1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৩ জুন ২০১৪

হবিগঞ্জের বনাঞ্চল থেকে দু'শ রকেট লঞ্চারসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব৷ বাংকার থেকে এগুলো উদ্ধার করা হয়৷ ধারণা করা হচ্ছে এগুলো ‘অল ত্রিপুরা টাইগার ফোর্স' এটিটিএফ এর৷

Rapid Action Battalion RAB Spezialeinheit Militär Dhaka Bangladesh
ছবি: Getty Images/AFP

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী সংরক্ষিত সাতছড়ি বনাঞ্চলে র‌্যাবের একটি দল মঙ্গলবার সকাল থেকে অভিযান শুরু করে৷

সেখানে বনাঞ্চলের সীমান্ত ঘেঁষা অংশে পাঁচটি বাংকারের খোঁজ পায় তাঁরা৷ এর মধ্যে একটি বাংকার থেকে দুই শতাধিক রকেট লঞ্চার, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়৷ এগুলো বাংকারের ভেতরে ৫০ থেকে ১০০ ফুট গভীরে ছিল৷

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান ডয়চে ভেলেকে জানান, ‘‘অভিযানে দু'শরও বেশি ছোট রকেট লঞ্চার ছাড়াও উডেন গ্রেনেড ও বিস্ফোরকসহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে৷ এগুলোর গণনা শেষ করতে সময় লাগবে৷ গত দু'দিন ধরে অভিযান চালানোর পর এই অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়৷ অভিযান অব্যাহত আছে৷'' তবে কাউকে আটক বা গ্রেফতারের খবর তিনি দেননি৷ এছাড়া কে বা কারা কী উদ্দেশ্যে এসব অস্ত্রের মজুদ করেছিল তা জানা যায়নি৷

ব়্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং এর পরিচালক উইং কমান্ডার হাবিবুর রহমান জানান, ‘‘স্থানীয়ভাবে গণনা শেষ করার পর সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে৷''

জানা গেছে সীমান্ত ঘেঁষে থাকা বিপরীত পাশের বনে এক সময় এটিটিএফ এর সদর দফতর ছিল৷ এই সংগঠনের সদস্যরা সাতছড়ি এলাকায় অপহরণ এবং মুক্তিপণ আদায় করত৷ ২০১৩ সালের জুনে বাংলাদেশ এটিটিএফ এর প্রধান রঞ্জিত দেববর্মনকে ভারতের কাছে হস্তান্তর করার পর সংগঠনটি দুর্বল হয়ে পড়ে৷

র‌্যাব জানায় ২০০৪ সালে চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র উদ্ধারের পর এটিই বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্রের সবচেয়ে বড় চালান আটকের ঘটনা৷

জানা গেছে র‌্যাব অত্যন্ত সতর্কতার সঙ্গে এই অভিযান পরিচালনা করে৷ বিকেলে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমূল্য কুমার চৌধুরী জানান, অভিযানের বিষয়টি র‌্যাবের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়নি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ