1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদ্যুৎ ঘাটতির বিরুদ্ধে মানুষের ক্ষোভ

৩ আগস্ট ২০১১

বাংলাদেশে রমজানের শুরুতেই বিদ্যুতের অসহনীয় লোডশেডিং সাধারণ মানুষকে বিক্ষুব্ধ করে তুলছে৷ কোন কোন এলাকায় দিনে ৮ থেকে ১০ বার লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন, ঘেরাও করেন বিদ্যুৎ অফিস৷

মানুষের ক্ষোভছবি: AP

বিদ্যুৎ প্রতিমন্ত্রী এই পরিস্থিতির কথা স্বীকার করে বলেছেন, দু'একদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে৷

বিদ্যুৎ না পেয়ে মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় ২ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ জনতা৷ আর কিশোরগঞ্জের বাজিতপুরে বিদ্যুৎ অফিসে আগুন ধরিয়ে দেয়া হয়৷ যশোরে বিদ্যুত অফিসের দুই কর্মকর্তাকে পিটিয়েছে বিক্ষুব্ধ জনতা৷ রাজধানীতে কোন কোন এলাকায় সেহরী আর ইফতারে সময় বিদ্যুৎ না থাকার অভিযোগ পাওয়া গেছে৷

রমজান মাসে সন্ধ্যা থেকে ভোর রাত ৪টা পর্যন্ত কোথাও আধা ঘণ্টা করে মোট ৩ বারের বেশি বিদ্যুতের লোড শেডিং করা হবেনা, দু'দিন আগে এমন ঘোষণা দিয়েছিল সরকার৷ কিন্তু এই ঘোষণার বাস্তব প্রতিফলন দেখা যায়নি৷ বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক এই বিদ্যুত সংকটের কথা স্বীকার করে বলেন শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে৷

এদিকে বিদ্যুতকে কেন্দ্র করে যাতে কেউ নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য বিদ্যুৎ কেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদার করার কথা বলেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু৷ তিনি বলেছেন যারা অতীতে বিদ্যুৎ দিতে পারেনি তারা নাশকতা করতে পারে৷

এই রমজানে সারাদেশে বিদ্যুতের মোট চাহিদা ৭ হাজার মেগাওয়াট৷ এর বিপরীতে বিদ্যুতের সরবরাহ আছে ৫ হাজার মেগাওয়াট৷ এই দুই হাজার মেগাওয়াট বিদ্যুত ঘাটতি নিয়েই চলতে হচ্ছে বিদ্যুত বিভাগকে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ