1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিনোদন নির্ভর তথ্য সেবা দিচ্ছে লেমন২৪

১৫ সেপ্টেম্বর ২০১০

লেমন টোয়েন্টিফোর ডটকম৷ একথায় এটি একটি ইন্টারনেট এবং মোবাইল নির্ভর রেডিও চ্যানেল৷ যার লক্ষ্য হচ্ছে বাংলা ভাষাভাষীদেরকে বিনোদনের জালে আবদ্ধ রাখা৷ এই রেডিও চ্যানেলের যাত্রা শুরু হয় ২০০৭ সালে৷

বিনোদন নির্ভর তথ্য সেবা দিচ্ছে লেমন২৪ছবি: picture-alliance / Helga Lade Fotoagentur GmbH

তথ্য বিনোদন

সংক্ষেপে লেমন টোয়েন্টিফোর ডটকমের পরিচয় এটুকুই৷ কিন্তু আসলে কী শুধুই বিনোদনই দিচ্ছে লেমন? না, এর নেপথ্যের গল্পটি বেশ বড়৷ লেমন চায় তার বিনোদনের জালে আবদ্ধ মানুষদের মাঝে নানা বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে৷ সেটি হতে পারে স্বাস্থ্য কিংবা শিক্ষা নিয়ে অথবা অন্য কোন বিষয়ে৷ সংস্থার প্রধান নির্বাহী আশরাফ আবির এই প্রসঙ্গে বলেন, আমাদের মূলত তারুণ্যনির্ভর অনুষ্ঠান প্রচার করি৷ লেমন টোয়েন্টিফোর টিমও তরুণ৷ এর শ্রোতারাও তরুণ৷ তিনি বলেন, লেমন টোয়েন্টিফোরে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা বিষয়ক তথ্যও পাওয়া যায়৷

মোবাইলে লেমন

৪০ লাখ ইন্টারনেট ব্যবহারকারী, বাংলাদেশের নানাপ্রান্তের ৩০০ টেলিসেন্টার আর এক কোটি ষাট লাখ মোবাইল ব্যবহারকারীর কাছে দ্রুত পৌঁছাতে চায় এই অনলাইন রেডিও চ্যানেলটি৷ মোবাইল ব্যবহারকারীদের জন্য রয়েছে এম ডট লেমন টোয়েন্টিফোর ডটকম সাইট৷ তাই, আগামী কয়েক বছরের মধ্যে এই লক্ষ্যপূরণ খুব একটা কঠিন নয় বলেও মত আশরাফ আবিরের৷ তাঁর কথায়, ইন্টারনেটের ব্যবহার যে হারে বাড়ছে, তাতে পাঁচ বছরের মাথায় এই চ্যানেল একটি পূর্ণাঙ্গ চোহারা পাবে৷

অনুষ্ঠান পাঁচ মিনিটের

লেমনের অনুষ্ঠানেও রয়েছে নানা বৈচিত্র৷ গানের ফাঁকে ফাঁকে তারা প্রচার করে বিভিন্ন তথ্য৷ রেডিওটির কোন অনুষ্ঠানের দৈর্ঘ্য ৫ মিনিটের বেশি নয়৷ প্রতিদিন দুপুরে লেমন প্রচার করে সংবাদমাধ্যম নিয়ে বিশেষ অনুষ্ঠান৷ নিয়মিত বিরতিতে থাকে সংবাদ প্রচার৷ এছাড়া শ্রোতাদের অংশগ্রহণে রয়েছে লেমনের বিশেষ অনুষ্ঠান৷

মোবাইল ব্যবহারকারীদের জন্য রয়েছে এম ডট লেমন টোয়েন্টিফোর ডটকম সাইটছবি: AP

ওয়ার্ল্ড সামিট ইয়ুথ অ্যাওয়ার্ড

সম্প্রতি ওয়ার্ল্ড সামিট ইয়ুথ অ্যাওয়ার্ড জয় করেছে লেমন টোয়েন্টিফোর ডটকম৷ জনগণের জন্য দারিদ্র্য ও ক্ষুধা দূরীকরণ, দুস্থদের সেবা, শিক্ষার অভাব ইত্যাদি নিয়ে জাতিসংঘের যে সব সদস্য রাষ্ট্র একসঙ্গে কাজ করে, সেসব দেশের তরুণদের প্রযুক্তি নির্ভর উদ্ভাবনকে উৎসাহিত করতে এই পুরস্কার দেওয়া হয়৷ এই সম্মাননার জন্য এবছর ১০২টি দেশ থেকে ৬৩০টি আবেদন জমা পড়ে৷ তার মধ্যে ৬ বিভাগে আঠারোটি প্রতিষ্ঠানকে দেয়া হয় সম্মাননা৷ লেমন টোয়েন্টিফোর ডটকম এদেরই একটি৷ এই মাসের ১৮ থেকে ২২ তারিখের মধ্যে নিউ ইয়র্কে একটি সম্মেলনে বিজয়ীদের হাতে তুলে দেয়া হবে পুরস্কার৷ এই প্রসঙ্গে আশরাফ আবিরের মন্তব্য, এই সম্মাননা পাওয়ায় এখন বলা যায়, এটি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ এক উদ্যোগ৷

প্রশংসায় ব্রুক

ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ডের চেয়ারম্যান পেটার এ. ব্রুক জানিয়েছেন, লেমনটোয়েন্টিফোর ডটকমের মত প্রকল্পগুলো বিশ্ব নেতৃবৃন্দের কাছে ভালো উদাহরণ৷ তিনি বলেন, তরুণ প্রজন্ম তাদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে জাতিসংঘের সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে৷ এটা এককথায় অসাধারণ৷

উল্লেখ্য, বাংলাদেশে কমিউনিটি রেডিও'র ধারণাকেও খানিকটা বদলে দিচ্ছে লেমন টোয়েন্টিফোর৷ কেননা, মোবাইলের বদৌলতে ইন্টারনেট এখন সহজলভ্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও৷ সেই সুযোগকেই কাজে লাগিয়ে যেখানে সেখানে চলবে এই রেডিও৷ ফলে কমিউনিটি নির্ভর সীমাবদ্ধতা থাকছে না আর৷ আর তাই, বিনোদন, বিনোদনের সঙ্গে সঙ্গেই নানা তথ্য- সবকিছু মিলিয়ে বেশ জমজমাট লেমন টোয়েন্টিফোর ডটকম৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ