1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অপরাধকলম্বিয়া

বিদ্রোহীদের সংঘর্ষে শতাধিক নিহত, কলম্বিয়ায় ‘জরুরি অবস্থা'

২১ জানুয়ারি ২০২৫

মাদকপাচারের নানা রুটের দখল নিয়ে সংঘাতে কলম্বিয়ায় এ পর্যন্ত ১০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘জরুরি অর্থনৈতিক অবস্থা' জারি করা হয়েছে ৷

কলম্বিয়ার সড়কে কয়েকজন সেনাসদস্য
কলম্বিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যুদ্ধের কারণে হাজার হাজার মানুষ দেশত্যাগে বাধ্য হয়েছেনছবি: Schneyder Mendoza/AFP

একদিকে বামঘেঁষা ইএলএন, অন্যদিকে এফএআরসি- এই দুই গ্যাংয়ের সংঘর্ষে মৃত্যুর মিছিল চলছে কলম্বিয়ায়৷

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বামপন্থি ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) ও রেভ্যুলিউশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (এফএআরসি বা ফার্ক)-এর মধ্যে চলছে সংঘর্ষ৷ এ কারণে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ‘জরুরি অর্থনৈতিক অবস্থা' ঘোষণা করা হয়৷ সহিংসতায় শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে, ঘরছাড়া হয়েছেন প্রায় ২০ হাজার মানুষ৷

পরিস্থিতি নিয়ন্ত্রণে কলম্বিয়ার প্রেসিডেন্ট ইতিমধ্যে ‘স্টেট অব ইন্টার্নাল কমোশন' এবং ‘স্টেট অব ইকোনমিক ইমার্জেন্সি' ঘোষণা করেন৷

‘স্টেট অব ইকোনমিক ইমার্জেন্সি', অর্থাৎ ‘জরুরি অর্থনৈতিক অবস্থা' ঘোষণার ফলে আগামী তিনমাস, সরকারের নির্বাহী বিভাগ সংসদের অনুমোদন ছাড়াই কিছু আইন পাস করতে পারবে৷

এসএস/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ