1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিপাশা এখন অতীত, স্বীকার করলেন জন

১৯ জুন ২০১১

‘জিসম’ ছবিতে প্রেমিক পুরুষ হিসেবে বলিউডে বেশ নাম কুড়িয়েছেন জন আব্রাহাম৷ হট বাঙালি কন্যা বিপাশা বসু’র প্রেমিক ছিলেন তিনি৷ সবমিলিয়ে জন আব্রাহামের রয়েছে আলাদা এক ইমেজ৷

MotoGP World Champion Valentino Rossi, right, talks with Bollywood actor John Abraham at the 10th Auto Expo in New Delhi, India, Sunday, Jan. 10, 2010. The Auto Expo ends Monday. (AP Photo)
জন আব্রাহামছবি: AP

সেই জন আব্রাহাম গত বছরটা কাটিয়েছেন বেশ বাজেভাবে৷ বাবা অসুস্থ, বিপাশার সঙ্গে সম্পর্কচ্ছেদ, ক্যারিয়ারে মন্দা - সব মিলিয়ে বছরটা তাই মোটেও সুবিধা ছিল না জন এর জন্য৷ সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জন জানিয়েছেন, গত বছর আমি ক্যামেরার সামনে হাসি মুখে ছিলাম সত্যি, কিন্তু মনটা ছিল বিষাদে পূর্ণ৷ বাবা ক্যান্সারের রোগী, তাই পরিবার নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলাম৷

সাবেক বান্ধবী বিপাশা বসু সম্পর্কে জন এর বয়ান, আমার আগের সম্পর্কটি (মানে বিপাশা বসু) ছিল অত্যন্ত সুন্দর, উত্তেজনাপূর্ণ৷ বছরের পর বছর সম্পর্ক রক্ষায় যা কিছু প্রয়োজন সবই ছিল আমাদের মধ্যে৷ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলায়, প্রয়োজন বদলায় এবং সম্পর্কের মাঝে আরো অনেক বিষয় চলে আসে৷ আমি তাঁর সঙ্গে সম্পর্কের সময়টা অত্যন্ত গুরুত্বের সঙ্গেই দেখি৷ এখন সময় এসেছে এগিয়ে যাওয়ার, দু'জনার নিজ নিজ পথে চলার৷

উল্লেখ্য, ২০০৩ সালে জিসম ছবির মধ্য দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন জন আব্রাহাম৷ ব্যবসা সফল এই ছবির পর ‘সায়া' এবং ‘পাপ' নামক দুটি ভিন্ন ধরনের ছবিতেও সাফল্য দেখান জন৷ ৩৮ বছর বয়সি এই তারকা একজন ফুটবল ভক্ত৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ