নরেন্দ্র মোদী ও গুজরাট দাঙ্গা নিয়ে বিবিসির তথ্যচিত্র দেখানোকে কেন্দ্র করে উত্তপ্ত জেএনইউ। নেট ও বিদ্যুৎ বন্ধ করা হলো।
বিজ্ঞাপন
তারপরেও ছাত্রছাত্রীরা ক্যান্টিনে গিয়ে মোবাইল ফোনে ওই তথ্যচিত্র দেখে। বামপন্থি ছাত্রসংগঠন এসএফআইয়ের সভাপতি ঐশী ঘোষ এনডিটিভি-কে বলেন, ''আমরা ক্যান্টিনে গিয়ে কিউআর কোড ব্যবহার করে তথ্যচিত্র দেখব''। ছাত্রছাত্রীরা যখন ক্যান্টিনে এই তথ্যচিত্র দেখছিলেন, তখন ঢিল মারা হয় বলে অভিযোগ। এদিকে এসএফআই-এর পশ্চিমবঙ্গ শাখাও জানিয়েছে, রাজ্যজুড়ে সমস্ত কলেজে এই তথ্যচিত্র দেখানোর ব্যবস্থা করা হবে। তবে নির্দিষ্ট কোনো দিন জানানো হয়নি।
বিবিসি২-তে এই তথ্যচিত্র দেখানো হয়েছে। ভারতে বিবিসি২ দেখানো হয় না। ভারতে প্রশাসন এই তথ্যচিত্রের লিঙ্ক শেয়ার নিষিদ্ধ ঘোষণা করেছে। এই অবস্থায় জেএনইউ কর্তৃপক্ষ জানিয়ে দেন, তারা কোনোভাবেই ক্যাম্পাসে তথ্যচিত্র দেখানোর অনুমতি দেবেন না।
হিন্দুত্ববাদের মুখ যোগী আদিত্যনাথ
দ্বিতীয়বার উত্তরপ্রদেশ জিতে এখন গোটা-ভারতে হিন্দুত্বের পোস্টারবয় যোগী আদিত্যনাথ।
ছবি: Samiratmaj Mishra/DW
অজয় সিং বিস্ত কে চেনেন
যোগী আদিত্যনাথের পূর্বাশ্রমের নাম অজয় সিং বিস্ত। বাড়ি উত্তরপ্রদেশ। সন্ন্যাস নেওয়ার পর তার নাম হয় যোগী আদিত্যনাথ। গোরক্ষপুরের মঠে তিনি দীক্ষা নেন।
ছবি: MONEY SHARMA/AFP
আধ্যাত্মিক বাবা
যোগীর আধ্যাত্মিক পিতা মহন্ত অবৈদ্যনাথ। যোগীর আগে তিনিই ছিলেন গোরক্ষপুর মঠের অধ্যক্ষ। পরে যোগী সেই জায়গা পান।
ছবি: Rajesh K. Singh/AP/picture alliance
গোরক্ষপুর মঠ এবং রাজনীতি
গোরক্ষপুর মঠের সঙ্গে রাজনীতির সম্পর্ক বহুদিনের। এর আগে একাধিক মঠাধ্যক্ষ সরাসরি রাজনীতিতে যোগ দিয়েছেন। মহন্ত অবৈদ্যনাথও ব্যতিক্রম নন। যোগী রাজনীতির ময়দানে নামেন মাত্র ২৬ বছর বয়সে।
ছবি: Goutam Hore
কট্টর হিন্দুত্ববাদ
গোরক্ষপুর মঠের একসময়ের অধ্যক্ষ ছিলেন দিগ্বিজয় নাথ। ১৯৪৯ সালের ২২ ডিসেম্বর বাবরি মসজিদ দখল করার আন্দোলনের অন্যতম নেতা ছিলেন তিনি। যোগী আদিত্যনাথ সেই রাজনীতি বহন করছেন তার রক্তে। তার আমলেই বাবরি মসজিদের জায়গায় রামমন্দির নির্মাণ শুরু হয়েছে আদালতের রায় মেনে।
ছবি: Samiratmaj Mishra/DW
পাঁচবারের সাংসদ
পাঁচবার উত্তরপ্রদেশ থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন আদিত্যনাথ। ২০১৭ সালে প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। ২০২২ এর নির্বাচনে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী নির্বাচিত হচ্ছেন তিনি। যোগী ইতিহাস গড়েছেন।
ছবি: Samiratmaj Mishra/DW
বিতর্ক এবং যোগী
হেট স্পিচ, বিতর্কিত মন্তব্যের জন্য বার বার খবরের শিরোনামে এসেছেন যোগী। হিন্দু-মুসলিম সম্পর্ক নিয়েও তার একাধিক বিতর্কিত মন্তব্য আছে। উত্তরপ্রদেশে ক্ষমতায় এসে লাভ-জিহাদের মতো বিতর্কিত আইন প্রণয়ন করেছেন তিনি।
ছবি: Rajanish Kakade/AP Photo/picture alliance
কড়া অনুশাসক
উত্তরপ্রদেশের একাংশের মানুষের বক্তব্য, গুন্ডামির বিরুদ্ধে যোগী কড়া পদক্ষেপ নিয়েছেন। তার আমলে একের পর এক এনকাউন্টার করেছে পুলিশ। নিন্দুকরা অবশ্য বলেন, এনকাউন্টারের নামে যোগী উত্তরপ্রদেশকে পুলিশরাজ্যে পরিণত করেছেন।
ছবি: Rajesh Kumar Singh/AP Photo/picture alliance
এবং ভবিষ্যৎ
দীর্ঘদিন ভারতে হিন্দুত্ববাদের পোস্টারবয় ছিলেন একসময় গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয়বার উত্তরপ্রদেশে ক্ষমতায় এসে গেরুয়াধারী যোগী কি সেই পোস্টার নিজের দিকে ছিনিয়ে নিলেন? রাজনৈতিকমহলে সেটাই এখন সবচেয়ে বড় আলোচনা।
ছবি: Altaf Qadri/AP Photo/picture alliance
8 ছবি1 | 8
কিন্তু ছাত্রছাত্রীদের দাবি ছিল, তারা কোনো আইনভঙ্গ করছে না। এই তথ্যচিত্র দেখলে সাম্প্রদায়িক পরিস্থিতি খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই। ঠিক ছিল ইউনিয়ন রুমে রাত নয়টার সময় তথ্যচিত্র দেখানো হবে। কিন্তু নির্দিষ্ট সময়ের আগেই সেখানে বিদ্যুৎ ও নেট সংযোগ বন্ধ করে দেয়া হয়।
এরপর ছাত্রছাত্রীরা ক্যান্টিনে গিয়ে সেলফোনে তথ্যচিত্র দেখেন। তখন সেখানে ঢিল মারা হয় বলে অভিযোগ। এসএফআইয়ের অভিযোগ, বিদ্যার্থী পরিষদের সদস্যরা ঢিল মেরেছে। তারপর তারা প্রতিবাদ মিছিল বের করে।
শুধু জেএনইউ নয়, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়েও ছাত্রছাত্রীরা এই তথ্যচিত্র দেখেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্মকর্তাদের এনিয়ে তদন্ত রিপোর্ট জমা দিতে বলেছে।
বিবিসি-র এই তথ্যচিত্র নিয়ে ভারত জানিয়েছে, এটা সাম্রাজ্যবাদী মানসিকতার পরিচায়ক। সুপ্রিম কোর্ট যেখানে এই বিষয়ে স্পষ্ট রায় দিয়েছে, সেখানে প্রধানমন্ত্রীকে নিয়ে এই ধরনের তথ্যচিত্র একটি বিশেষ ন্যারেটিভের প্রচার করছে।
সরকারের তরফ থেকে টুইটার ও ইউটিউবকে এই বিষয়ে যাবতীয় পোস্ট সরিয়ে দিতে বলেছে বলে সূত্র জানাচ্ছে। এর মধ্যেই জেএনইউতে এই তথ্যচিত্র দেখলো ছাত্রছাত্রীরা। জেএনইউ কর্তৃপক্ষ এখন কী সিদ্ধন্ত নেন, সেটাই দেখার।