1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদ্রোহী নজরুলের প্রেমগীত রচনা

২৯ মে ২০১২

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৩ তম জন্মবার্ষিকী পালিত হলো শুক্রবার৷ একই সঙ্গে কবির ‘বিদ্রোহী' কবিতা রচনারও ৯০ বছর পালন করা হচ্ছে এ বছর৷ এ ধরণের কবিতা লেখায় নজরুল পরিচিতি পেয়েছেন ‘বিদ্রোহী কবি' হিসেবে৷

ছবি: Fotolia/zorana

কিন্তু তাঁকে শুধু এই নামে ডাকলে নজরুলের প্রতি যেন এক ধরণের অনাচার করা হয়৷ কেননা প্রেম নিয়ে তাঁর রয়েছে অসাধারণ সব কবিতা আর গান৷ ‌এমনকি ‘বিদ্রোহী' কবিতাতেও তিনি প্রেমের কথা উল্লেখ করেছেন৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলছেন, বিদ্রোহী কবিতায় একইসঙ্গে বিদ্রোহী ও প্রেমিক নজরুলকে পাওয়া যায়৷ তিনি বলেন, ‘‘মম এক হাতে-বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণ-তূর্য্য....কবিতার এই লাইনের মধ্য দিয়ে বোঝা যায় যে, কবি তাঁর প্রেমকে, প্রেয়সীকেও উপেক্ষা করেন নি৷''

ছবি: Harun Ur Rashid Swapan

তবে প্রেমিক নজরুলের আসল পরিচয় পাওয়া যায় তাঁর রচিত গানগুলিতে৷ প্রেম-বিরহ, ব্যর্থতা, আশা, নিরাশার অনুভূতি প্রকাশে নজরুলের কোনো জুড়ি ছিল না৷ তাঁর প্রেমসংগীতগুলোর বাণী ও সুর এককথায় অনবদ্য৷

নজরুল তাঁর জীবনে তিন হাজারেরও বেশি গান রচনা করেছেন৷ এর মধ্যে রয়েছে ভক্তিমূলক গান, প্রকৃতি বন্দনা ও দেশাত্মবোধক গান; রয়েছে রাগপ্রধান গান, হাসির গান, ব্যাঙ্গাত্মক গান, সমবেত সংগীত, রণ সংগীত ইত্যাদি৷ নজরুল রচিত প্রণয়গীতিগুলো সে যুগে যেমন তেমনি এখনও আজকালকার তরুণ-তরুণীদের হৃদয়ে ঢেউ তোলে৷

প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ