তার কারণে জ্বালানি তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদনে মনোযোগ দেয়৷ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, ডিজেল ও ফার্নেস অয়েলে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোয় প্রতি ইউনিটে খরচ দুই টাকা বেড়ে গেছে৷ চলতি ডিসেম্বর থেকে বিদ্যুতের দাম বাড়লেও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান আলমগীর কবির বলেন, দেরি করে দাম বাড়ানোয় বরাদ্দের অতিরিক্ত ভর্তুকি লাগবে৷ তবে এতেও গ্রীষ্মকালে লোডশেডিং একটু বাড়তে পারে৷

বিশেষজ্ঞদের মতে, বিদ্যুতের উৎপাদন খরচ বাড়লে তার ব্যয় সরকারকেই বহন করতে হবে৷ জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম তামিম বলেন, আমাদের দেশে ২০ শতাংশর মত তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন হবে৷ সেখানে অবশ্যই মুল্য সমন্বয়ের দরকার আছে৷ তবে এই সমন্বয় করে আমরা দাম কত দূর নিতে পারব৷ মানুষের সামর্থ্যেরও তো একটা ব্যাপার আছে৷

আর এক জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন মনে করেন, জ্বালানি খাতের ভর্তুকির জন্য সরকার যদি সাড়ে ৫ হাজার কোটি টাকা রেখে থাকে তাহলে আরো দুই হাজার কোটি টাকা তাদের সংগ্রহ করতে হবে৷ তবে পিডিবিকেও বুঝতে হবে তারা তিন বছর চেয়েছে ডিজেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য, আর ফার্নেস অয়েলের জন্য ৫ বছর৷ আর এই মেয়াদ শেষ হলে তাদের সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ আনতে হবে৷

এতকিছুর পরও বিদ্যুৎ বিভাগ দাবি করেছে, আগামী কয়েক বছরের মধ্যে বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদনে গেলে গড় উৎপাদন খরচ কমতে থাকবে, আর ভর্তুকিও কমবে৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ