1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিনা পারিশ্রমিকেই প্রথম হলিউড ছবিতে অমিতাভ বচ্চন

১২ সেপ্টেম্বর ২০১১

বলিউড তারকা অমিতাভ বচ্চন তাঁর দীর্ঘ অভিনয় জীবনে এই প্রথম একটি হলিউড ছবিতে কাজ করবেন৷ তবে ছোট্ট এই ভূমিকার জন্য কোনো পারিশ্রমিক নেবেন না তিনি৷

অমিতাভ বচ্চনছবি: UNI

উপন্যাসের নাম ‘দ্য গ্রেট গ্যাটসবি'৷ ১৯২৫ সালে লেখা এই উপন্যাসে এফ স্কট ফিৎসজেরাল্ড তখনকার অপরাধ জগতের চালচিত্র তুলে ধরেছিলেন৷ প্রধান চরিত্রের নাম মায়ার ভল্ফসহাইম৷ মাফিয়া জগতের রহস্যময় এই ব্যক্তিত্ব আরেক রহস্যময় চরিত্র কোটিপতি জে গ্যাটসবি'কে ধনী হতে সাহায্য করেছিল৷ এবার সেই কাহিনী অবলম্বনে ছবি তৈরি করছেন পরিচালক বাজ লুয়রমান৷ জে গ্যাটসবি'র ভূমিকায় লিওনার্দো দিকাপ্রিও এবং মায়ার ভল্ফসহাইম'এর ভূমিকায় অভিনয় করবেন অমিতাভ বচ্চন৷ সঙ্গে থাকবেন টোবি ম্যাকগায়ার, ক্যারি মালিগান প্রমুখ৷

পরিচালক বাজ লুয়রমান গত বছর ভারতে গিয়েছিলেন৷ আলাপ হয়েছিল অমিতাভ বচ্চনের সঙ্গে৷ জমে উঠেছিল দু'জনের আড্ডা৷ গত মাসে আবার অমিতাভকে ফোন করেন বাজ৷ বলেন, ‘‘আমার পরবর্তী ছবিতে ছোট্ট একটা ভূমিকায় অভিনয় করতে পারবেন?'' বিগ বি সাদরে সেই প্রস্তাব গ্রহণ করেন৷ নিজের ব্লগ সাইটে এবার তিনি প্রথম বারের মতো এই ছবির বিষয়ে মুখ খুললেন৷ লিখলেন, ‘‘আমি এই ছবির জন্য কোনো পারিশ্রমিক নিতে অস্বীকার করেছি৷''

গত মাসে বচ্চন অস্ট্রেলিয়া গিয়েছিলেন৷ কারণটা অবশ্য কাউকে বলেন নি৷ গত রবিবার তিনি জানালেন, হলিউড ছবির প্রস্তুতির কাজেই তিনি সিডনি গিয়েছিলেন৷ সেখানে অভিনেতারা প্রথম বারের মতো ছবির চিত্রনাট্য নিয়ে আলোচনা করেছেন৷ পোশাক, মেক-আপ, পরচুলা নিয়ে ঘাঁটাঘাঁটি করে দেখেছেন, কাকে কী মানাবে৷ এমন পেশাদারী মনোভাব দেখে মুগ্ধ অমিতাভ লিখেছেন, ‘‘সত্যি, এটা একটা অসাধারণ অভিজ্ঞতা৷ হলিউডের কাজের ব্যবস্থার সঙ্গে পরিচয় হলো৷ দেখলাম তারা প্রতিটি খুঁটিনাটি বিষয়ের দিকে কীরকম মনোযোগ দেয়, কাজকে কতটা গুরুত্ব দেয়৷''

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ