বিদ্যুৎ সংকট, পানি দূষণ আর ডায়েরিয়ার প্রকোপ
৩১ মার্চ ২০১০আটক এক তরুণ
আপনিইতো এই মাত্র বলে দিলেন আলোচনার বিষয়গুলো৷ বর্তমানে বিদ্যুৎ সংকট সবচেয়ে বড় আকার ধারণ করেছে বাংলাদেশে, সেইসঙ্গে রাজধানী ঢাকায় চলছে তীব্র পানি সঙ্কট৷ পত্রিকাগুলো এসব খবর বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে৷ তবে এসবের বাইরে একটি ভিন্ন খবর প্রধান শিরোনাম করেছে বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কম৷ রাজধানী ঢাকার কলাবাগানে কয়েকদিন আগে এক তরুণ তার বান্ধবী এবং বান্ধবীর মা-বাবাকে ছুরি মেরে গুরুতর জখম করেছিল৷ সেই তরুণ গতকাল আটক হয়েছে৷ বিষয়টি নিয়ে বেশ রহস্যের সৃষ্টি হয়েছে বলেও জানাচ্ছে বিডিনিউজ৷
ডায়েরিয়ার প্রকোপ
দৈনিক ইত্তেফাক আজকে বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে ডায়েরিয়ার খবর৷ তাদের শিরোনাম, ‘রাজধানীতে ডায়েরিয়ার প্রকোপ'৷ পত্রিকাটির দাবি, ঢাকায় ওয়াসার ময়লা এবং দুর্গন্ধযুক্ত পানি ব্যবহারের ফলে ডায়েরিয়ার আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ৷ গত দুই সপ্তাহ ধরে এই রোগের প্রকোপ বেড়েছে৷ তবে ওয়াসা কর্তৃপক্ষ এই বিষয় দ্বিমত পোষণ করলেও স্বীকার করেছে রাজধানীর কিছু এলাকায় দুর্গন্ধময় ও ময়লাযুক্ত পানি সরবরাহ করা হচ্ছে, জানিয়েছে ইত্তেফাক৷
কেন্দ্রীয় ব্যাংকে সৌরবিদ্যুৎ
প্রায় সব পত্রিকাই বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে৷ আমরা গতকাল আলোচনায় বলেছিলাম সার কারখানার গ্যাস যাচ্ছে বিদ্যুৎ কেন্দ্রে৷ আর সেই গ্যাস দিয়ে বিদ্যুৎ পেতে নাকি আরো দু'দিন সময় লাগবে৷ এমনটাই জানাচ্ছে পত্রিকাগুলো, তবে দৈনিক প্রথম আলো ইন্টারনেট সংস্করণে দিয়েছে আরেক খবর৷ শিরোনাম, ‘কেন্দ্রীয় ব্যাংকে সৌরবিদ্যুৎ কার্যক্রম শুরু'৷ অর্থাৎ বিদ্যুৎ সংকট নিরসনে বিকল্প জ্বালানী তথা সৌর বিদ্যুৎ ব্যবহার শুরু করেছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক৷ এটি বেশ ভালো একটি খবর, এর আগে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এধরণের উদ্যোগের খবর শুনেছিলাম৷ দেখা যাক, এরফলে বিদ্যুতের সংকট কিছুটা কমে কিনা৷
প্রতিবেদক: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী