1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিপর্যস্ত নেদারল্যান্ডস, জার্মানির দ্বিতীয় জয়

১৪ জুন ২০১২

গোমেজ'এর নান্দনিক দুই গোলের সুবাদে নেদারল্যান্ডস'কে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে বেশ এগিয়ে গেছে জার্মানি৷ এদিকে ভক্তদের সহিংসতার জের ধরে বিপাকে পড়েছে রাশিয়া৷ আর ইউরো কাপ নিয়ে বাজি ধরে থাইল্যান্ডে আটক পাঁচশ' জন৷

ছবি: Reuters

ইউরো ২০১২ ফুটবল আসর নিয়ে উত্তেজনা বেড়েই চলেছে৷ ফুটবল জগতে চলছে বড় বড় দলগুলোর হারজিত নিয়ে চুলচেরা বিশ্লেষণ এবং হিসাবনিকাশ৷ তবে এখন পর্যন্ত ছয় পয়েন্ট হাতিয়ে বি গ্রুপের শীর্ষে পৌঁছে গেছে জার্মানি৷ দিনের অপর খেলায় ডেনমার্ক'কে ৩-২ গোলে হারিয়েছে পর্তুগাল৷ ফলে গ্রুপের অপর দুই সদস্য ডেনমার্ক ও পর্তুগাল উভয়ের ঝুলিতে তিন পয়েন্ট করে৷ কিন্তু বেচারা ডাচদের ঝুলি একেবারে শূন্য৷

ফলে বড় ধরণের অঘটন না ঘটলে কোয়ার্টার ফাইনালের জন্য জায়গা পাকাপোক্ত জার্মানদের৷ তবে আপাতত রবিবারের খেলাগুলোর দিকেই চেয়ে থাকতে হবে ফুটবলপ্রেমীদের৷ কারণ গত টানা দুই খেলায় হেরে বিপর্যস্ত ডাচরা রবিবার মুখোমুখি হবে পর্তুগালের৷ আর জার্মানিকে লড়তে হবে ডেনমার্কের বিরুদ্ধে৷

জার্মানির ফ্যানদের উচ্ছ্বাসছবি: Reuters

তবে চলমান ইউরো আসরের দুটি খেলায় তিন গোল করে জার্মান ভক্তদের হৃদয়ের নায়কে পরিণত হয়েছেন বায়ার্ন মিউনিখ তারকা মারিও গোমেজ৷ ফলে এখন পর্যন্ত আসরের শীর্ষ গোলদাতা হিসেবে রুশ তারকা অ্যালান জাগোয়েভ'এর পাশেই জায়গা করে নিয়েছেন গোমেজ৷

এদিকে, ভক্তদের উচ্ছৃঙ্খল আচরণ নিয়ে বিপাকে পড়েছে বেচারা রুশ ফুটবল কর্তৃপক্ষ৷ ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা উয়েফা রাশিয়ান ফুটবল ইউনিয়ন'কে জরিমানা করেছে এক লাখ বিশ হাজার ইউরো৷ এছাড়া ২০১৬ ইউরো আসরের জন্য বাছাইপর্বে খেলার সময় রাশিয়ার ঝুলিতে আগে থেকেই ছয় পয়েন্ট বিয়োগ করা থাকবে৷ তাদের অপরাধ, গত সপ্তাহে পোল্যান্ডের মাঠে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে রাশিয়ার খেলার সময় রুশ সমর্থকরা মাঠে আতশবাজি ছুঁড়ে মারে, স্বেচ্ছাসেবীদের মারধোর করে এবং এক পর্যায়ে সহিংসতার সৃষ্টি হয়৷ যাহোক, এমন কড়া দণ্ড পেয়ে এবার রুশ কর্তৃপক্ষ সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিষ্টাচার প্রদর্শনের৷

ওদিকে, ইউরো ফুটবল আসর শুরুর মাত্র এক সপ্তাহের মধ্যেই এই আসরের বিভিন্ন খেলা নিয়ে থাইল্যান্ডে ‘জুয়াখেলা'-র সাথে জড়িত থাকার দায়ে পুলিশের হাতে আটক হয়েছে প্রায় পাঁচশ' জন৷ ফুটবল খেলা নিয়ে বাজিধরা থাইল্যান্ডে অবৈধ৷ তবুও এটি এখনও সেখানে একটি জনপ্রিয় চল৷ থাই চেম্বার অফ কমার্স বিশ্ববিদ্যালয়ের হিসাবে, এবারের ইউরো আসরের বিভিন্ন খেলা নিয়ে প্রায় ৬৫ বিলিয়ন বাথ লেনদেন হবে৷

এএইচ / ডিজি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ