1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অধিকার চায় হিন্দু নারীরা

২ জুলাই ২০১২

বাংলাদেশের মুসলিম নারীদের মত হিন্দু নারীরা চাইলেই বিবাহ বিচ্ছেদের দাবি জানাতে পারে না৷ স্বামীর নির্যাতন মুখ বুজে সইতে হয় হিন্দু নারীদেরকে৷ স্বামীর সম্পদের উপর কোন অধিকার নেই তাদের৷ হিন্দুদের বিয়ের কোন আইনি ভিত্তি নেই৷

ছবি: AP

তরুলতা রানির অবস্থা তার দেশের মুসলমান মেয়েদের মত নয়৷ পৈত্রিক সম্পদের উপর বাংলাদেশের মুসলমান নারীদের অধিকার আছে, তারা চাইলে বিবাহ বিচ্ছেদের আবেদন করতে পারে এবং স্বামীর অনুপস্থিতিতে ভরণপোষণের দাবি জানাতে পারে৷ কিন্তু বাংলাদেশের মেয়ে হয়েও তরুলতা এসব কিছুই করতে পারেন না৷ কারণ তিনি হিন্দু৷ ২২ বছর বয়সি রানি বার্তাসংস্থা এএফপি'র কাছে জানতে চান, ‘‘ হিন্দু নারী হিসেবে জন্মগ্রহণ কী কোন অপরাধ?''

মাত্র দু'বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রানি৷ তিনি বলেন, ‘‘আমি কোন সম্পদের উত্তরাধিকারী হতে পারি না৷ আমার স্বামী আমাকে ছেড়ে অন্য নারীর কাছে যায়৷ আমাকে সারাক্ষণ মারধর করে৷ তারপরও আমি তার সঙ্গে সম্পর্কচ্ছেদ করতে পারি না''

গত মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি নতুন আইন অনুমোদন করেছেন৷ এই আইনের আওতায় হিন্দুরা বিবাহ নিবন্ধন করতে পারবে৷ রানির মতো নির্যাতিত হিন্দু মেয়েদের জন্য সহায়ক হবে এই আইন৷ তবে সমালোচকরা বলছেন, নতুন আইনটি হচ্ছে একধরনের প্রতীকী পদক্ষেপ, কেননা কট্টরপন্থী হিন্দুদের বাধার কারণে এটির প্রয়োগ খুব বেশি হয়ত সম্ভব হবে না৷ কট্টরপন্থীরা সরকারি এই উদ্যোগকে তাদের ধর্মীয় সংস্কৃতিতে অপ্রয়োজনীয় রাজনৈতিক হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করছে৷

নতুন আইনের আওতায় স্থানীয় পরিষদ কিংবা আদালতে বিবাহ নিবন্ধন করতে পারবে হিন্দুরা৷ বাংলাদেশের মোট জনসংখ্যার ১০ শতাংশ হচ্ছে হিন্দু৷ ভারত কিংবা নেপালে হিন্দু বিবাহ নিবন্ধন এবং বিচ্ছেদের বিষয়টি আগে থেকে চালু থাকলেও বাংলাদেশে এই প্রথম এধরনের সযোগ সৃষ্টি হচ্ছে৷ আইনজীবী নিনা গোস্বামি এই বিষয়ে বলেন, ‘‘বর্তমানে কোন হিন্দু পুরুষ তার স্ত্রীকে ছেড়ে চলে গেলে স্ত্রী কোন ধরনের আইনি ব্যবস্থা নিতে পারে না৷ এমনকি নিজের ভরণপোষণ কিংবা জীবনধারনের জন্য প্রয়োজনীয় সহায়তাও চাইতে পারে না৷ কেননা প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এটা প্রমাণ করাই অসাধ্য হয়ে যায় সে বিয়ে করেছিল৷''

গোস্বামি জানান, প্রয়োজনীয় আইন না থাকায় তার সুযোগ নিচ্ছে হিন্দু পুরুষরা৷ তিনি বলেন, ‘‘হাজার হাজার হিন্দু পুরুষ একাধিক স্ত্রী রাখছে৷ কেননা তারা জানে, এই কাজ করলেও আইনের আওতায় তাদের বিচার সম্ভব নয়৷''

গোস্বামী নিজেও একজন হিন্দু নারী৷ তিনি দেখেছেন, কিভাবে অধিকার আদায়ের সুযোগের অভাবে হিন্দু মেয়েরা অনাকাঙ্খিত কাজ করতে বাধ্য হচ্ছে এবং চরম দরিদ্র জীবনযাপন করছে৷

বলাবাহুল্য, বর্তমানে যে আইন সংসদে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে, তাতে হিন্দু বিবাহ আইনকে একটি ঐচ্ছিক বিষয় হিসেবে রাখা হয়েছে৷ তবে ইতিমধ্যে বাংলাদেশের কিছু এলাকায় এই আইনকে বাধ্যতামূলক করার দাবি উঠেছে৷ কিন্তু কট্টরপন্থী হিন্দুরা ঐতিহ্যের পরিপন্থী কোন কিছু গ্রহণ করতে রাজি নয়৷ সমাজ সংস্কার পরিষদ নামক একটি গোষ্ঠীর সভাপতি হিরন বিশ্বাস বলেন, ‘‘বিবাহ নিবন্ধের ঐচ্ছিক আইন আমরা মানতে রাজি আছি, কেননা অনেক সময় হিন্দু দম্পতি যখন ভ্রমণ করে তখন এটির প্রয়োজন হয়৷ কিন্তু আমরা বাধ্যতামূলক নিবন্ধন, কিংবা বিবাহ বিচ্ছেদ অথবা নারীদের উত্তরাধিকারের বিষয়গুলো মানবো না৷ কারণ আমাদের ধর্মগ্রন্থ এবং ধর্মীয় প্রথায় এগুলো গ্রহণযোগ্য নয়৷''

এআই / আরআই (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ