1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিনোদন জগতে সভয়ে সীমিত প্রাণচাঞ্চল্য

পার্থ সঞ্জয় ঢাকা
২ অক্টোবর ২০২০

শো মাস্ট গো অন৷ দ্বিতীয় দফা করোনার ঝুঁকি রয়েছে৷ তবু অচলায়তন ভাঙছে দেশ-বিদেশের বিনোদন আর সংস্কৃতি জগত৷

এফডিসিতে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে ইমন ও নীরবছবি: Privat

গেল ঈদ উল আজহা থেকেই বাংলাদেশে সীমিত পরিসরে শুরু হয়েছে টিভি নাটকের শুটিং৷ লাইট, ক্যামেরা আর অ্যাকশনের সেই মুখরতা এখন প্রায় স্বাভাবিক৷ ঢাকার অদূরে শুটিং স্পট পূবাইলের বিশের অধিক শুটিং হাউজের সবকটিই ব্যস্ত সময় পার করছে৷ ব্যস্ত উত্তরার শুটিং হাউজগুলোও৷

দীর্ঘ ৬ মাস ২৭ দিন পর ১৬ অক্টোবর থেকে স্বাস্থ্যবিধি মেনে খুলে দেয়া হচ্ছে সিনেমা হলগুলো৷ ব্যস্ত এফডিসির সবগুলো ফ্লোর৷ জ্বলতে শুরু করেছে মঞ্চের আলোও৷ এর মধ্যেই বেইলি রোডের মহিলা সমিতিতে মঞ্চস্থ হয়েছে নাটক৷ এই মাসেই খুলবে শিল্পকলার মিলনায়তনও৷ বাকি থাকছে কনসার্টের মতো উন্মুক্ত আয়োজন৷ সেখানেও আছে আশার খবর৷ চলতি মাসেই হচ্ছে ‘ড্রাইভ ইন মুভি ফেস্ট'৷ তবে সব কিছুতেই তাগিদ আছে স্বাস্থ্যবিধি মেনে চলার৷

জমজমাট এফডিসি আর চলচ্চিত্র নির্মাণ

সেপ্টেম্বরের শুরু থেকেই একটু একটু করে জমতে শুরু করে ঢাকাই চলচ্চিত্রের প্রধান কেন্দ্র এফডিসি৷ দুই নম্বর ফ্লোরে মাসের ১০ তারিখ থেকে শুটিংয়ে অংশ নেন নায়ক শাকিব খান৷ অনন্য মামুনের পরিচালনায় নবাব ‘এলএলবি’ ছবিতে শাকিব খানের সাথে শুটিং করেছেন মাহিয়া মাহি, শহীদুজ্জামান সেলিম, অর্চিতা স্পর্শিয়া৷

প্রশাসনিক ভবনের সামনে প্রায় ১০ বছর পর একসঙ্গে বিজ্ঞাপনে কাজ করছেন নায়ক ইমন ও নীরব৷ সাথে আছেন মডেল পিয়া৷ এক নাম্বার ফ্লোরে চলছে মিউজিক ভিডিওর কাজ৷ সবখানেই মানা হচ্ছে স্বাস্থ্যবিধি৷

‘সংগীতের সঙ্গে জড়িতরা মোটামুটি ঘরেই বসে আছি’

This browser does not support the audio element.

তেমনি স্বাস্থ্যবিধি মেনেই ঢাকার উত্তরায় দীর্ঘ ছয় মাস পর আবারো শুরু হয়েছে অভিনয়শিল্পী ও পরিচালক সারাহ বেগম কবরীর অনুদানের ছবি ‘এই তুমি সেই তুমি’র শুটিং৷ এই ছবিতেই প্রথমবারের মতো সংগীত পরিচালনা করছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন৷ তেজগাঁও’র এক স্টুডিওতে নিজের সুর করা গানেই কন্ঠ দেন এই শিল্পী৷ ‘দুটি চোখে ছিল কিছু নীরব কথা’ গানটি লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান৷ করোনাময় এই সময়ে স্টেজে গান গাইতে না পারার আক্ষেপ নিয়েই শিল্পী জানালেন এই ছবিতে গান গাওয়ার মধ্য দিয়ে তার সংগীত পরিচালনায় অভিষেক হলো৷

সেপ্টেম্বর মাসের শেষ দিনটিতে মানিকগঞ্জে অভিনয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা ফজলুর রহমান বাবু৷ মীর সাব্বির পরিচালিত অনুদানের ছবি ‘রাত জাগা ফুল’-এ অভিনয় করছেন এই অভিনেতা৷ ঈদ উল আজহার পর শুটিং শুরু করা এই জনপ্রিয় অভিনেতা এই সময়ে ওটিটি প্লাটফর্মে আবু শাহেদ ইমন পরিচালিত ‘বাঘবন্দি, সিংহ বন্দি’ নাটকে অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন৷ জানালেন, ‘‘ক্রমশ সাহসী হয়ে উঠছি আমরা৷ কাটিয়ে উঠছি আতঙ্ক৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি মেনেই কাজ করার চেষ্টা করছি৷’’

‘ক্রমশ সাহসী হয়ে উঠছি আমরা, কাটিয়ে উঠছি আতঙ্ক’

This browser does not support the audio element.

কঠোর স্বাস্থ্যবিধি মেনেই অনুদানের ছবি ‘বিউটি সার্কাসে’র শেষ দৃশ্যধারণে অংশ নিয়েছেন অভিনেত্রী জয়া আহসান৷ মাহমুদ দিদার পরিচালিত ছবিটির শেষ দৃশ্যধারণে অভিনেত্রী জয়ার প্রথম শর্তই ছিল, কঠোরভাবে মানতে হবে স্বাস্থ্যবিধি৷ সেই শর্ত মেনেই সাভার, মানিকগঞ্জের সিংগাইরে ২৬ ও ২৭ সেপ্টেম্বর শুটিং করেছে ‘বিউটি সার্কাস টিম’৷ পরিচালক মাহমুদ দিদার বলছেন, ‘‘এ এক নতুন অভিজ্ঞতা৷ স্বাস্থ্যবিধির পাশাপাশি চ্যালেঞ্জ ছিল ছোট টিম নিয়ে কাজ করার৷ অন্য সময় যে টিমে প্রায় শতাধিক সদস্য থাকতো, এখন তা বড়জোর ২০-২৫ জনে নেমে এসেছে৷ তবু আমরা কাজটা শেষ করেছি৷’’

শুটিং চলছে, ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ‘আশীর্বাদ’ সিনেমারও৷ ২৭ সেপ্টেম্বর পুরনো ঢাকায় সূত্রাপুরে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় ছবির শুটিংয়ে অংশ নেন অভিনেত্রী মাহিয়া মাহি ও নায়ক রোশান৷ শুটিং ইউনিটে স্বাস্থ্যবিধি মানার অভিজ্ঞতা শেয়ার করে নায়িকা মাহি জানান, ‘‘আশা করি, এই ব্যস্ততা আর বন্ধ হবে না৷’’

‘আশা করি, এই ব্যস্ততা আর বন্ধ হবে না’

01:51

This browser does not support the video element.

খুলছে সিনেমা হল, আসছে বিশেষ তহবিল

অপেক্ষা শেষ হচ্ছে দর্শক, হলমালিক ও সিনেমা সংশ্লিষ্টদের৷ ১৬ অক্টোবর থেকে হল খুলে দেয়ার ঘোষণা এসেছে৷ তথ্য মন্ত্রণালয় বলছে, হল খোলা হবে স্বাস্থ্যবিধি মেনে৷ আসন সংখ্যার অর্ধেক দর্শক নিয়ে হল চলবে৷ দর্শকদের পরতে হবে মাস্ক৷ স্বাস্থ্যবিধি না মানা হলে বন্ধ হতে পারে হল৷

ছবি মুক্তির ক্ষেত্রেও বুঝেশুনে পা ফেলতে চাইছেন প্রযোজনা প্রতিষ্ঠানগুলো৷ পরিস্থিতি বুঝেই মুক্তি দেয়া হবে পাইপ লাইনে থাকা প্রায় ৩০টি ছবি৷

এদিকে, আলোচনায় চলচ্চিত্রের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত বিশেষ তহবিল৷ বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির অন্যতম নেতা মিঞা আলাউদ্দিন বলেছেন, ‘‘প্রস্তাবিত ঋণ সুবিধা পাবার ক্ষেত্রে আমরা তিনটি ক্যাটাগরির কথা বলেছি৷ এটা সরকারের কাছে আমাদের প্রস্তাবনা৷ হয়ত অনেক অসাধু ব্যবসায়ী এতে যুক্ত হতে চাইবেন৷ তবে আমরা সমিতির তরফ থেকে বিষয়টি দেখভাল করবো৷ আপাতত ঋণের বিষয়টি প্রাথমিক পর্যায়ে আছে৷ শিগগিরই সরকার এ বিষয়ে রোডম্যাপ দেবে৷’’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা-প্রস্তাবিত এই তহবিলের সম্ভাব্য পরিমাণ প্রায় ৭০০ কোটি টাকা৷

​​​​কঠোর স্বাস্থ্যবিধি মেনে ‘বিউটি সার্কাসে’র শেষ দৃশ্যধারণে অংশ নিয়েছেন জয়া আহসানছবি: Privat

আলো জ্বলার অপেক্ষায় শিল্পকলা

আগস্টে রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনের মঞ্চে আয়োজন করা হয় শূন্যনের নাটক ‘লাল জমিন'৷ সেপ্টেম্বর মাসে সপ্তাহের শুক্র ও শনিবার দুদিন নিজস্ব মহড়াকক্ষে স্বল্পসংখ্যক দর্শকের জন্য নাট্য প্রদর্শনীর আয়োজন করেছে প্রাচ্যনাট৷ নাট্যকর্মীদের এখন অপেক্ষা, কবে খুলবে শিল্পকলা একাডেমি৷

এ মাসেই শিল্পকলা একাডেমি খোলা হবে, জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী এমএ খালেদ৷ সেই সাথে বলেছেন, ‘‘সামাজিক দূরত্ব বজায় রেখে একাডেমিতে প্রবেশ ও মিলনায়তনগুলোতে বসার ব্যবস্থা করা হবে৷ এ নিয়ে তৈরি হচ্ছে একটি নীতিমালা৷ যে নাট্যদলগুলো হল বরাদ্দ নেবেন বা আবেদন করবেন, তাদের এই নীতিমালা মেনে হল সরবরাহ করা হবে৷ সেই নীতিমালা মেনেই চলবে প্রদর্শনী৷’’

ছন্দে ফিরেছে বলিউড

ধীরে ধীরে ফিরছে মুম্বাইয়ের রূপালি জগৎ৷ ঢাকঢোল পিটিয়ে শুটিং চলছে বলিউডে৷ পুরোনো গতি পেয়েছে টেলিভিশন ধারাবাহিকগুলোর শুটিং৷ ভারতে করোনার প্রকোপ বেশি বলে শুটিংয়ের জন্য কিছু নির্মাতা সদলবলে পাড়ি জমিয়েছেন ভিনদেশে৷ তবে সবই হচ্ছে কঠোর নিরাপত্তায়, স্বাস্থ্যবিধি মেনে৷

অক্টোবরের ২ তারিখে শুটিং সেটে ফিরেছেন অভিনেতা সালমান খান৷ ‘রাধে’ ছবিটি ১৫ দিনের শিডিউলে শুটিং হচ্ছে কারজাতের এনডি স্টুডিওতে৷ শুটিংয়ে ফিরেছে সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুভাই কাথিয়াওয়াদি’ ছবিটি৷ আলিয়া ভাট অভিনীত ছবিটির শুটিং সারা হচ্ছ মাত্র ৫০ সদস্য নিয়ে৷ গেল মাসেই ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেটে হাজির হয়েছেন ‘বিগ বি’ অমিতাভ বচ্চন৷ ‘বেল বটম’ ছবির জন্য বানী কাপুর, হুমা কুরেশি, লারা দত্তসহ অক্ষয় কুমার পাড়ি জমিয়েছেন লন্ডনে৷ ভারত-চীন সীমান্তে উত্তেজনার কারণে লাদাখের পরিবর্তে তুরস্কে গেছে ‘লাল সিং চাড্ডা’ টিম৷ আমির খান অভিনীত ছবিটির পরিচালক অদ্বৈত চন্দন৷

এছাড়া নাগিন ৪, পবিত্র ভাগ্য, ইয়ে রিশতা কেয়া ক্যাহলাতা হ্যায়, ইয়ে জাদু হ্যায় জিন কা, সন্তোষী মা’র মতো টেলিভিশন ধারাবাহিকগুলোর শুটিংও চলছে জোর কদমে৷

পুজোকে ঘিরে সরব টলিউড

অক্টোবরের শুরুর দিন থেকেই দর্শকাসন স্যানিটাইজ শুরু করেছে কলকাতার হলগুলো৷ এই দিন থেকেই হল খোলার কথা থাকলেও স্বাস্থ্যবিধি মানার প্রস্তুতির কারণে ৯ অক্টোবর থেকে খুলছে হলগেুলো৷ কেউ আবার হল খুলবে ১৬ অক্টোবর৷ স্বস্তির সাথে আছে স্বাস্থ্যবিধি মানার চ্যালেঞ্জ৷ আপাতত ৫০ দর্শক নিয়ে দেখানো যাবে ছবি৷

সামনে পুজো৷ হাতে গোটা চল্লিশেক ছবি৷ তবে বড় বাজেটের ছবি হলে নিয়ে কতটা লাভজনক হবে সেই হিসেব কষছেনে নির্মাতারা৷ বহু প্রতীক্ষিত সৃজিত মুখোপাধ্যায়ের ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ এই পুজোয় আসছে না, এই কারণেই৷ তবু সবাই হাঁফ ছেড়েছে৷ রাজ্য সরকার তো হল খুলেছে৷ আশা, ধীরে ধীরে ৫০ দর্শকের সীমাও বাড়াবে! পুজোর সময়টাতে দেবী দর্শনের আনন্দ ছুঁয়ে যাবে প্রেক্ষাগৃহগুলোকেও৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ