1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রীতিলতা ওয়াদ্দেদার

২৩ সেপ্টেম্বর ২০১২

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদার৷ ১৯৩২ সালের ২৩শে সেপ্টেম্বর চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপীয় ক্লাব আক্রমণ করে শহীদ হন৷ এখনও ভারত উপমহাদেশের সংগ্রামী নারী সমাজে প্রীতিলতা বরণীয় ও স্মরণীয়৷

ছবি: Fotolia/chris-m

প্রীতিলতা ওয়াদ্দেদার ১৯১১ সালের ৫ই মে চট্টগ্রামের ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন৷ তাঁর পিতা ছিলেন স্থানীয় পৌর দপ্তরের প্রধান কেরানি জগদ্বন্ধু ওয়াদ্দেদার এবং মা প্রতিভাদেবী৷ খাস্তগীর উচ্চ বালিকা বিদ্যালয় ছিল প্রীতিলতার প্রথম শিক্ষা প্রতিষ্ঠান৷ ১৯২৮ সালে তিনি কৃতিত্বের সাথে মাধ্যমিক পরীক্ষা পাস করেন৷ ১৯৩০ সালে তিনি ঢাকার ইডেন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম এবং সবার মধ্যে পঞ্চম হন৷ ১৯৩২ সালে প্রীতিলতা কলকাতার বেথুন কলেজ থেকে স্নাতক শ্রেণির পরীক্ষায় অংশ নেন৷ কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত থাকার কারণে প্রীতিলতা এবং তাঁর সহপাঠী বীণা দাসগুপ্ত কৃতিত্বের সাথে স্নাতক পাস করলেও তাদের পরীক্ষার ফল স্থগিত রাখা হয়৷ অবশেষে প্রায় ৮০ বছর পর ২০১২ সালের ২২শে মার্চ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে তাঁদেরকে মরণোত্তর স্নাতক ডিগ্রি প্রদান করা হয়েছে৷

স্নাতক পরীক্ষা দিয়ে প্রীতিলতা কলকাতা থেকে চট্টগ্রাম ফিরে যান৷ পরিবারের অর্থসংকট মেটাতে তিনি শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন৷ তৎকালীন নন্দনকানন উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে যোগ দেন৷ কিন্তু সংগ্রামী চেতনায় উদ্বুদ্ধ বীর সাহসী নারী নেত্রী প্রীতিলতা সবসময় চালিয়ে গেছেন স্বদেশী আন্দোলনের কর্মকাণ্ড৷ ফলে তাঁর শিক্ষা ও পেশাগত জীবনের সবটুকু সময় কেটেছে লোমহর্ষক ও ঘটনাবহুল সংগ্রামী কাজের মধ্য দিয়ে৷ আন্দোলনের কৌশল হিসেবে ৫ই জুলাই তাঁকে বাড়ি ছেড়ে আত্মগোপনে যেতে হয়৷ এসময় তাঁকে পুলিশ হন্যে হয়ে খোঁজে৷ আনন্দবাজার পত্রিকাতেও ওঠে তাঁর আত্মগোপনের খবর৷

এরপর মাষ্টারদা সূর্য সেন এর পরিকল্পনা মাফিক ২৩শে সেপ্টেম্বর পাহাড়তলী ইউরোপীয় ক্লাব আক্রমণে ১০-১২ জনের একটি দলকে নেতৃত্ব দেন প্রীতিলতা৷ উইকিপিডিয়া'র বাংলা সংস্করণে অবশ্য ইউরোপীয় ক্লাবে আক্রমণের তারিখ ২৪শে সেপ্টেম্বর বলে উল্লেখ রয়েছে৷ এই অভিযানের পর পটাশিয়াম সায়ানাইড খেয়ে দেশের জন্য আত্মবিসর্জন দেন এই সংগ্রামী নেত্রী৷ তবে তাঁর মাত্র ২১ বছরের জীবনে তিনি যে দেশপ্রেম, ত্যাগ এবং সংগ্রামী আন্দোলনের উদাহরণ রেখে গেছেন তা ভারত উপমহাদেশের সকল মানুষের জন্য অনুস্মরণীয় হয়ে রয়েছে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ