1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিপিএল'এর নিলামে দামি দেশি নাসির আর বিদেশি আফ্রিদি

১৯ জানুয়ারি ২০১২

আলোচিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল'এর নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার হলেন শহীদ আফ্রিদি৷ পাকিস্তানের এই অলরাউন্ডারকে ৭ লাখ ডলারে কিনে নিয়েছে ঢাকা গ্লাডিয়েটর্স৷

Shahid Afridi, Pakistani Cricket team
পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদিছবি: picture alliance/dpa

আর বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন নাসির হোসেন৷ দুই লাখ ডলারে তাঁকে কিনে নেয় খুলনা রয়েল বেঙ্গলস৷

হোটেল ব়্যাডিসনে আজ পাকিস্তানের অলরাউন্ডার আব্দুল রাজ্জাককে দিয়ে শুরু হয় নিলাম৷ বেস প্রাইজ ১ লাখ ডলারে তাকে কিনে নেয় দুরন্ত রাজশাহী৷

এদিকে বিদেশি ক্রিকেটারদের মধ্যে আফ্রিদির পর সবচেয়ে বেশি টাকা পাবেন ওয়েস্ট ইন্ডিজের আক্রমণাত্মক ব্যাটসম্যান ক্রিস গেইল৷ ৫ লাখ ৫১ হাজার ডলারে তাঁকে কিনেছে বরিশাল বার্নার্স৷

বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ দাম উঠেছে মাহমুদউল্লাহর৷ এক লাখ ১০ হাজার ডলারে তাঁকে কিনেছে চিটাগাং কিংস৷ আবদুর রাজ্জাককে ৮৫ হাজার ডলারে কিনেছে খুলনা রয়েল বেঙ্গলস৷ জুনায়েদকে ৭০ হাজার ডলারে দুরন্ত রাজশাহী, ইমরুল কায়েসকে ৫০ হাজার ডলারে কিনেছে সিলেট রয়্যালস৷ আর ইনজুরির সঙ্গে লড়াই করতে থাকা মাশরাফিকে ৪৫ হাজার ডলারে কিনে নিয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটরস৷

ভারতের আইপিএল’এর ধাঁচে এবার বাংলাদেশে শুরু হচ্ছে বিপিএলছবি: AP

প্রতিটি ফ্র্যাঞ্চাইজে সর্বোচ্চ আট জন বিদেশি খেলোয়াড়সহ ১৮ জনকে দলে নিতে পারবে৷ তবে মাঠে নামাতে পারবে সর্বোচ্চ ৫ জন বিদেশি ক্রিকেটার৷ সেই সঙ্গে প্রতিটি দলের জন্য আইসিসির সহযোগী সদস্য দেশগুলো থেকে অন্তত একজনকে নেয়া বাধ্যতামূলক৷

উল্লেখ্য, বিপিএলে একজন ক্রিকেটার কত ম্যাচ খেলতে পারবেন তার ওপর নির্ভর করবে তিনি কত টাকা পাবেন৷ যেমন আফ্রিদি যদি অর্ধেক ম্যাচ খেলতে না পারেন তাহলে তিনি পাবেন সাত লাখের অর্ধেক সাড়ে তিন লাখ ডলার৷ বাকি টাকাটা জমা পড়বে বিপিএল গভর্নিং কাউন্সিলে৷

বিপিএল শুরু হবে আগামী মাসের ৯ তারিখে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ