1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত ঈদ

১ সেপ্টেম্বর ২০১৭

বাংলাদেশে ঈদ উল-আজহা শনিবার৷ অথচ উত্তরাঞ্চলের বন্যাদুর্গতরা এখনো ঘরে ফিরতে পারেননি৷ ওদিকে নির্যাতনের মুখে মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে এসেছে, আসছে রোহিঙ্গরা৷ আছে রাজনীতির সংকটও৷ তাহলে কেমন হচ্ছে এবারের ঈদ?

Bangladesch Dhaka Polizist beim Ramadanfest
ছবি: Getty Images/AFP/Str

সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার কথায় স্পষ্ট হয়েছে কোরবানির ত্যাগের মূল উদ্দেশ্য৷ তিনি এই ত্যাগকে দেখছেন মানবতার জন্য দুর্গতদের জন্য, নির্যাতিতদের জন্য ত্যাগ হিসেবে৷ তিনি বলেন, ‘‘এই ঈদে বিলাসিতা করা যাবে না, বরং খরচ কমাতে হবে৷ খরচ কমিয়ে, টাকা বাঁচিয়ে, তা দিয়ে বন্যাদুর্গত এবং রোহিঙ্গাদের সহায়তা করা উচিত৷ এটাই হবে সবচেয়ে বড় ‘স্যাকরিফাইস'৷ আমাদের এই ঈদে মানবতার পাশে দাঁড়াতে হবে৷''

রেজওয়ানা চৌধুরী বন্যা

This browser does not support the audio element.

চিত্রনায়ক ইমনের কথায় ঈদ উল-আজহার প্রকৃত দিকটি ফুটে উঠেছে৷ তিনি বলেছেন, ‘‘দেশে ভয়াবহ বন্যা হয়েছে৷ আমি ব্যক্তি ইমন হিসেবে বলতে চাই যে, সবাই মিলে আসুন আমরা বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াই৷ এটা আমাদের নৈতিক দায়িত্ব৷ এখন অনেক জায়গায় পানি হয়ত নেমে যাবে৷ কিন্তু মূল ‘ক্রাইসিস' এখনও আমাদের মোকাবিলা করতে হবে৷ কারণ নানারকম রোগ-বালাইয়ের প্রকোপ শুরু হবে এবার৷''

ইমন আরো বললেন, ‘‘এটা কোরবানির ঈদ৷ আর আপনার পাশেই কিন্তু বন্যাদুর্গত রয়েছে৷ তাই একটু মানবিক হতে হবে আমাদের৷ আপনি কোরবানি দেবেন, কিন্তু তাঁদের জন্যও যদি কোরবানির মাংসের একটু ব্যবস্থা করতে পারেন, আমি নিশ্চিত এরচেয়ে সুন্দর কোরবানির ঈদ আর হবে না৷''

শামসুজ্জামান দুদু

This browser does not support the audio element.

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, ‘‘ঈদ একটা ধর্মীয় উৎসব৷ এটা যাঁরা পালন করেন, তাঁরা তো ধর্মীয় রীতিতে পালন করবেন৷ কিন্তু এবার দেশের বন্যাদূর্গতদের জন্যও আমাদের নাগরিকদের কিছু করার আছে৷ তাঁদের কথা মনে রেখে তাঁদের পাশেও যেন আমরা দাঁড়াই৷ এছাড়া নির্যাতিত রোহিঙ্গাদের জন্য সরকার করছে৷ সরকার যেন সহায়তার জন্য আন্তর্জাতিক অঙ্গনে চাপ সৃষ্টি করে৷''

বিএনপি-র চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, ‘‘বন্যাদুর্গতরা মানবেতর জীবনযাপন করছেন৷ সরকারি সহায়তা নেই বললেই চলে৷ মিয়ানমারে অমানবিক নির্যাতনের শিকার হচ্ছেন রোহিঙ্গা মুসলমানরা৷ তাঁদের আমরা মানবিক আশ্রয়ও দিতে চাইছি না৷ তার ওপর রাজনীতিও এখন রুদ্ধ হয়ে পড়েছে৷

মাহবুব-উল আলম হানিফ

This browser does not support the audio element.

ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে দেশে এক অদ্ভুত পরিস্থিতি বিরাজ করছে৷ এবারের ঈদে তাই উৎসব নেই৷ আছে বিষণ্ণতা আর মানবতার কান্না৷ দেশের মানুষ ভালো নাই৷ তারপরও বলছি আমরা যেন সবাই দুর্গত, নির্যাতিতদের পাশে দাঁড়াই এই কোরবানির ঈদে৷ তাহলেই কোরবানির মূল উদ্দেশ্য সফল হবে৷''

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, ‘‘বন্যাদুর্গতদের সহয়তার জন্য সরকার সাধ্যমত করছে৷ এবার আমারা সারা দেশের নেতা-কর্মীদের বলেছি যে, তাঁরা যার যার এলকায় যেন অসহায়, দুর্গত ও বিত্তহীন মানুষকে সঙ্গে নিয়ে ঈদ করেন৷ কেউ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়৷ নির্যাতিত রোহিঙ্গাদের প্রতি মানবিক আচরণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নিজেও৷ আন্তর্জাতিক সম্প্রদায় যাঁরা মানবাধিকারের কথা বলেন, তাঁদেরও এগিয়ে আসা উচিত৷''

গোলাম কুদ্দুস

This browser does not support the audio element.

এবার কোরবানির ঈদে ছুটি পাননি ঢাকার কারওয়ান বাজারে শুক্রবার দুপুরে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট হাবিবুর রহমান৷ তাঁর বাড়ি দিনাজপুরে৷ তিনি বলেন, ‘‘এবার ছুটি পাইনি সেজন্য মনে কষ্ট আছে৷

কিন্তু বন্যাদুর্গত আর রোহিঙ্গাদের কথা মনে পড়লে আর কষ্ট থাকে না৷ আমাদের দিনাজপুরে বন্যা হয়েছে৷ অনেক পরিবার যারা আগে কোরবানি দিত, তারা এবার কোরবানি দিতে পারছে না৷ আমাদের সবার উচিত তাঁদের পাশে দাঁড়ানো৷''

এদিকে ঈদের আগেই বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ক্রিকেটার মুশফিকুর রহিম৷ তিনি ফেসবুকে এক ভিডিও বার্তায় বলেছেন, ‘‘আমি বন্যার্তদের পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা নিয়েছি৷ আমি আপনাদের অনুরোধ করব, আপনারাও আর্থিকভাবে অথবা ত্রাণ সহায়তা দিয়ে বা যেভাবেই হোক, তাঁদের পাশে এসে দাঁড়ান৷

আপনিও কি এই ঈদে বন্যার্তদের পাশে আছেন? লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ