আগামী বছর আইপিএলে খেলবে নতুন দুইটি দল। তার মধ্যে লখনউ টিমের মালিক হলেন কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা।
বিজ্ঞাপন
দুইটি টিমের জন্য দরপত্র চেয়েছিল আইপিএল পরিচালন সমিতি। তাতে সব চেয়ে বেশি দাম দিয়ে টিম কিনতে চেয়ে দরপত্র জমা দেয় সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গোষ্ঠী। তারা সাত হাজার ৯০ কোটি টাকা দিয়ে লখনউ টিম কিনেছে। আর পাঁচ হাজার ৬০০ কোটি টাকা দিয়ে সিভিসি ক্যাপিটাল পেয়েছে আমদাবাদ টিমের দায়িত্ব। দুইটি টিমের জন্য বোর্ড পাচ্ছে ১২ হাজার ৬৯০ কোটি টাকা।
আইপিএলের টিম কেনার লড়াইয়ে ছিল নামকরা সব সংস্থা। আদানি গ্রুপ, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিক গ্লেজার পরিবার, উদয় কোটাক, অল কার্গো লজিস্টিক্স, টরেন্ট ফার্মার মতো দেশ-বিদেশের পরিচিত বড় সংস্থা দরপত্র জমা দিয়েছিল। সেখানেই বাজি মেরেছেন সঞ্জীব গোয়েঙ্কা।
আগেও আইপিএলে
এর আগেও আইপিএলের টিম কিনেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। তিনি পুণের দল কেনেন। মহেন্দ্র সিং ধোনিকেও নিলামে কেনে তারা। কিন্তু এক বছর পরে ধোনিকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিয়েছিলেন তিনি। তবে পুণের টিম দুই বছরই আইপিএলে ছিল। আইপিএলের দল কেনার পর সঞ্জীব গোয়েঙ্কা বলেছেন, ''আবার আইপিএলে ঢুকতে পেরে ভালো লাগছে। আমাদের লক্ষ্য আরো ভালো দল গঠন করা।''
আইপিএলের নিলামে কোন ক্রিকেটারের কত দাম
২০২১ সালের আইপিএল নিলামেও ছিল টান টান উত্তেজনা। সাকিব খেলবেন কলকাতা নাইট রাইডার্সে।
ছবি: Getty Images/AFP/S. Sukumar
সবচেয়ে দামি
দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিস যে নিলামে চমক দেবেন তা আগে ভাবা যায়নি। মরিসই সবচেয়ে দামি ক্রিকেটার হলেন। ১৬ কোটি ২৫ লাখ টাকা দিয়ে রাজস্থান রয়্যালস কিনল তাকে। তাদের সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের দীর্ঘক্ষণ দরাদরি চলে। গত আইপিএলে বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন মরিস। ছবিতে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নেয়ার পর ক্রিস মরিসের উচ্ছ্বাস।
ছবি: Getty Images/AFP/L. Parnaby
সাকিব আবার নাইট রাইডার্সে
বাংলাদেশের সাকিব আল হাসান আবার কলকাতা নাইট রাইডার্সে খেলবেন। তিন কোটি ২০ লাখ টাকায় সাকিবকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স।
ছবি: Munir Uz zaman/AFP
রাজস্থান রয়্যালসে মুস্তাফিজুর
বাংলাদেশের আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কিনল রাজস্থান রয়্যালস। এক কোটি টাকা দিয়ে ফিজকে কিনেছে তারা।
ছবি: Getty Images/A. Davidson
গ্লেন ম্যাক্সওয়েল বেঙ্গালুরুতে
গ্লেন ম্যাক্সওয়েলকে নিতে যে বেশ কয়েকটি দল ঝাঁপাবে, তা প্রত্যাশিত ছিল। বাস্তবে হলোও তাই। শেষ পর্যন্ত বেঙ্গালুরু তাঁকে ১৪ কোটি ২৫ লাখ টাকা দিয়ে কিনে নিল।
ছবি: Imago Images/Colorsport/A. Western
স্টিভ স্মিথের দাম উঠল না
অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্টিভ স্মিথের দাম বেশি উঠল না। তাঁর বেস প্রাইস ছিল দুই কোটি। তাঁকে দুই কোটি ২০ লাখ টাকায় কিনে নিয়েছে দিল্লি।
ছবি: Getty Images/AFP/L. Parnaby
ভালো দাম পেলেন যাঁরা
ইংল্যান্ডের ক্রিকেটার মইন আলিকে চেন্নাই সুপার কিংস কিনেছে সাত কোটি টাকা দিয়ে। একটাও আইপিএল ম্যাচ না খেলা কৃষ্ণাপ্পা গৌতমকে চেন্নাই কিনেছে নয় কোটি ২৫ লাখ টাকা দিয়ে। এটা একটা রেকর্ড। কিংস ইলেভেন পাঞ্জাব আবার রিচার্ডসনকে কিনেছে ১৪ কোটি দিয়ে। কাইল জেমিসনকে বেঙ্গালুরু কিনেছে ১৪ কোটি টাকায়।
ছবি: Reuters/P. Childs
হরভজন কলকাতায়, পূজারা চেন্নাইতে
হরভজন সিং-কে কিনল কলকাতা নাইট রাইডার্স। ২ কোটি টাকা দিয়ে। আর ৫০ লাখে চেতেশ্বর পূজারাকে কিনল চেন্নাই। বেশ কয়েক বছর পর পূজারাকে আবার আইপিএলে দেখা যাবে।
ছবি: AP
যাঁরা দল পেলেন
পীযূষ চাওলা দল পেলেন। তাঁকে দুই কোটি ৪০ লাখে কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স। শচিনের ছেলে অর্জুন টেন্ডুলকরকেও ২০ লাখ টাকায় কিনেছে তারা। উমেশ যাদবকে দিল্লি কিনেছে এক কোটি টাকায়।
ছবি: AP
যাঁদের কিনল না কোনো দল
নিলামে অনেক ক্রিকেটারকেই কোনো দল কিনল না। যেমন, অ্যারন ফিঞ্চ। অস্ট্রেলিয়ায় টেস্ট ক্রিকেটে অসাধারণ লড়াই করে হার বাঁচানো ভারতীয় ক্রিকেটার হনুমা বিহারীও দল পাননি। কুশল পেরেরা, শন মার্শ, ড্যারেন ব্রাভো, ম্যাথু ওয়েড সহ প্রচুর ক্রিকেটারকে নিয়ে কোনো দল উৎসাহ দেখায়নি। ছবিতে ফিঞ্চকে দেখা যাচ্ছে৷
ছবি: Getty Images/AFP/S. Khan
9 ছবি1 | 9
গোয়েঙ্কা অবশ্য একেবারে গোড়ায় কলকাতার টিম কিনতে চেয়েছিলেন। কিন্তু পাননি। শাহরুখ খান কেকেআরের মালিক হন।
সঞ্জীব গোয়েঙ্কা ফুটবলেও আছেন। সেখানে তার দল আইএসএলে রীতিমতো ভালো খেলছে। চ্যাম্পিয়ানও হয়েছে। মোহনবাগানের সঙ্গে মিশে যাওয়ার পর টিমের নতুন নাম এটিকে মোহনবাগান।