1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিনিয়োগ করে উন্নয়ন প্রক্রিয়ার শরিক হওয়ার আহ্বান জানালেন শেখ হাসিনা

২৪ অক্টোবর ২০১১

রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্লিনে স্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন৷ সোমবার সকালে বাংলাদেশ-জার্মান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র একটি ফোরামে উপস্থিত ছিলেন তিনি৷

বার্লিনে শেখ হাসিনাছবি: DW

১৯৪৮ সালে জাতিসংঘ সুস্বাস্থ্যের অধিকারকে মানবাধিকার বলে ঘোষণা করেছে৷ বাংলাদেশের মতো বিকাশশীল দেশের জন্য স্বাস্থ্য রক্ষা তার উন্নয়ন প্রক্রিয়ার একটা বড় উপাদান৷ এক্ষেত্রে সাফল্যের জন্য বাংলাদেশ আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে৷ তারই স্বীকৃতি হিসাবে রবিবার বার্লিনে তৃতীয় বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কি-নোট ভাষণ দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ স্বাস্থ্যরক্ষার ক্ষেত্রে বাংলাদেশের বিশেষ অর্জনের ছবি তুলে ধরলেন তিনি৷ তিনি জানালেন, শিশুমৃত্যুর হার, মাতৃমৃত্যুর হার বাংলাদেশ কমিয়ে আনতে পেরেছে৷ স্বাস্থ্য খাতে অর্জনের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ইতিমধ্যে জাতিসংঘের ‘মিলেনিয়াম গোল ৪' পুরস্কার৷ জনস্বাস্থ্য ব্যবস্থারও উন্নতি ঘটানো হচ্ছে৷ সেইসঙ্গে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জগুলিরও উল্লেখ করেন৷

বার্লিনে বাংলাদেশ দূতাবাসের এক অনুষ্ঠানে শেখ হাসিনা ও শেখ রেহানাছবি: DW

সোমবার বাংলাদেশ-জার্মান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র বাণিজ্য ও বিনিয়োগ ফোরামেও উপস্থিত ছিলেন শেখ হাসিনা৷ দুই দেশের ব্যবসায়িক মহলের একশো'রও বেশি প্রতিনিধি এতে অংশ নেন৷ উল্লেখ্য, বাংলাদেশের রপ্তানি পণ্যের দ্বিতীয় বৃহত্তম গ্রহীতা দেশ হলো জার্মানি৷ প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ করে সেদেশের উন্নয়ন প্রক্রিয়ার শরিক হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন৷ বাংলাদেশ যে উদীয়মান বাজার হিসেবে আকর্ষণীয় হয়ে উঠছে, তা বক্তাদের কণ্ঠে বার বার ফুটে উঠেছে৷ তবে অবকাঠামোর ক্ষেত্রে দুর্বলতার প্রসঙ্গও উঠে এসেছে৷

প্রতিবেদন: আব্দুল্লাহ আল ফারূক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ