1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন ব্যবস্থা ‘স্মার্ট গ্রিড’

জাহিদুল হক৯ নভেম্বর ২০১৩

প্রচলিত বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সঙ্গে ডিজিটাল ও তথ্য-প্রযুক্তির সংযোগ ঘটানোর নামই স্মার্ট গ্রিড৷ বিশ্বের কয়েকটি দেশে এই পদ্ধতি চালু হলেও বাংলাদেশে এখনও সেটা হয়নি৷ তবে এ বিষয়ে আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যেই৷

+++ FREI für Social Media +++ #35979355 - Strommast bei Sonnenuntergang Strommasten von Hochspannungsleitungen bei Sonnenuntergang. Am Horizont Windräder und links ein Kernkraftwerk. Electric power pylons at sunset. At the horizon wind turbines and a nuclear power plant.
ছবি: Fotolia/Thorsten Schier

আশির দশকে প্রযুক্তিবিদরা যখন বিদ্যুতের মিটার ‘আপগ্রেড' করার কথা ভাবছিলেন, তখন তাতে ইন্টারনেট সংযোগ দেয়ার কথা ভাবা হয়৷ এর ফলে ব্যবহারকারীরা চাইলে ইন্টারনেটের মাধ্যমে তাঁর বাড়িতে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ জানতে পারেন৷

জাপানের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল সায়েন্সেস'-এর বিজ্ঞানী ড. মশিউর রহমান ২০১১ সালের মার্চ মাসে প্রকাশিত এক প্রবন্ধে স্মার্ট গ্রিড নিয়ে আলোচনা করেন৷ তিনি জানান, স্মার্ট গ্রিডের সঙ্গে তথ্য প্রযুক্তির সংযোগ থাকায় দিনের একেক সময় বিদ্যুতের একেক দাম নির্ধারণ করা সম্ভব৷ যেমন পিক আওয়ারে হয়ত দাম বেশি রাখা হলো, আর অন্য সময় কম৷ তাহলে যেটা হবে যে, ব্যবহারকারীরা সেসব বিষয় বিবেচনা করে বিদ্যুৎ ব্যবহার করবে৷

এছাড়া কোন ইলেকট্রনিক পণ্য কতখানি বিদ্যুৎ ব্যবহার করছে, স্মার্ট গ্রিডের কারণে একজন ব্যবহারকারী সহজেই সেটা বুঝতে পারবেন৷ ফলে বিদ্যুৎ সাশ্রয়ের একটা চেষ্টা হয়ত তাঁর মধ্যে থাকতে পারে৷ এভাবে সব ব্যবহারকারী যদি বুঝেশুনে বিদ্যুৎ ব্যবহার শুরু করেন তাহলে মোটের ওপর অনেকখানি বিদ্যুতের সাশ্রয় হবে বলে মনে করেন ড. রহমান৷

তবে স্মার্ট গ্রিডের সবকিছুই যে ভালো তা নয়৷ এর বিপক্ষেও অনেক কথা রয়েছে৷ যেমন স্মার্ট গ্রিডের সঙ্গে কম্পিউটার আর ইন্টারনেটের সংযোগ থাকায় এর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন রয়েছে৷ সমালোচকরা বলছেন, এর ফলে কেউ চাইলে প্রযুক্তিতে দক্ষ কেউ দূর থেকে আরেকজনের বিদ্যুৎ লাইন বন্ধ করে দিতে পারে৷ কিংবা একজনের অগোচরে তার বিদ্যুৎ ব্যবহার করতে পারে৷

বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ, ক্যানাডা, চীন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কোরিয়া সহ কয়েকটি দেশে স্মার্ট গ্রিড ব্যবস্থা চালু আছে৷

২০০৯ সালে স্মার্ট গ্রিড সংশ্লিষ্ট খাতের বাজার ছিল ৬৯.৩ বিলিয়ন ডলার৷ আগামী বছর সেটা বেড়ে হতে পারে ১৭১.৪ বিলিয়ন৷

বাংলাদেশ পরিস্থিতি

ত্রুটিপূর্ণ বিদ্যুত বিতরণ ব্যবস্থা বাংলাদেশের একটি বহুল আলোচিত বিষয়৷ স্মার্ট গ্রিড সেক্ষেত্রে হতে পারে একটি অন্যতম সমাধান৷ ইতিমধ্যে এর বিভিন্ন দিক নিয়ে সভা, সেমিনারে আলোচনা শুরু হয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ