1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিন লাদেনের মৃত্যুর পর বাংলাদেশে জঙ্গিবাদ

৪ মে ২০১১

ওসামা বিন লাদেনের সাথে আফগানিস্তানে একসঙ্গে যুদ্ধ করেছে এমন জঙ্গি রয়েছে বাংলাদেশে৷ ওসামার মৃত্যুর পর জঙ্গিবাদি তৎপরতা বন্ধ না হলেও, বাংলাদেশে তাদের মাথাচাড়া দিয়ে ওঠার শক্তি এখন নেই বলে ব়্যাব কর্মকর্তাদের ধারণা৷

১৯৯৮’এর ডিসেম্বরে দক্ষিণ আফগানিস্তানে ওসামা বিন লাদেন৷ ১৯৯৯’এ তার সঙ্গে শেখ ফরিদের পরিচয় হয়৷ছবি: AP

গত সপ্তাহে ব়্যাবের হাতে গ্রেফতার হওয়া হরকাতুল জিহাদ বাংলাদেশের প্রধান মাওলানা শেখ ফরিদ ১৯৯৯ সালে আফগানিস্তানে যুদ্ধ করেছেন বলে স্বীকার করছেন৷ তখন ওসামা বিন লাদেনের সঙ্গে তার পরিচয় হয় এবং তিনি ওসামার সাথে এক সঙ্গে যুদ্ধ করেন৷ যা জানান ব়্যাবের কমান্ডার মো. সোহাইল আহমেদ৷

আফগান যুদ্ধে অংশ নেয়া আরো জঙ্গি রয়েছে বাংলাদেশে৷ তাদের মধ্যে মাওলানা আব্দুস সালাম, মুফতি হান্নানে অন্যতম৷ তবে তাদের বেশিরভাগই এখন কারাগারে আটক৷ বাংলাদেশের জঙ্গিদের আন্তর্জাতিক নেটওয়ার্কও স্পষ্ট৷ তবে তারা এখন অতটা শক্তিশালী নয় বলে মনে করে ব়্যাব৷ আর ওসামার মৃত্যু তাদের জন্য বড় আঘাত৷

বামলাদেশেও জঙ্গিবাদ বারংবার আঘাত হেনেছে৷ছবি: AP

বাংলাদেশে এখন ৮টি জঙ্গি সংগঠন সক্রিয় থাকলেও তাদের বড় ধরনের কোন সহিংস ঘটনা ঘটানোর ক্ষমতা নেই বলে মনে করেন কমান্ডার সোহাইল৷ এর আগে বাংলাদেশে ৪টি জঙ্গি সংগঠন নিষিদ্ধ করা হয়৷ এপর্যন্ত ৭১১ জন শীর্ষ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ