1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিনিদ্র রজনী

১৯ অক্টোবর ২০১২

সারা রাত জেগে থাকে বলে আলাদা সুনাম আছে কায়রোর৷ কিন্তু সরকারের পরিকল্পনা বাস্তবায়িত হলে রাত গভীর হওয়ার অনেক আগেই আঁধার নামবে সেখানে৷ এ নিয়ে মহা দুশ্চিন্তায় মিশরের জনগণ৷

ছবি: AP

গত বছর অন্যরকম এক স্বীকৃতি পেয়েছে মিশরের রাজধানী কায়রো৷ সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ‘বাডো' এ নগরীর নাম দিয়েছিল ‘মোস্ট টোয়েন্টিফোর আওয়ার সিটি'৷ এমনি এমনি দেয়নি এ নাম৷ বিশ্বের আর সব শহরের চেয়ে কায়রোই যে পুরো বছরে সবচেয়ে বেশি রাত জেগেছিল!

কায়রো নগরী সারারাত জাগে৷ দোকান-পাট, হোটেল – সবই খোলা থাকে সারারাত৷ কিন্তু আর বেশি দিন নয়৷ এ মাসের শেষের দিকেই সরকারের তরফ থেকে আসতে পারে নতুন ঘোষণা, বলা হতে পারে, আজ থেকে দেশের সব দোকানপাট রাত দশটায় আর হোটেল-রেস্তোরাঁ মাঝরাতে বন্ধ করতে হবে৷ সরকার এ সিদ্ধান্ত নিচ্ছে মূলত বিদ্যুতের খরচ কমাতে৷ কিন্তু এমন পরিকল্পনার কথা প্রচার মাধ্যমে আসামাত্রই শুরু হয়েছে বিরূপ সমালোচনা৷  রাত গভীর হওয়ার আগে সরকারের ঠিক করে দেয়া নিয়ম মেনে বাড়ি ফিরতে বাধ্য হবেন – এটা মানতেই পারছেন না অনেকে৷

আপত্তির অনেক কারণও দেখাচ্ছেন তাঁরা৷ বিশেষ করে দিনে যারা অল্প বেতনের চাকরি করেন,  তাঁরা রাতে একটু বাড়তি রোজগারের পথ বন্ধ হয়ে যাবে ভেবে শঙ্কিত৷ সেই শঙ্কা থেকেই কায়রোর এক রেস্তোরাঁর ওয়েটার আহমেদ ফারাক বলছিলেন, ‘‘এটা খুবই বাজে একটা পরিকল্পনা৷ এখানে বেশির ভাগ লোক আসতে শুরু করে রাত নয়টার পর৷ আমরা কি তাঁদের লাথি মেরে বের করে দেবো?''

৬৩ বছর বয়সি আহমেদ মাহমুদ সরকারের উদ্দেশ্য বিদ্রুপ ছুড়ে দিয়ে বললেন, ‘‘ওরা রাতারাতি দেশটাকে সুইজারল্যান্ড বানাতে চায়৷ এখন এই ঘোষণা দেবে, দু দিন পর হয়তো আমাদের হাতে ঘুমের ওষুধ দিয়ে বলবে – যাও ঘুমিয়ে পড়ো৷''

কিন্তু মিশরের স্থানীয় উন্নয়ন মন্ত্রী  আহমেদ জাকি বদর মনে করেন, সবাই বিদ্রুপ আর সমালোচনা করছেন, না বুঝে৷ দোকানপাট আগেভাগে বন্ধ করে দিলে কী কী লাভ হবে তা বোঝাতে গিয়ে তিনি বললেন, ‘‘এই সিদ্ধান্ত কার্যকর হলে বিদ্যুতের খরচ তো কমবেই, সঙ্গে মানুষের কাজের মূল্যায়নও হবে নতুন করে৷ সুবিধাও তো অনেক৷ রাস্তাগুলো রাতে শান্ত থাকবে৷ পরিচ্ছন্নতাকর্মীরা নির্বিঘ্নে কাজ করতে পারবে৷''

কেউ কেউ কিন্তু সরকারের প্রতি নিজেদের সমর্থনের কথাও জানাচ্ছেন স্বতস্ফূর্তভাবে৷ জুতোর দোকানের ম্যানেজার ইহাব মোহাম্মদও তাঁদের একজন৷ আগেভাগে দোকান বন্ধ হলে বাড়ি ফিরে পরিবারকে বাড়তি সময় দিতে পারবেন ভেবেই তিনি মহাখুশি৷

এসিবি/এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ