1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব গাদ্দাফির

২৮ আগস্ট ২০১১

একসময় যে বিদ্রোহীদের কথা শুনলেই ক্ষেপে উঠতেন গাদ্দাফি এখন তাদের সঙ্গেই আলোচনায় বসার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি৷ এদিকে তাঁর জন্মস্থান সির্ত দখলের পথে রয়েছে বিদ্রোহীরা৷

গাদ্দাফি কোথায়?ছবি: dapd

প্রস্তাব

গাদ্দাফির প্রস্তাবের কথা জানিয়েছেন মুসা ইব্রাহিম, যিনি গাদ্দাফি সরকারের মুখপাত্র ছিলেন৷ মাত্র ক'দিন আগেই যাকে ঘনঘন টেলিভিশনে দেখা যেত৷ সেই মুসা ইব্রাহিম মার্কিন বার্তা সংস্থা এপি'কে জানিয়েছেন যে, বিদ্রোহীদের পরিষদ এনটিসি'র সঙ্গে মিলে একটা মধ্যবর্তী সরকার গঠনের ব্যাপারে কথা বলতে চান গাদ্দাফি৷ এবং এই আলোচনায় নেতৃত্ব দেবেন তাঁর সন্তান শাদি গাদ্দাফি৷ মুসা ইব্রাহিম এপিকে বলেন গাদ্দাফি এখনো লিবিয়াতেই আছেন৷

প্রতিক্রিয়া

বিদ্রোহীরা সরাসরি বলে দিয়েছে যে, কোনো ধরনের আলোচনার আগে গাদ্দাফিকে আত্মসমর্পণ করতে হবে৷ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেছেন, গাদ্দাফি যে প্রস্তাব এখন দিচ্ছেন, সেটা দেয়ার সময় অনেক আগেই পেরিয়ে গেছে৷

মুসা ইব্রাহিম বলছেন গাদ্দাফি লিবিয়াতেই আছেনছবি: dapd

হত্যা

বিভিন্ন বার্তা সংস্থা বলছে ত্রিপোলি পতনের আগে গাদ্দাফির সৈন্যরা অনেককে হত্যা করেছে৷ মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে ত্রিপোলির পতন হচ্ছে ধরে নিয়ে গাদ্দাফির সেনারা তাদের হাতে বন্দি থাকা অনেককে সহ সাধারণ মানুষকেও গণহারে হত্যা করেছে৷ যেমন গাদ্দাফি যে প্রাসাদে থাকতেন তার পাশে থাকা নদীর পাড়ে ১৮ জনের লাশ পাওয়া গেছে যাদের দুজনের আবার দুই হাত পেছনে বাঁধা ছিল৷ এছাড়া পাশের অস্থায়ীভাবে নির্মিত একটি ক্লিনিকে ২৯ জনের লাশ পাওয়া গেছে৷ এদিকে ত্রিপোলির দক্ষিণে একটি পুড়ে যাওয়া ওয়্যারহাউসে ৫০ টিরও বেশি মৃতদেহ পাওয়া গেছে৷

সির্ত'এর নিয়ন্ত্রণ

সির্ত এর নিয়ন্ত্রণ পাওয়াটা বিদ্রোহীদের জন্য গুরুত্বপূর্ণ এই কারণে যে, শহরটির অবস্থান লিবিয়ার পূর্ব ও পশ্চিমাঞ্চলের মধ্যে৷ অর্থাৎ পুরো লিবিয়াকে এক করতে হলে মাঝের এই শহরটির নিয়ন্ত্রণ পেতেই হবে৷ এই লক্ষ্যে এখন সির্ত এর গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে যাচ্ছে বিদ্রোহীরা৷ কারণ তারা শান্তিপূর্ণভাবে  শহরটির নিয়ন্ত্রণ পেতে চায়৷ বিদ্রোহীরা বলছে যদি আলোচনায় কোনো ফল না আসে তাহলে সামরিক উপায়ে শহরের দখল নেয়া হবে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ