1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া পরিস্থিতি

১৭ সেপ্টেম্বর ২০১২

সিরিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার লক্ষণ দেখা যাচ্ছেনা৷ জাতিসংঘের তদন্ত দল বলছে, সেখানে সরকার বিরোধী সশস্ত্র বাহিনীর সঙ্গে জিহাদি দলগুলোর মতো কিছু বাইরের শক্তিরও যোগ দেয়ার তথ্য পাওয়া গেছে৷

Residents and members of the Free Syrian Army put out a fire caused by a jet shelling in Aleppo's district of al-Shaar September 16, 2012. REUTERS/Zain Karam (SYRIA - Tags: CONFLICT)
ছবি: Reuters

তদন্ত দলের প্রধান, ব্রাজিলের কূটনীতিক পাউলা সার্জিও পিনেইরো জেনেভায় আরো জানান, গত ১৮ মাসে সিরিয়ায় ২৩ হাজারের মতো প্রাণহানির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে৷ সে দেশের সরকার গত বছরের মার্চ থেকে শুরু হওয়া বিদ্রোহের পেছনে উপসাগরীয় অঞ্চল এবং পশ্চিমা বিশ্বের কিছু দেশের ইন্ধন রয়েছে বলে আগে থেকেই দাবি করে আসছে৷

এদিকে সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করার জন্য গড়া আন্তর্জাতিক দলের প্রধান লাখদার ব্রাহিমির সোমবার কায়রোতে আরব লিগ প্রধান নাবিল-আল আরাবির সঙ্গে আলোচনায় বসার কথা৷ আরব লিগের এক কর্মকর্তা জানান, এ সময় ব্রাহিমি সিরিয়া সফর এবং প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে আলোচনার বিষয়টিই মূলত তুলে ধরা হবে৷

শান্তি প্রক্রিয়ার পাশাপাশি সিরিয়া তুমুল যুদ্ধও চলছে৷ বাশার আল আসাদের অনুগত বাহিনী আলেপ্পো থেকে বিদ্রোহীদের হঠিয়ে দিয়েছে বলে দাবি করছে৷

এসিবি / এসবি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ