1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিনোদন, তথ্য আর বিপণন - এই নিয়েই ‘গেমস কম'

১৮ আগস্ট ২০১১

কোলনে বুধবার থেকে শুরু হয়ে গেল গেমস কম৷ আগামী ২১ তারিখ পর্যন্ত এই মেলা চলবে শুধুমাত্র গেমসকে ঘিরে৷ মানে অনলাইনে আর বাস্তবে খেলাধুলার, বিনোদনের জগতজোড়া আয়োজন৷

কল্পনা ও বাস্তব জগতের মধ্যে মেলবন্ধন ঘটায় ভিডিও গেমসছবি: picture alliance/dpa

অনলাইন, ইন্টারনেট৷ এ'দুটি শব্দ আপাতত জীবনযাপনের মোদ্দা বিষয়৷ প্রতিদিন মানুষজন ঘন্টার পর ঘন্টা বসে থাকে অনলাইনে৷ সেখানে কাজকর্মের পাশাপাশি খেলাধুলাও তো চলে নিত্যনিয়ত৷ সেই খেলার জন্য সারাক্ষণ চলছে নানারকমের নতুন নতুন ব্যবস্থাপনা৷ নতুন খেলাও তৈরি হচ্ছে বৈকি! তো, এইসব খেলা নিয়েই কোলন শহরে শুরু হয়ে গেল গেমস কম মেলা৷

পর্দার সামনে বসে নয়, বেশ কসরত করে খেলতে হয় কিছু গেমসছবি: picture alliance/dpa

মেলা শুরু হল বুধবার৷ চলবে রোববার পর্যন্ত৷ প্রথমদিনের মেলায় শুধুমাত্র সাংবাদিকেরাই হাজির ছিলেন৷ মেলাটি আসলে যে কী, তা জানলেন তাঁরা৷ বৃহস্পতিবার থেকে মেলা উন্মুক্ত সাধারণের জন্য৷ প্রবেশ অবাধ৷ আর প্রবেশ করলেই খেলাধুলার রঙিন জগতে পদার্পণ৷

পা রাখার পর থেকেই হরেকরকমের আমোদপ্রমোদের ব্যবস্থা৷ ধরা যাক হল নং ১০-এর কথাই৷ কোলন মেসে অর্থাৎ, যেখানে চলছে এই গেমস কম, সেই পেল্লাই মেলার জায়গায় হল নং ১০ হল এমন একখানা জায়গা, যেখানে সব বয়সের দর্শকরাই তাঁদের পছন্দসই কিছু না কিছু খুঁজে পাবেন৷ তা, কারও হয়তো বা পছন্দ মারপিট, যুদ্ধ ইত্যাদি নিয়ে গেমস৷ তিনি পেয়ে যাবেন সেটা৷ অঢেল রয়েছে তেমন গেমসের আয়োজন৷ কারও পছন্দ হয়তো বা রোম্যান্টিক কিংবা অ্যাডভেঞ্চারের গেমস৷ তাঁর জন্যও রয়েছে ব্যবস্থা৷ আসলে উদ্যোক্তাদের দাবি, এই গেমস কম হল দুনিয়ার সবচেয়ে বড়মাপের গেমসের আয়োজন৷ সুতরাং, সেখানে ব্যাপার হল, যাকে সেই নেমন্তন্ন বাড়ির ভাষায় বলা হয়, ‘যাচাই'৷ অর্থাৎ যাই চান, যেমনটি চান, পাবেন আপনার মনের মতন৷

মাইক্রোসফট’এ এক্সবক্স গেমস কনসোলছবি: picture alliance/dpa

মনের মতন বললেই ল্যাটা চুকে যাবেনা কিন্তু! আছে আরও অনেক কথা৷ গেমস বলতে আমরা ভিডিও গেমস বা কম্পিউটার গেমস বুঝি৷ এর বাইরেও তো অনেক গেমস থাকে৷ যাকে বলে বিনোদনমূলক খেলা৷ ছোটদের বিভিন্ন বয়সের যেসব খেলনা দিয়ে খেলতে খেলতে মানসিক বিকাশ ঘটে, সেসবও গেমসের আওতাতেই পড়ে৷ আর বড় হয়ে যাবার পরেও কিছু খেলার সঙ্গে মানুষের সম্পর্ক থাকে, সেগুলোও সেই খেলাই৷ সেসবও মিলে যাবে এই গেমস কমের আয়োজনে৷

আরও আছে৷ খেলার সময় লাগে নানারকমের পোষাক আসাক৷ যেমন ফুটবল খেলার জন্য জার্সি বা জুতো বা হাফপ্যান্ট৷ তো, এই মেলার আসরে সেসব পোষাকও মিলছে৷ দেখা যাচ্ছে নানারকমের সাজসজ্জা৷ ধরা যাক, কোন শিশুর হয়তো বা স্পাইডারম্যান খেলার শখ হয়েছে৷ তার তখন দরকার হবে স্পাইডারম্যানের পোষাকখানাও৷ সেটা পরলেই নিজেকে স্পাইডি ভাবতে আর দ্বিধা কোথায়? সুতরাং, সেসবও তো প্রয়োজন৷ তাই রয়েছে তারও আয়োজন৷

মোদ্দা কথা বিনোদন, তথ্য আর বিপণন৷ এই তিনের সংযোজনেই দুনিয়ায় সবচেয়ে বড় গেমস কম৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ