বিদ্যুৎ দিয়ে গাড়ি চালানোর ইতিহাস নতুন নয়৷ সাধারণ জ্বালানির বিকল্প হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে বিদ্যুতের ব্যবহার হচ্ছে দীর্ঘদিন ধরেই৷ বিশ্বের বিদ্যুৎ চালিত গাড়ির অর্ধেকই বিক্রি হয় চীনে৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০১২ সালে বায়ুদূষণজনিত কারণে চীনে দশ লাখেরও বেশি মানুষ মারা গেছে৷ বিদ্যুৎ চালিত গাড়ি ব্যবহারের মাধ্যমে এ প্রাণহানি ঠেকাতে চায় চীন৷
ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের এক পরিসংখ্যান বলছে ২০২৫ সালের মধ্যে দেশটিতে প্রতি পাঁচটি গাড়ির একটি হবে বিদ্যুৎচালিত৷ এই সংস্থার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ ভিডিওতে বলা হয়েছে, বিদ্যুৎচালিত গাড়ি ব্যবহারে ইউরোপের দেশগুলোও চীনের চেয়ে অনেক পিছিয়ে৷ ইউরোপে প্রতি ৭টি গাড়ির একটি বিদ্যুৎচালিত আর যুক্তরাষ্ট্রের প্রতি ১০টি গাড়ির একটি বিদ্যুৎ চালিত৷
সম্প্রতি চীনের কিছু শহরে পেট্রোল ও ডিজেলচালিত গাড়ি চালানোর উপর কিছু বিধি-নিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ৷ বিদ্যুৎ চালিত গাড়ির ব্যবহার বাড়াতে এ ধরনের গাড়ি নির্মাতাদের বিশেষ প্রণোদনা দেয় চীন সরকার৷ তবে বিশ্বব্যাপী বিদ্যুৎচালিত গাড়ির ব্যবহার বাড়ছে৷ পরিসংখ্যান বলছে ২০৩০ সাল নাগাদ সারা বিশ্বে বিদ্যুৎচালিত গাড়ির সংখ্যা হবে প্রায় ৩০ মিলিয়ন৷ তবে মজার বিষয় হচ্ছে,এ সময়ের মধ্যে চীনের মোট যানবাহনের তিন ভাগের দুই ভাগই হবে বিদ্যুৎচালিত৷ আশা করা হচ্ছে বিদ্যুৎচালিত গাড়ির ব্যবহার দেশটির বায়ুদূষন কমিয়ে আনবে, যা প্রাণহানি ঠেকাতে সহায়ক হবে৷
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এ ভিডিওটি এখন পর্যন্ত দেখা হয়েছে তিন লাখেরও বেশি বার৷
আরআর/এসিবি
প্যারিসে ই-কারের জয় জয়কার
এই মৌসুমে ইউরোপের কার শো শুরু হয়েছে প্যারিসে৷ বেশিরভাগ গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাদের ই-কার বা ইলেকট্রনিক গাড়ি নিয়ে উপস্থিত হয়েছে এবারের আয়োজনে৷ দেখুন গাড়ির অভিনব মডেলগুলো৷
ছবি: NetCarShow.com
প্যারিসের তারকা
ইলেকট্রনিক অ্যারিনায় জেনারেল মোটরের জার্মান ব্র্যান্ড ওপেলের ই-কার আমপেরা গতবার মোটেও জনপ্রিয়তা পায়নি৷ এই ফার্মটি এবার প্যারিসে নতুন অ্যামপেরা-ই ইলেকট্রিক কার পরিবেশন করছে৷ বলা হচ্ছে এটি একবার চার্জ করলে ৪০০ কিলোমিটার পর্যন্ত যায়৷ আর যদি সত্যিই তা হয় তবে এই গাড়িটি প্যারিস শোতে তারকা হতে বাধ্য৷
ছবি: GM Corp
বাভেরিয়া থেকে প্রতিযোগিতা
রেঞ্জের বিষয়ে সচেতন বিএমডাব্লিউ৷ অভিজাত এই গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির নতুন সংস্করণ আই-৩ এর রেঞ্জ ৩০০ কিলোমিটার, আগে যা ছিল ১৯০ কিলোমিটার৷ এছাড়া প্রদর্শনীতে প্রতিষ্ঠানটির নতুন মডেল এক্স-টু ও আছে৷
ছবি: BMW AG
ভল্ফসবুর্গের রহস্য
জার্মান গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফক্সওয়াগন প্যারিস মোটর শোতে কোন ই-কার প্রদর্শন করবে না বলে গুজব শোনা যাচ্ছিল৷ জার্মানির বৃহত্তর গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি শোতে আই.ডি কার পরিবেশন করেছে, একবার চার্জ করলে যেটি ৪০০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে৷
ছবি: picture-alliance/dpa/U.Deck
বৈদ্যুতিক দৃষ্টি আকর্ষণ
পোর্শে প্রদর্শন করেছে প্যানামেরা-৪ মডেল, যার অশ্বশক্তি ৫৫০৷ ঘণ্টায় ২৭৮ কিলোমটার চলতে পারবে গাড়িটি৷
ছবি: Porsche AG
কেবল ই-কারই নয়
মার্সিডিজ-বেনৎস তাদের ই-কার নিয়ে উপস্থিত হয়েছে প্যারিসে৷ এর মডেলটা ভীষণ স্মার্ট৷ কোম্পানিটি ৫০০ কিলোমিটার রেঞ্জের ইলেকট্রিক গাড়ি প্রদর্শন করতে আগ্রহী৷
ছবি: Daimler AG
প্যারিসের প্রতিযোগিতা
এটা খুবই স্বাভাবিক যে স্বাগতিক দেশ ফ্রান্স প্রতিযোগিতায় প্রথম হওয়ার চেষ্টা করবে৷ যেমনটা করছে বা সিত্রোয়েন, যাকে ফরাসি ভাষায় বলা হয় সিত্রঁ৷ তারা যে মডেলটির প্রদর্শন করছে, তার নাম সিএক্সপেরিয়েন্স বা ফরাসিতে সিএক্সপেরিয়ঁ৷
ছবি: Citreon
পরিবার বান্ধব
পিউগিওট ৫০০৮ এর মডেলটি ৪.৬৪ মিটার লম্বা৷ ভেতরে অনেক জায়গা, এমনকি ড্রাইভারের জন্যও বেশ জায়গা রয়েছে, যেটাকে বলে আই-ককপিট৷ তাই জন সংযোগ বিশেষজ্ঞরা এই গাড়িকে বলছেন ‘পরিবার বান্ধব’৷
ছবি: Peugeot
ফেরারি
ফেরারির প্রকৌশলীরা দারুণ একটা কাজ করেছিল গতবার, তারা ৮০০ অশ্বশক্তির একটি মডেল বানিয়েছিল৷ এবার তারা একটি ইলেকট্রিক ইঞ্জিন ইনস্টল করছে, যার ফলে এর শক্তিবৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে ৯৬৩ অশ্বশক্তি৷