1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিপাকে জার্মান নারীরা

মোনা নাগার/এসবি১৮ অক্টোবর ২০১২

জার্মান সমাজে বিদেশিদের সমস্যা নিয়ে অনেক আলোচনা ও বিতর্ক হয়৷ কিন্তু বিদেশে জার্মান নাগরিক, বিশেষ করে জার্মান নারীদের অনেক কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয়৷

মধ্যপ্রাচ্যে বহু জাতি-ধর্ম-সংস্কৃতির দেশ লেবানন৷ সেখানকার সমাজ বেশ খোলামেলা বলে পরিচিত৷
ছবি: Fotolia/ lassedesignen

মধ্যপ্রাচ্যে বহু জাতি-ধর্ম-সংস্কৃতির দেশ লেবানন৷ সেখানকার সমাজ বেশ খোলামেলা বলে পরিচিত৷ এরিকা সে দেশেই বসবাস করেন৷ জন্ম জার্মানিতে, বিবাহসূত্রে এখন তিনি লেবাননের নাগরিক৷ কিন্তু স্বামীর দেশের নাগরিকত্ব নিতে গিয়ে তিনি জার্মান নাগরিকত্ব খুইয়ে বসে আছেন৷ অথচ ঠিক সময় কেউই তাঁকে এ বিষয়ে সচেতন করে দেন নি৷ না জেনেই ভুল করে বসে আছেন তিনি৷

বছর ছয়েক আসে এরিকা স্বামীর সঙ্গে লেবাননে বসবাস করতে আসেন৷ জার্মানিতেই তাঁদের পরিচয় হয়েছিল, তারপর বিয়ে৷ লেবাননের নাগরিকত্ব পেতে তেমন সমস্যা হয় নি৷ ফলে অনেক সুবিধাও হয়েছে৷ বার বার ভিসার জন্য আর আবেদন করতে হয় না, কাজের জন্য আলাদা করে অনুমতি চাইতে হয় না৷ গাড়ি চালানোর লাইসেন্স নিয়েও ঝামেলা নেই৷ তাছাড়া স্বামীর মৃত্যুর পর সম্পত্তির উত্তরাধিকারী হতে গেলেও লেবাননের নাগরিকত্বের প্রয়োজন৷ বিধবা হিসেবে মাসোহারাও পাওয়া যায়৷

লেবাননের সমাজ বেশ খোলামেলা বলে পরিচিতছবি: Fotolia/detailblick

এরিকা ও তাঁর স্বামী যখন পাসপোর্ট অফিসে গিয়েছিলেন, তখন কেউ তাঁদের বলেন নি যে লেবাননের নাগরিকত্ব পেতে হলে জার্মানির নাগরিকত্ব হারাতে হবে৷ এরিকা আরবি ভাষা জানেন না, স্বামীর উপর ভরসা করে ফর্মে সই করেছেন৷ তারপর জার্মান দূতাবাসে গিয়ে নিজের সন্তানদের জন্য জার্মান পাসপোর্টের আবেদন করার সময় তিনি জানতে পারলেন যে, তিনি জার্মান নাগরিকত্ব খুইয়ে বসে আছেন৷ এটাই নিয়ম৷ অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করলেই জার্মান নাগরিকত্ব ত্যাগ করতে হয়৷ আগে থেকে আবেদন জানালে বিশেষ কিছু ক্ষেত্রে দু'টি পাসপোর্ট রাখার অনুমতি দেওয়া হয়৷ এরিকা সে সব কথা জানতেন না৷ কিন্তু সামান্য ভুলের কারণে এত বড় শাস্তি! ৫০ বছর বয়স্ক এই নারী আবেগ চেপে রাখতে পারছিলেন না৷

তিনি বললেন, ‘‘এমন অবস্থায় মনে হয়, জ্ঞান হারিয়ে ফেলবো৷ মনে হয়, নিজের পরিচয় হারিয়ে ফেললাম৷ এমন এক দেশে যেখানে এই পরিচয় বিশাল এক সুরক্ষা৷ প্রায়ই যুদ্ধ বেঁধে যায়৷ নারী হিসেবে জার্মানিতে যে অধিকার ভোগ করা যায়, তাও এখানে নেই৷ যদি কোনো কারণে বিবাহ বিচ্ছেদ ঘটে, তাহলে তো জার্মান নারী হিসেবে দেশে ফেরার পথ পুরোপুরি বন্ধ হয়ে যাবে৷ কোনোরকম সুরক্ষা ও অধিকার ছাড়া একটি দেশে থাকলে একেবারে হারিয়ে যাওয়ার ভয় থাকে৷''

এরিকার অবস্থা আরও অদ্ভুত হয়ে দাঁড়িয়েছে৷ কারণ তাঁর লেবাননি বংশোদ্ভূত স্বামী ও সন্তানের জার্মান নাগরিকত্ব রয়েছে৷ অথচ তিনি নিজে জার্মানিতে জন্মগ্রহণ করেও ভিসা ছাড়া নিজের দেশে প্রবেশ করতে পারেন না৷ আগের স্বামীর সঙ্গে জার্মানিতে এরিকার আরও দুই সন্তান রয়েছে৷ তাঁর মা ও ভাইবোনেরা জার্মানিতে থাকেন৷ নির্দিষ্ট সময়ে জার্মানিতে তাঁর অবসর ভাতা পাওয়ার কথা, যদিও তার অঙ্ক বেশি হবে না৷ নিজের ভুল শোধরাতে এরিকা জার্মান নাগরিকত্ব ফিরে পাওয়ার আবেদন করেছিলেন৷ কিন্তু সেই আবেদন নাকচ হয়ে গেছে৷ কারণ হিসেবে বলা হয়েছে, এরিকার যথেষ্ট শিক্ষা ও প্রশিক্ষণ নেই৷ জার্মানিতে ফিরলে তিনি নিজের পায়ে দাঁড়াতে পারবেন, এমন সম্ভাবনা কম৷ ফলে অন্যের উপর নির্ভরশীল থাকতে হতে পারে৷

এরিকার ঘটনা ব্যতিক্রম নয়৷ জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে লেবাননে এমন ঘটনার কোনো নির্দিষ্ট সংখ্যা নেই বটে, কিন্তু বৈরুতে প্রোটেস্ট্যান্ট সংগঠনের সভায় এমন অনেক জার্মান নারীর দেখা পাওয়া যায়, যাঁদের স্বামী মুসলিম বা খ্রিষ্টান লেবাননি৷ অনেকের আবার স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে৷ তাঁদের কাহিনিও অনেকটা এরিকার মতো৷ তাঁদের মধ্যে কেউই জানতেন না যে, লেবাননের নাগরিকত্ব নিলে জার্মান নাগরিকত্ব হারাতে হয়৷ জার্মান কর্তৃপক্ষ তাঁদের প্রায়শ্চিত্তেরও সুযোগ দেয় নি৷ আবেদন নাকচ হয়ে গেছে৷ ৮০ বছর বয়স্কা এক বৃদ্ধার ক্ষেত্রে কর্তৃপক্ষ বলেছে, তিনি জার্মান নাগরিকত্ব ফিরে পেলে রাষ্ট্রের কোনো বিশেষ লাভ হবে না৷ তাঁকে পরামর্শ দেওয়া হয়েছে, তিনি যেন বছর দুই-তিন জার্মানিতে বসবাস করেন এবং তারপর আবার আবেদনপত্র পেশ করেন৷ তখন হয়তো বিষয়টা অন্যভাবে দেখা যেতে পারে৷ কিন্তু স্বাস্থ্যের কারণে সেই নারীর পক্ষে জার্মানিতে বসবাস করা সম্ভব নয়৷

সরকার বা রাষ্ট্র এই সব নারীদের সহায়তা না করায় প্রোটেস্ট্যান্ট সংগঠন ও লেবাননে জার্মানভাষী নারীদের এক সংগঠন একটি উদ্যোগ শুরু করেছে৷ জার্মানিতে বিভিন্ন খ্রিষ্টান সংগঠনের সহায়তায় তারা সবাই মিলে জার্মান কর্তৃপক্ষের উপর একযোগে চাপ সৃষ্টি করছে৷ তাঁরা সবাই চান, এমন সব ঘটনার ক্ষেত্রে কর্তৃপক্ষ প্রথমেই যেন আবেদন নাকচ না করে দেয়৷ প্রতিটি আবেদন পরীক্ষা করে লেবাননে জার্মান নারীরা আবার জার্মান নাগরিকত্ব ফিরে পাওয়ার একটা সুযোগ যেন পান৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ