করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি ও তা গোটা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে আগামী চার মে দাতা সম্মেলন আহ্বান জানিয়েছেন ইইউ কমিশনের চেয়ারম্যান উরসুলা ফন ডেয়ার লায়েন৷
বিজ্ঞাপন
করোনা ঠেকাতে আরোপ করা বিধিনিষেধ শিথিল করতে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)৷ তবে, দেশভেদে পরিস্থিতি ভিন্ন হওয়ায় সবার জন্য অভিন্ন উদ্যোগ গ্রহণ সম্ভব নয়৷
ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লায়েন বুধবার করোনা ভাইরাসের কারণে সংশ্লিষ্ট অঞ্চলে জারি করা নানা বিধিনিষেধ তুলে নেয়ার রুপরেখা প্রকাশ করেছেন৷ এ সংক্রান্ত ১৪ পৃষ্ঠার ডকুমেন্টে লায়েন বলেছেন যে ‘‘যদিও এটা পরিষ্কার যে স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে দীর্ঘ সময় লাগবে, এটাও ঠিক যে আমরা এসব অস্বাভাবিক বিধিনিষেধ অনির্দিষ্টকালের জন্য বহাল রাখতে পারবো না৷’’
তবে, ফন ডেয়ার লায়েন স্বীকার করেছেন যে ইউরোপ মহাদেশে জারিকৃত লকডাউন কার্যকর প্রমাণিত হয়েছে৷ একইসঙ্গে এই উদ্যোগ অর্থনীতিতে এক বড় ধাক্কা দিয়েছে এবং জনজীবনের উপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে৷ ইইউ কর্মকর্তারা ধারণা করছেন করোনার কারণে ইউরোজোনের অর্থনীতি এই বছর দশ শতাংশের মতো ছোট হয়ে যেতে পারে৷ সেক্ষেত্রে ১৯২০ সালের দিকে গোটা বিশ্বে অর্থনৈতিক সংকটের পর এটাই হবে অর্থনৈতিক সমৃদ্ধির পথে সবচেয়ে বড় নিম্নগতি৷
করোনার বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্বে যে নারীরা
বিশ্বের কয়েকজন নারী নিজেদের অবস্থান থেকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন৷ দেখুন ছবিঘরে...
ছবি: picture-alliance/ZUMAPRESS/W. Berrazeg
আঙ্গেলা ম্যার্কেল
‘জার্মানির ৬০ ভাগ নাগরিক করোনা ভাইরাসে সংক্রমিত হতে পারেন’ সরাসরি এমন মন্তব্য করে প্রথমে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে এসেছিলেন জার্মান চ্যান্সেলর৷ তারপর করোনা সংকটকে জার্মানির জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সংকট হিসেবে বর্ণনা করে দেশবাসীকে সতর্ক করে দেন ম্যার্কেল৷সংকট মোকাবেলায় তার সব পদক্ষেপের প্রশংসা হচ্ছে৷ করোনায় কম মৃত্যুহারের জন্য জার্মানির প্রশংসার সময়ও আসছে তার নাম৷
ছবি: Reuters/M. Schreiber
মারলিন আড্ডো
জার্মানির হামবুর্গ-এপেনডর্ফ মেডিকেল সেন্টারে নিজের দলের সঙ্গে কোভিড ১৯ ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টায় ব্যস্ত এখন মারলিন আড্ডো৷ ভায়রোলজিস্ট মারলিন এর আগে ইবোলা ভাইরাস এবং মার্স করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করেছেন৷
ছবি: Privat
জাসিন্ডা আর্দার্ন
প্রধানমন্ত্রী জাসিন্দার নেতৃত্বে করোনাভাইরাসকে এখনো হুমকি হতে দেয়নি নিউজিল্যান্ড৷ প্রথমে সীমান্ত বন্ধ করে দেন তিনি৷ বিদেশ থেকে আসা প্রায় বন্ধ করে ঘোষণা দেন, কেউ এলে তাকে সেল্ফ কোয়ারান্টিনে থাকতে হবে দুই সপ্তাহ৷ মাত্র ৬ জনের দেহে সংক্রমণ ধরা পড়ার পরই সারাদেশে ঘোষণা করেন লকডাউন৷ ফলাফল এখনো মাত্র১০২ জনের দেহে সংক্রমণ এবং একজনেরও মৃত্যু না হওয়া৷
ছবি: picture-alliance/AP Photo/N. Perry
জুং ইউন কিয়ং
দক্ষিণ কোরিয়ার সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পরিচালক তিনি৷ তবে এই পরিচয় ছাপিয়ে এখন সবাই তাকে'জাতীয় বীর' হিসেবে চেনে৷ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর রাতের ঘুম ভুলে গিয়েছিলেন, সহকর্মীদের অনুরোধেও অফিস ছাড়তে চাইতন না৷ সবার জন্য করোনা-পরীক্ষা নিশ্চিত করায় আন্তরিক পদক্ষেপ নিয়ে সংকট নিয়ন্ত্রণে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই নারী৷
ছবি: picture-alliance/Yonhapnews Agency
মেটে ফ্রেদেরিকসেন
ডেনমার্কের প্রধানমন্ত্রী নিজের দেশে করোনা ভাইরাসের বিরুদ্ধে কঠোর নীতি অবলম্বন করে আসলে ইউরোপকেও পথ দেখিয়েছেন৷ মার্চের মাঝামাঝি থেকেই করোনা সংক্রমণ রোধে কঠোর ব্যবস্থা নিয়েছেন তিনি৷
ছবি: Reuters/Ritzau Scanpix
সাই ইং-ওয়েন
তার দেশ তাইওয়ানে করোনাভাইরাস ভয়াবহ সংকটের জন্ম দেবে বলে আশঙ্কা ছিল বিশেষজ্ঞদের৷ কিন্তু চীনে সংক্রমণ বাড়া শুরু হতেই চীন, হংকং এবং ম্যাকাও থেকে কারো তাইওয়ানে প্রবেশ নিষিদ্ধ করে তার সরকার৷ তারপর পর্যায়ক্রমে নেয়া হয় কর্নার সংক্রমণ রোধের আরো কিছু কঠোর পদক্ষেপ৷ তার সুযোগ্য নেতৃত্বের কারণে তাইওয়ানে করোনাভাইরাস এখনো বড় আতঙ্ক হয়ে ওঠেনি৷
ছবি: picture-alliance/ZUMAPRESS/W. Berrazeg
6 ছবি1 | 6
ইইউ কমিশনের প্রেসিডেন্ট সদস্য দেশগুলোর মধ্যে উত্তেজনা কমাতেও উদ্যোগী হয়েছেন৷ তিনি সদস্য রাষ্ট্রগুলোকে সতর্ক করে জানিয়েছেন, সমন্বিত উদ্যোগ গ্রহণ না করে বিচ্ছিন্নভাবে নিষেধাজ্ঞা তুলে নিলে তা সবার জন্যই ক্ষতিক হতে পারে৷ তিনি আশা করছেন, করোনার কারণে যেসব ইইউ রাষ্ট্র সীমান্ত বন্ধ করে দিয়েছে এবং ভ্রমণে বিধিনিষেধ আরোপ করেছে তাও নিয়ন্ত্রিতভাবে আসন্ন সপ্তাহগুলোতে ধীরে ধীরে তুলে নেয়া হবে৷
নিষেধাজ্ঞা তুলে নিলে করোনা সংক্রমণের হার যাতে আবারো বেড়ে না যায় সেজন্য তিনটি শর্ত পূরণের কথাও বলেছে ইইউ কমিশন৷ সেগুলো হচ্ছে, নিষেধাজ্ঞা তোলার আগে নিশ্চিত হতে হবে যে জাতীয় স্বাস্থ্য সেবাখাতগুলোর উপর বাড়তি চাপ নেই, সংক্রমণের হার কমেছে এবং যাদের ঝুঁকি বেশি তাদের নিরাপত্তায় বাড়তি উদ্যোগ গ্রহণ সম্ভব হবে৷
অস্ট্রিয়া এবং ডেনমার্ক ইতোমধ্যে জনসাধারণের উপর আরোপকৃত কিছু নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিয়েছে৷ অন্যদিকে, স্পেন এবং ফ্রান্স বিধিনিষেধ জারি রাখছে৷ আবার কিছু দেশ এখনো আন্তর্জাতিক ফ্লাইট চালু রেখেছে৷
এআই/কেএম (এএফপি, ডিপিএ)
করোনা সংকটে খালি আমস্টারডাম
নেদারল্যান্ডসের আমস্টারডাম শহর বহু বছর ধরে পর্যটকদের ঢল সামলাতে হিমশিম খেয়েছে৷ করোনা সংকটের ফলে এর ঠিক বিপরীত চিত্র দেখা যাচ্ছে৷ কাজেই হোটেল-রেস্তোরাঁর মালিকদের মাথায় হাত৷
ছবি: picture-alliance/dpa/S. Lederer
খালি ট্রেন, খালি স্টেশন
আমস্টারডাম শহরের প্রধান স্টেশন এখন প্রায় চেনাই যায় না৷ স্বাভাবিক অবস্থায় নিত্যযাত্রী ও পর্যটকদের ভিড়ে ঠাসা এই স্টেশ আজ প্রায় মানবশূন্য৷ একটি হিসেব অনুযায়ী ২০১৮ সালে দিনে প্রায় এক লাখ ৯২ হাজার মানুষ যাতায়াত করেছে৷
ছবি: SW/S. Derks
ফুলের সাজ দেখার কেউ নেই
প্রতি বছরের মতো এবারও বসন্তে সারা দেশ টিউলিপ ফুল ভরে গেছে৷ আমস্টারডাম শহরে টিউলিপ উৎসব পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ হলেও চলতি বছর কারো দেখা নেই৷ এখন সেখানে গেলে নিরিবিলিতেই এই সব ফুলের সৌন্দর্য উপভোগ করা সম্ভব৷
ছবি: picture-alliance/dpa/S. Lederer
পাখির চোখে শহর
কে বলে শহর খালি হয়ে গেছে? পর্যটকদের বদলে কবুতরের ভিড়ই বা মন্দ কী! শহরের কেন্দ্রস্থলে পর্যটকদের জন্য আকর্ষণীয় জায়গাগুলিতে আপাতত শুধু কবুতরেরই দেখা পাওয়া যাচ্ছে৷ আমস্টেল নদীর উপর ‘ডাম’ বা বাঁধের সুবাদেই মধ্যযুগে শহরের নামকরণ হয়েছিল৷
ছবি: SW/S. Derks
পাড়েই থাকবে নৌকা
কেন্দ্রস্থলের খালগুলি আমস্টারডামের শিরা-উপসিরার মতো৷ সেখানে স্থানীয় মানুষ ও পর্যটকদের ভিড় লেগেই থাকে৷ আপাতত নৌকাগুলি খালপাড়েই নোঙর করা রয়েছে৷ বসন্তের বাতাসে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় কর্তৃপক্ষ মানুষের ঢল বন্ধ রেখেছে৷ সরকারি নির্দেশ অমান্য করলে নৌকার মালিককে ৩৯০ ইউরো জরিমানা গুনতে হবে৷
ছবি: SW/S. Derks
নেশার বস্তু কম পড়লে চলবে না!
গঞ্জিকা সেবন সংক্রান্ত উদার আইনের সুযোগ নিয়ে অনেক দেশের মানুষ আমস্টারডামের ‘কফি শপ’-এ ভিড় করেন৷ কিন্তু স্কুল ও কিন্ডারগার্টেনের মতো রেস্তোরাঁও বন্ধ রাখা হয়েছে৷ কফি শপও ব্যতিক্রম নয়৷ কিন্তু সেই পদক্ষেপ ঘোষণার পরেই পর্যাপ্ত গাঁজা সংগ্রহ করতে মানুষ অনেক দোকানে লাইন দিয়েছিলেন৷
ছবি: SW/S. Derks
রেড লাইটের বদলে লাল পর্দা
আমস্টারডামের বিখ্যাত যৌনপল্লিও করোনা সংকটের জের ধরে বন্ধ রয়েছে৷ শহর কর্তৃপক্ষ দেহ ব্যবসার উপরেও বিধিনিষেধ চাপিয়েছে৷ কমপক্ষে ২৮শে এপ্রিল পর্যন্ত সেলুন ও বিউটি পার্লারের পাশাপাশি যৌনপল্লিও বন্ধ থাকবে৷
ছবি: SW/S. Derks
কেনাকাটার সীমিত সুযোগ
কড়া বিধিনিয়ম মানার শর্তে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটার জন্য সুপারমার্কেটের মতো কিছু দোকানবাজার খোলা রাখা হয়েছে৷ তবে কিছু এলাকায় পরিস্থিতি সামান্য হলেও স্বাভাবিক হচ্ছে৷ কয়েক সপ্তাহ আগে মানুষ আতঙ্কে অতিরিক্ত কেনাকাটা শুরু করায় প্রধানমন্ত্রী মার্ক রুটে বিরক্ত হয়ে বলেছিলেন, কমপক্ষে দশ বছরের জন্য প্রয়োজনীয় টয়লেট পেপার মজুত রয়েছে৷
ছবি: SW/S. Derks
রানির কাছ থেকে উৎসাহ
বিশ্বের অনেক প্রান্তের মতো আমস্টারডামেও রেস্তোরাঁ-মালিকদের মাথায় হাত৷ ব্যবসা উঠে যাবার আশঙ্কা করছেন অনেকে৷ তাঁদের উৎসাহ দিতে নেদারল্যান্ডসের রানি মাক্সিমা ইস্টারের ঠিক আগে কয়েকজন রেস্তোঁরা মালিক ও শিল্পের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন৷ অর্থনীতি নিয়ে উচ্চশিক্ষার সুবাদে রানি নিজে দেশের শিল্প সংক্রান্ত কমিটর সদস্য বটে৷
ছবি: picture-alliance/ANP/P. van Katwijk
নিঃসঙ্গ শিল্পকর্ম
শুধু ফুর্তির কারণে নয়, সংস্কৃতির প্রাণকেন্দ্র হিসেবেও আমস্টারডামের যথেষ্ট সুনাম রয়েছে৷ ফান গখ মিউজিয়াম, আনে ফ্রাংক হাউস, রাইক মিউজিয়াম পর্যটকদের কাছে বড় আকর্ষণ৷ করোনা সংকটের জের ধরে মিউজিয়াম, থিয়েটার, কনসার্ট – সব বন্ধ রয়েছে৷ তবে ফান গখ মিউজিয়াম ‘ভারচুয়াল ট্যুর’-এর সুযোগ করে দিচ্ছে৷
ছবি: picture-alliance/dpa/R. de Waal
খালি ট্রেনে ঘোরার মজা
পেশার কারণে যাঁদের সংকট সত্ত্বেও কাজে যেতে হচ্ছে, পর্যটকদের ভিড় না থাকায় তাঁদের সুবিধাই হচ্ছে৷ এত খালি ট্রামবাস ও ট্রেন প্রায় কখনোই দেখা যায় না৷ আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেললেও পর্যটকরা বেশিদিন দূরে থাকলে আখেরে ব্যবসাবাণিজ্যের ক্ষতি হবে, সে বিষয়েও সবাই সচেতন৷